Stock Market Opening:বাজার খুলতেই ফের সূচকে ধস, সেনসেক্স নামল ৫৭ হাজারের নিচে, নিফটি পড়ল ৩০৯ পয়েন্ট
Stock Market Opening:নিম্নমুখী ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটিও। প্রায় ৩০৯ পয়েন্ট পড়ে নিফটি। বিগত কয়েকটি সেশনেই লোকসান দেখেছে শেয়ার বাজার। সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট।

Stock Market Opening: ফের ধাক্কা শেয়ার বাজারে। আজ সকালে বাজার খুলতেই নামল বড়সড় ধস। বম্বে স্টক এক্সচেঞ্চের শেয়ার সূচক সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট। নিম্নমুখী ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটিও। প্রায় ৩০৯ পয়েন্ট পড়ে নিফটি। বিগত কয়েকটি সেশনেই লোকসান দেখেছে শেয়ার বাজার। গতকালের ছুটির পর আজ বাজার খুলতেই ফের মুখ থুবড়ে পড়ল সূচক।
নিম্নমুখী সূচক। এদিন দিনের শুরুতেই সেনসেক্স ৫৭ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। গত কয়েকদিন ধরেই শেয়ার বাজারে ধস চলছে। ২৫ জানুয়ারি পতনের পরও দিনের শুরুতে সূচক কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু আজ শুরু থেকেই সূচকে লাল চিহ্ন। গত সোমবার থেকে এখনও পর্যন্ত সেনসেক্স প্রায় ৪ হাজার পয়েন্ট পড়েছে। নিফটিও ৩০৯ পয়েন্ট পড়ে যায়। নিফটি কমে হয় ১৬,৯৬৮।
সেনসেক্স বাজার খোলার সঙ্গে সঙ্গে ৯৯৪.০৭ পয়েন্ট অর্থাৎ ১.৭২ শতাংশ পড়ে ৫৬,৮৬৪ তে লেনদেন হতে দেখা যায়। নিফটিও ফের ১৭ হাজারের নিচে নেমেছে। নিফটি খুলেছিল ১৭,০৬২ পয়েন্টে। কিন্তু খোলার পরই তা ৩০৯ পয়েন্ট পড়ে পৌঁছয় ১৬,৯৬৮-তে।
ব্যাঙ্ক নিফটিতে আজ ব্যাপক দুর্বলতা দেখা গিয়েছে। ব্যাঙ্ক নিফটিতে ৫৫০ পয়েন্টের বেশি পড়ে ৩৭ হাজার ১৫৪ পয়েন্টে লেনদেন করতে দেখা যায়। ব্যাঙ্ক নিফটির ১২ টি শেয়ারেই দেখা গিয়েছে লাল সঙ্কেত। এইইডিএফসি-র শেয়ার সবচেয়ে বেশি পিছিয়ে পড়তে দেখা গিয়েছে।
নিফটির আজ ৫০ শেয়ারের মধ্যে ৪৮ টির সূচকই লাল। মাত্র দুটি শেয়ার রয়েছে সবুজ সঙ্কেতে। যে শেয়ারগুলির দাম বেড়েছে সেগুলি হল ওএনজিসি এবং মারুতি। আর শেয়ারের দাম সবচেয়ে বেশি পড়েছে টাইটান (৩.৮০ শতাংশ) এবং টাটা স্টিল (২.৯০ শতাংশ)। বাজার ফিনসার্ভ ২.৯০ শতাংশ পড়ে লেনদেন করছে। উইপ্রো ও ড. রেড্ডিস ল্যাবে ২.৮৮ শতাংশ পতন দেখা গিয়েছে।






















