Stock Market: শেয়ার বাজারে ফের বুল রান শুরু ? ৫ দিনেই ঘরে এল ২২ লক্ষ কোটি টাকা
BSE Market Capitalization: ১৩ মার্চ স্টক মার্কেট যখন বন্ধ হয়, BSE-র বাজার মূলধন ছিল ৩৯১.১৮ লক্ষ টাকা, কিন্তু ১৭ মার্চ যখন বাজার খুলেছিল তিন দিনের ছুটির পরে, তখন থেকেই বাজার মূলধন বেড়ে চলেছে।

BSE Market Capitalisation: ভারতের শেয়ার বাজারে এই প্রথম সপ্তাহ যেখানে টানা ৬ মাসের পতনের পরে দারুণ উত্থান দেখা গিয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে যে ছয় মাস ধরে ক্রমান্বয়ে পতন চলেছে বাজারে (Stock Market) তাতে বড় ছেদ পড়েছে এই সপ্তাহে। বিগত ৫টি ট্রেডিং সেশন মিলিয়ে গতকাল শুক্রবার দারুণ উত্থান নিয়ে বন্ধ হয়েছে শেয়ার বাজার। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স (Sensex Today) গত পাঁচটি সেশনে ৪ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে ৭৭০০০-এর স্তরে। আর এর ফলে বিনিয়োগকারীদের সম্পদও বেড়ে গিয়েছে অনেকাংশে।
এই সপ্তাহে টানা পাঁচদিনের প্রতিদিনই স্টক মার্কেটে ইতিবাচক রিটার্ন দেখা গিয়েছে। বাজারের দুটি সূচকই সেনসেক্স এবং নিফটি দুটিতেই উত্থান লক্ষ্য করা গিয়েছে। একইসঙ্গে মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকে যে টানা পতন চলছিল, তাতে ছেদ পড়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকে দারুণ কেনাকাটা চলেছে এই সপ্তাহে। আর এর ফলে স্টক মার্কেটে বিনিয়োগকারীদের সম্পদ বেড়ে গিয়েছে ২২ লক্ষ কোটি টাকা।
১৩ মার্চ স্টক মার্কেট যখন বন্ধ হয়, বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ৩৯১.১৮ লক্ষ টাকা, কিন্তু ১৭ মার্চ যখন বাজার খুলেছিল তিন দিনের ছুটির পরে, তখন থেকেই বাজার মূলধন বেড়ে চলেছে। ৫ দিনের ট্রেডিং সেশনে বাজার মূলধন বেড়ে গিয়েছে ২২.১২ লক্ষ কোটি টাকা। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত স্টকগুলির বাজার মূলধন বেড়ে গিয়েছে ৪১৩.৩০ লক্ষ কোটি টাকা।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভারতের স্টক মার্কেট সর্বোচ্চ স্তর ছুঁয়েছিল, সেই সময় বাজার মূলধন ছিল ৪৮০ লক্ষ কোটি টাকা। বাজারের পতনের কারণে, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির কারণে বাজার মূলধন কমে আসে ৩৯০ লক্ষ কোটিতে।
এই পতনের কারণে বিনিয়োগকারীদের ৯০ লক্ষ কোটি টাকা লোকসান হয়েছিল। তবে এবার ফের বিদেশি বিনিয়োগকারীদের কেনাকাটা শুরু হয়েছে বাজারে। আর তাই বিনিয়োগকারীদের সম্পদও বেড়ে চলছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
