SEBI Rule: ১ নভেম্বর থেকে বদলে যাবে মিউচুয়াল ফান্ডের দুনিয়া ! কী নিয়ম জারি করল SEBI ?
Mutual Fund: বাজার বিশেষজ্ঞদের মতে, মিউচুয়াল ফান্ড হাউজগুলিকে এবার থেকে গোপনীয় তথ্য জানেন এমন কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে স্বচ্ছতা আনতে হবে। সেবি আনল নয়া নিয়ম।
Insider Trading: মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এবার বড় বদল। আগামী ১ নভেম্বর থেকেই বদলে যাবে এই নিয়ম। এবার থেকে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund Rule) চালু হতে চলেছে ইনসাইডার ট্রেডিং নিয়ম। আর এই নতুন বিধির সাহায্যে অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থাগুলির কার্যক্রমও অনেক উন্নত হতে চলেছে এবং সেই কার্যক্রমে এবার স্বচ্ছ্বতা প্রাধান্য পাবে। এই নতুন নিয়মে (Insider Trading Rule) সংস্থার খুব গোপনীয় তথ্য জানেন এমন কর্মীদের উপর বিশেষ নজর রাখা হবে। আর তাঁর সঙ্গে সঙ্গে এই ধরনের কর্মীদের একটি চুক্তিও স্বাক্ষর করতে হবে। নয়া বিধি জারি করতে চলেছে বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI)।
গোপনীয়তা বজায় রাখার চুক্তি স্বাক্ষর করতে হবে
বাজার বিশেষজ্ঞদের মতে, মিউচুয়াল ফান্ড হাউজগুলিকে এবার থেকে গোপনীয় তথ্য জানেন এমন কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে স্বচ্ছতা আনতে হবে। এই ধরনের কর্মীরা মনোনীত ব্যক্তি হিসেবেই বিবেচ্য হবেন। আর গোপনীয় তথ্য জানেন এমন কর্মীদের একটি তালিকা বজায় রাখতে হবে ফান্ড হাউজকে। এই কর্মীদের সকলকেই একটি চুক্তি স্বাক্ষর করতে হবে এই মর্মে যাতে সেই গোপনীয় তথ্য বাইরের কেউ জানতে না পারে। এই বিধির মাধ্যমে সেবি সমস্ত রকম ইনসাইডার ট্রেডিং বন্ধ করতে পারবেন।
বিরোধিতা করেছিল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি
২৬ জুলাই শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করার সময় সেবি জানিয়েছিল যে এই নতুন ইনসাইডার ট্রেডিং নিয়মগুলি ২০২৪ সালের ১ নভেম্বর থেকে কার্যকর করা হবে। এই নতুন নিয়ম অনুসারে অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থাগুলিকে সময়ে সময়ে তাদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণী বিধি পর্যালোচনা করতে হবে। ২০২২ সালের জুলাই মাসে সেবি মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলিকে কেনা-বেচা সংক্রান্ত একটি কনসাল্টেশন পেপার জারি করেছিল। বাজার বিশেষজ্ঞদের মতে, ইন্ডাস্ট্রির প্রাথমিক বিরোধিতার কারণে এই নিয়ম জারি করতে দেরি হয়েছে।
AMC, ট্রাস্টি ও তাদের আত্মীয়দের হোল্ডিং প্রকাশ্যে আনতে হবে
সেবির জারি করা এই নতুন বিজ্ঞপ্তি অনুসারে ইনসাইডার ট্রেডিং বিধির অধীনে যে সমস্ত কর্মী সংস্থার গোপনীয় তথ্য জানেন, তাদের আর মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনা-বেচা করতে দেওয়া হবে না। কারণ সেই তথ্য ফান্ড স্কিমের নেট অ্যাসেট ভ্যালুকে প্রভাবিত করতে পারে। ইউনিট হোল্ডারদের স্বার্থ প্রভাবিত হতে পারে। ইনসাইডার ট্রেডিং নিয়মের মাধ্যমে অনৈতিকভাবে কোনও ব্যক্তি মুনাফা করতে পারবে না বাজারে।
আরও পড়ুন: Petrol Diesel Price: কমল না বাড়ল ! আজ কলকাতায় কত হয়েছে পেট্রোলের দাম