Market Closing Bell: সপ্তাহের শুরুতেই লাল সিগন্যাল ! বাজার পড়ল ৬৭০ পয়েন্ট, পিছিয়ে গেল কারা ?
Share Market: বেশ কিছু সেক্টরে দিনের শুরুতে মুনাফা এলেও এফএমসিজি এবং ফিনান্সিয়াল সার্ভিসের স্টকগুলিতে বড় পতন দেখায় মার্কেট বন্ধ হল লাল ক্যান্ডেলে।
Share Market Closing: সবুজ ক্যান্ডেল দিয়ে বাজার শুরু হলেও ট্রেডিংয়ের শেষে ক্রমশ পতনে বেলা গড়াতেই লাল সঙ্কেত বাজারে। সপ্তাহের শুরুতেই পতন নিফটি, সেনসেক্সে (Sensex)। এদিন বাজার বন্ধের সময় নিফটি সূচক প্রায় ০.৯১ শতাংশ হ্রাস পায় অর্থাৎ ১৯৭.৮০ পয়েন্ট পতনের পর নিফটি (Nifty 50) এসে দাঁড়ায় ২১৫১৩ পয়েন্টে। অন্যদিকে সেনসেক্সে পতন হয় ৬৭০.৯৩ পয়েন্ট, সূচক এখন ৭১,৩৫৫.২২ পয়েন্টে। বেশ কিছু সেক্টরে দিনের শুরুতে মুনাফা এলেও এফএমসিজি এবং ফিনান্সিয়াল সার্ভিসের স্টকগুলিতে বড় পতন দেখায় মার্কেট বন্ধ হল লাল ক্যান্ডেলে।
আজ নিফটি ৫০-র আউটলুক সম্পর্কে বাজার বিশেষজ্ঞরা বলছেন, "নিফটি ৫০ শুক্রবার ২১,৭০০ জোনের উপরে ক্লোজিং দিলেও ইন্ট্রাডে সেশনের সময় কিছু অস্থিরতা প্রত্যক্ষ করা গেছিল। যদিও সেটি শেষের ঘন্টাগুলিতে ভদ্র্স্থ রিকভারি দিয়েছে৷ ফলাফলের মরসুম শুরু হওয়ার সাথে সাথে এখানে একটি ব্রেকআউট আশা করা যেতে পারে। আগামী দিনে আরও বৃদ্ধির প্রত্যাশা করতে ২১,৮০০ স্তরের রেজিস্ট্যান্স জোন থেকে সূচকটিকে এগিয়ে যেতে হবে। তা না করলে আজ বাজারে অস্থিরতা বজায় থাকবে।" স্বাভাবিকভাবেই বাজার আজ ২১৮০০ স্তর পেরোয়নি। ফলে আগামীকালও বাজারে যে অস্থিরতা থাকতে পারে তা আন্দাজ করা যায়। একইভাবে ব্যাঙ্কিং সেক্টরের সূচকেও খুব বেশি উত্থানের সম্ভাবনা দেখেননি আজ বিশেষজ্ঞরা। সূচক সেভাবেই পারফর্ম করেছে।
কোন সেক্টর কোথায় দাঁড়িয়ে ?
সোমবার নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক প্রায় ১.০৬ শতাংশ পর্যন্ত হ্রাস পায়। নিফটি রিয়েলটি এবং নিফটি মিডিয়ার ক্ষেত্রেই কেবলমাত্র সবুজ ক্যান্ডেল দেখা গিয়েছে বাজার বন্ধের সময়। অন্যদিকে এদিন পতনের মুখ দেখেছে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি এবং নিফটি হেলথকেয়ারের সূচক। নিফটি ব্যাঙ্ক এদিন প্রায় ১.৪৭ শতাংশ হ্রাস পায়, নিফটি অটোয় পতন হয় ০.৩১ শতাংশ।
মুনাফা করল কারা
Trident, Capri Global Capital, JBM Auto, Alok Industries, Garware Technical Fibres, Network18 Media & Investments, ONGC, NTPC, Blue Jet Healthcare, Keystone Realtors, Gillette India এই স্টকগুলিতে আজ সবুজ ক্যান্ডেল দেখা গিয়েছে।
কোন কোন স্টকে পতন
আজকের বাজারে পতন দেখেছে SBI Life, Mahindra and Mahindra, Navin Fluorine, Wockhardt, Hindustan Copper, Sun Pharma Advanced Research, Cochin Shipyard, Aarti Industries, Bank of Baroda- ইত্যাদির স্টক।
আরও পড়ুন: Gold Price Today : সপ্তাহের শুরুতেই সুখবর সোনার দামে? দেখে নিন আজ বাংলায় কত হল দাম