Share Market Crash: জমল না মোদি ম্যাজিক, বিরাট ধসে ২৬ লক্ষ কোটি হারালেন বিনিয়োগকারীরা
Share Market Crash Today: আজ সকালের সেশনে পতন দিয়েই শুরু হয় বাজার (Share Market Crash)। বাজার খোলার সঙ্গে সঙ্গেই এক হাজারেরও বেশি পয়েন্ট পড়ে গিয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স।
Stock Market: ঠিক আগের দিনই বাজারে বেশ গতি দেখা গিয়েছিল। তেজিভাব নজরে এসেছিল সূচকে আর তারপর আজ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনে মুখ থুবড়ে পড়ল বাজার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাথমিক গণনা দেখে বাজার (Share Market Crash) মুখ ঘুরিয়ে নিয়েছে। হু হু করে পড়েছে দুই সূচক। সেনসেক্স এখনও পর্যন্ত ৩৬৯০ পয়েন্ট পড়েছে, নিফটি কমেছে ৬ শতাংশ। ভারী পতনে বিনিয়োগকারীরা হারিয়েছেন ২৬ লক্ষ কোটি টাকা। NDA নাকি INDIA ব্লক, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবে সেই গণনায় টালমাটাল শেয়ার বাজার। ইতিমধ্যেই ইন্ডিয়া ভিক্স অর্থাৎ বাজারের ভীতিসূচক বেড়ে গিয়েছে ৪৭ শতাংশ। ফলে বাজারে শেষ অবধি কী হবে তা এখনও স্পষ্ট করে আন্দাজ করাও যাচ্ছে না। দ্রুত হারে বেড়ে গিয়েছে ভোলাটিলিটি।
এভাবে পতন হয় বাজারে
আজ সকালের সেশনে পতন দিয়েই শুরু হয় বাজার (Share Market Crash)। বাজার খোলার সঙ্গে সঙ্গেই এক হাজারেরও বেশি পয়েন্ট পড়ে গিয়েছিল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। সকাল ৯টা ৫৫ মিনিটে সেনসেক্স কমে গিয়েছিল ১৫০০ পয়েন্ট, ৭৫ হাজারের নিচে নেমে এসেছিল সেনসেক্স। এমনকী কিছুক্ষণ আগে ২৩০০ পয়েন্ট কমে যায় সেনসেক্স আর সকাল সাড়ে ১১টার পর ৩৬৯০ পয়েন্ট পতন লক্ষ্য করা যায় সেনসেক্সে। আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিনে সকাল ১১টার সময় বম্বে স্টকে এক্সচেঞ্জের বাজার মূলধন ৪২৬ লক্ষ কোটি টাকা থেকে কমে দাঁড়ায় ৪০০ লক্ষ কোটি টাকা। ডলারের প্রেক্ষিতে বিএসইতে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন ফের ৫ ট্রিলিয়ন থেকে কমে গিয়েছে।
আশা করা যাচ্ছিল যে বিজেপি (Share Market Crash) লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে, এক্সিট পোলের এমনটাই ধারণা ছিল। কিন্তু আজ নির্বাচনী ফল গণনার সময় সেই ইঙ্গিত দেখা মেলেনি। ফলে আশাহত হয়েছেন বহু বিনিয়োগকারী। আর সেই কারণেই যে বাজারে ভারী পতন দেখা গিয়েছে তা মনে করা হচ্ছে।
সোমবার রেকর্ড হারে বেড়েছিল বাজার
গতকাল সোমবার রেকর্ড হারে বেড়েছিল শেয়ার বাজার। সেনসেক্স ২৫০৭ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে সঙ্গে ৭৬,৪৬৮ পয়েন্টে বন্ধ হয়েছিল বাজার। নিফটিও গতকাল সর্বকালীন উচ্চতা স্পর্শ করেছিল। ৭৩৩.২০ শতাংশ বেড়ে নিফটি দাঁড়িয়েছিল ২৩,২৬৩ পয়েন্টে।
আরও পড়ুন: Gold Silver Price: ভোটের ফলাফলের হাওয়া বদলে দিল সোনার দাম ! আজ কত দরে বিকোচ্ছে হলুদ ধাতু ?