Second Hand Smartphone : সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার সময় এই ১০টি বিষয় মাথায় রাখুন, না হলে বাড়িতে পুলিশ আসতে পারে
Smartphone Buying Tips: তবে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনার সময় কিছু বিষয়ে সতর্ক হওয়া জরুরি। কারণ এতে অনেক ঝুঁকি জড়িত।
Smartphone Buying Tips: প্রচুর টাকা খরচ না করেই আজকাল কিনে ফেলতে পারেন একটি ভাল স্মার্টফোন। এক্ষেত্রে অনেক ব্যবহারকারী সেকেন্ড হ্যান্ড মোবাইলের অপশন বেছে নেন। সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলি সাশ্রয়ী মূল্যের পাশাপাশি দারুণ সার্ভিসও দেয়। তবে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনার সময় কিছু বিষয়ে সতর্ক হওয়া জরুরি। কারণ এতে অনেক ঝুঁকি জড়িত। ভারতে সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি, যেগুলি সম্পর্কে নিচে বলা হল।
Second Hand Smartphone: সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন
১ সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনার আগে এর অবস্থা ভাল করে দেখে নিন। যেমন মোবাইলে স্ক্র্যাচ, ডেন্ট দেখে নিন। ফোনের বোতাম, টাচস্ক্রিন, ক্যামেরা ও অন্যান্য ফিচার ঠিকমতো কাজ করছে কিনা যাচাই করুন।
২ জলের মাধ্যমে মোবাইল ফোনের সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে। আগে এটি বুঝে নিন। এই ক্ষেত্রে এটি সনাক্ত করতে আপনি ফোনে মরচে বা স্ক্রিনে জলের দাগ দেখতে পাবেন।
৩ ব্যাটারি মোবাইল ফোনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রতিস্থাপন করা ব্যয়বহুল হতে পারে। ব্যাটারি লাইফ পরীক্ষা করুন ও বিক্রেতাকে এক চার্জে ফোন কতক্ষণ স্থায়ী হয় তা জেনে নিন।
৪ ফোনটি তার আসল আনুসাঙ্গিক ডিভাইস যেমন চার্জার, হেডফোন ও বক্স সহ আসে কিনা তা পরীক্ষা করুন৷ যদি তা না হয়, বিক্রেতাকে দাম কমাতে বলুন।
৫ বিক্রেতার সঙ্গে দেখা করার সময় আশেপাশে প্রচুর লোকের থাকে এমন একটি সর্বজনীন স্থান নির্বাচন করুন। সেই ক্ষেত্রে একটি মল বা কফি শপে যান। এটি আপনার নিরাপত্তা নিশ্চিত করবে ও কোনও জালিয়াতি প্রতিরোধ করবে।
৬ দর কষাকষি করার সময় মনে রাখবেন কম দাম মানেই ভাল চুক্তি নয়। যদি ফোনটি ভাল অবস্থায় থাকে ও এর সব আনুষাঙ্গিক ডিভাইস সহ পাওয়া যায়, তবে এটি কিছুটা অতিরিক্ত মূল্য দিয়েও নিতে পারেন।
৭ বিক্রেতার কাছ থেকে রসিদ নিন। ভবিষ্যতে ফোনে কোনও সমস্যা হলে এটি আপনাকে সাহায্য করবে।
৮ বিক্রেতাকে ফোনের আইএমইআই নম্বর জিজ্ঞাসা করুন ও ফোনটি চুরি বা হারিয়ে গেছে কিনা তা দেখতে অনলাইনেও চেক করুন। এছাড়াও, ফোনটি পরিষেবা প্রদানকারীরা কালো তালিকাভুক্ত করেছে কিনা তা দেখে নিন।
৯ ফোনটি এখনও ওয়ারেন্টির অধীনে আছে কিনা তা জানুন। যদি ফোন ওয়ারেন্টির মধ্যে হয়, তবে আপনার নামে ওয়ারেন্টি ট্রান্সফার করুন। এটি আপনাকে ফোনে সমস্যার ক্ষেত্রে সাহায্য করবে।
১০ ফোনের সফ্টওয়্যার সংস্করণ পরীক্ষা করুন, ফোন আপ টু ডেট কিনা জেনে নিন। ফোনে কোনও ম্যালওয়্যার বা ভাইরাস আছে কিনা তাও পরীক্ষা করুন।