Small Saving Scheme: PPF, সুকন্যা সমৃদ্ধিতে সুদের হার বাড়বে আগামী বছর থেকে ? এই দিনে হবে সিদ্ধান্ত
Small Savings Scheme Interest Rate: ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ারস অফ দ্য ফিনান্স মিনিস্ট্রি কিছুদিনের মধ্যেই পোস্ট অফিসের বেশ কিছু প্রকল্পে সুদের হার ঘোষণা করবে।
Small Savings Scheme Interest Rate Hike: ২০২৫ সালে অর্থাৎ আগামী বছর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর আসছে কি ? কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী এই প্রকল্পগুলিতে সুদের হার বাড়াতে চলেছেন ? এবার থেকে বাড়তে (Small Savings Scheme) পারে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি, কিষাণ বিকাশ পত্র ইত্যাদি প্রকল্পের সুদের হার। তবে এখনই এই বিষয়ে (Interest Rate Hike) কিছু সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। ২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ৩১ ডিসেম্বর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
৩১ ডিসেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে
ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ারস অফ দ্য ফিনান্স মিনিস্ট্রি কিছুদিনের মধ্যেই পোস্ট অফিসের বেশ কিছু প্রকল্পে সুদের হার ঘোষণা করবে। ২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের জন্য কত সুদের হার থাকবে তা জানানো হবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে। এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকেও সুদের হারে কোনো বদল করা হয়নি। অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর বদল আসেনি সুদের হারে। এবার বিনিয়োগকারীরা পেক্ষা আছেন নতুন ঘোষণার।
সুকন্যা সমৃদ্ধিতে ৮.২ শতাংশ সুদ
এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২ শতাংশ সুদ পাওয়া যাচ্ছিল। এমনকী সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমেও একই হারে সুদ মিলছিল। তাছাড়া ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭ শতাংশ, কিষাণ বিকাশ পত্রে ৭.৫ শতাংশ সুদ পাওয়া যায়। পোস্ট অফিসের সেভিংস স্কিম ডিপোজিটে আপনি টাকা রাখলে পাবেন ৪ শতাংশ সুদ, ১ বছরের টার্ম ডিপোজিটে পাবেন ৬.৯ শতাংশ সুদ, ২ বছরের জন্য ৭ শতাংশ এবং ৩ বছরের জন্য ৭.১ শতাংশ সুদ পাওয়া যাবে। সবথেকে বেশি সুদ মিলবে ৫ বছরের মেয়াদে, ৭.৫ শতাংশ।
পিপিএফে বাড়তে পারে সুদের হার
বিগত ২ বছরে কেন্দ্র সরকার সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়িয়েছে, কিন্তু পিপিএফের সুদের হারে কোনো বদল হয়নি। ২০২০-২১ অর্থবর্ষ থেকেই একই আছে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। ফলে আগামী বছরে ধারণা করা হচ্ছে পিপিএফে সুদের হার বাড়তে পারে। বিনিয়োগকারীরা আশায় বুক বাঁধছেন। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যেখানে ৮.২ শতাংশ সুদ মিলছে বছরে, সেখানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদ মিলছে মাত্র ৭.১ শতাংশ হারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।