Stock Market Closing: চিনের আতঙ্ক ভারতে ! বুধে ফের পতন বাজারে, কততে থামবে নিফটি ?
Share Market Update: এদিনের ট্রেডিং সেশনে বুলসদের তুলনায় বেশি শক্তি দেখাল বেয়ারসরা। যার পরিণতিস্বরূপ পতনের সঙ্গে বন্ধ হল বাজার।
Share Market Update: কমতে পারে চিনের সার্বিক বৃদ্ধির পরিমাণ। বুধবার সেই আশঙ্কা জারি রইল ভারতীয় শেয়ার বাজারে। যে কারণে এদিনের ট্রেডিং সেশনে বুলসদের তুলনায় বেশি শক্তি দেখাল বেয়ারসরা। যার পরিণতিস্বরূপ পতনের সঙ্গে বন্ধ হল বাজার।
Stock Market Update: আজ কেমন ছিল বাজারের অবস্থা ?
আজ সকালে বড় পতনের সঙ্গে বাজার খোলে। তবে দুপুরের পরে রিকভারি হয়েছে বাজারে। আজকের ট্রেডিং শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 168 পয়েন্ট কমে 59,028 তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 31 পয়েন্ট কমে 17,624 পয়েন্টে বন্ধ হয়েছে। ব্যাঙ্ক নিফটিতেও বড় পতন হয়েছে।
Share Market Update: সেক্টরের অবস্থা
আজ বাজারে ব্যাঙ্কিং, অটো, জ্বালানি খাতের শেয়ারের দরে পতন হয়েছে। আইটি, ফার্মা, এফএমসিজি, মেটালস, কনজিউমার ডিউরেবলস, তেল ও গ্যাস ছাড়াও মিডিয়া সেক্টরের স্টকগুলি পড়েছে। মিডক্যাপ ও স্মল ক্যাপ স্টকগুলিও বেড়েছে। নিফটির 50টি শেয়ারের মধ্যে 26টি শেয়ার সবুজে বন্ধ হয়েছে। সেখানে 24টি শেয়ার লালে বন্ধ হয়েছে। সেনসেক্সের 30টি স্টকের মধ্যে কেবল 12টি স্টক সবুজে বন্ধ হয়েছে , সেখানে 18টি লাল চিহ্নে বন্ধ হয়েছে।
Stock Market Update: আজ বেড়েছে এই স্টকগুলি
এদিন আল্ট্রাটেক সিমেন্ট 4.13 শতাংশ, সান ফার্মা 0.71 শতাংশ, টিসিএস 0.71 শতাংশ, উইপ্রো 0.69 শতাংশ, বাজাজ ফিন্যান্স 0.56 শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক 0.54 শতাংশ, বাজাজ ফিনসার্ভ 0.48 শতাংশ, টাইটান কোম্পানি 0.37 শতাংশ, এনএলএল 0.37 শতাংশ, ইনফোসিস 0.17 শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে।
Share Market: বাজার বিশেষজ্ঞদের অনুমান
বাজার বিশেষজ্ঞরা বলছেন, ৮ সেপ্টেম্বর চিনে সার্বিক বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশিত হবে। বিশ্বের একাধিক সংবাদমাধ্যমের মতে, চলতি সময়ে কোভিডে লকডাউন করায় অনেকটাই ধাক্কা খেয়েছে কোম্পানিগুলির প্রাডাকশন। সেই ক্ষেত্রে চিনা মার্কেটের খারাপ ফল ব্যাপক প্রভাব ফেলতে পারে ভারতীয় শেয়ার বাজারে। যদিও এই ধস দালাল স্ট্রিট অনায়াসে সামলে উঠবে বলে মনে করছেন মার্কেট অ্যানালিস্টরা। তাদের মতে, কারেকশনের পর ১৯,০০০-এর দিকে ছুট দিতে পারে নিফটি। দীপাবলি পর্যন্ত মার্কেটে উত্থান জারি থাকতে পারে।
Stock Market Update: তেলের দাম বাড়াতে পারে চিন্তা
বিশ্ব বাজারের দিকে নজর দিলে দেখা যাচ্ছে, নতুন করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সেই ক্ষেত্রে 'ওপেক' সংগঠনের বৈঠকের দিকে তাকিয়ে সারা বিশ্ব। সেখানে তেল তোলার পরিমাণ কমানোর কথা ঘোষণা হলেই আরও তেলের দাম বাড়বে। ফলে স্বাভাবিকভাবেই প্রোডাকশন কস্ট বাড়াতে হবে কোম্পানিগুলিকে। যার সরাসরি প্রভাব পড়বে ভারতীয় শেয়ার বাজারে। অতীতেও এই কারণে পড়েছ নিফিটি, সেনসেক্স।