Stock Market: FMCG সেক্টর পড়ল ১৭০০ পয়েন্ট, পতনে বন্ধ বাজার- আজকের সেরা গেনার, লুজার রইল কারা ?
Stock Market Today on 24 October: বম্বে স্টকে এক্সচেঞ্জের সূচক সেনসেক্স (Sensex Today) আজ ১৭ পয়েন্ট কমে এসে থেমেছে ৮০০৬৫ পয়েন্টে, নিফটি ৫০ বন্ধ হয়েছে ২৪,৩৯৯ পয়েন্টে এসে।
Stock Market Opening: বৃহস্পতিবার ২৪ অক্টোবর এই সপ্তাহের চতুর্থ ট্রেডিং সেশনেও পতনে বন্ধ হল বাজার। আজকের বাজারেও ছিল অস্থিরতা। সেনসেক্স ও নিফটি আজ ফ্ল্যাট বন্ধ হয়েছে। তবে সবথেকে বেশি পতন এসেছে এফএমসিজি শেয়ারে। হিন্দুস্থান ইউনিলিভারের ত্রৈমাসিকে খারাপ ফলাফলের কারণে আজ এই শেয়ারের দাম অনেকটাই পড়েছে, তার সঙ্গে নেসলের শেয়ারেও (Stock Market Closing) এসেছে পতন। ফলে এফএমসিজি সেক্টরের পতনের কারণে বাজারও আজ উত্থান দেখতে পারেনি। মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলিও আজ পতনে (Stock Market) বন্ধ হয়েছে। বম্বে স্টকে এক্সচেঞ্জের সূচক সেনসেক্স (Sensex Today) আজ ১৭ পয়েন্ট কমে এসে থেমেছে ৮০০৬৫ পয়েন্টে, নিফটি ৫০ বন্ধ হয়েছে ২৪,৩৯৯ পয়েন্টে এসে। অন্যদিকে বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত স্টকগুলির বাজার মূলধন আজ ৪৪৫.৩১ লক্ষ কোটি টাকা থেকে কমে এসে দাঁড়ায় ৪৪৩.৯৮ লক্ষ কোটি।
কোন সেক্টরে কী হাল
আজকের বাজারে পতনের সবথেকে বড় কারণ হল এফএমসিজি স্টকগুলি। বুধবার হিন্দুস্তান ইউনিলিভারের হতাশাজনক ফলাফলের কারণে নিফটি এফএমসিজি সূচক আজ ১৭০০ পয়েন্ট পড়ে গিয়েছে। এছাড়াও অটো, আইটি, মেটাল, রিয়েল এস্টেট, কনজিউমার ডিউরেবলস সেক্টরের শেয়ারগুলিও আজ পতনে বন্ধ হয়েছে। আজ দাম বাড়তে দেখা গিয়েছে ব্যাঙ্কিং, হেলথকেয়ার, ফার্মা সেক্টরের স্টকগুলির। আজকের ট্রেডিং সেশনে মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকগুলির দামও কমেছে।
কোন কোন শেয়ারে আজ মুনাফা এসেছে
আজ বম্বে স্টক এক্সচেঞ্জে ৪০৩৩টি শেয়ারের মধ্যে ১৫৮৯টি স্টকে মুনাফা এসেছে, ২৩৪৪টি স্টক বন্ধ হয়েছে পতন দিয়ে। ১০৪টি শেয়ারের দামে কোনো বদল দেখা যায়নি। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ১৯টি শেয়ারে আজ মুনাফা এসেছে। নিফটি ৫০ সূচকের ৫০টি স্টকের মধ্যে ২৬টিতে এসেছে মুনাফা, ২৪টি স্টকে হয়েছে লোকসান। যে যে স্টকের দাম আজ বেড়েছে তার মধ্যে রয়েছে আলট্রাটেক সিমেন্ট, টাইটান, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এসবিআই, আদানি পোর্টস, পাওয়ার গ্রিড, এইচডিএফসি, সান ফার্মা ইত্যাদি স্টক যেগুলি যথাক্রমে ২.৭৭ শতাংশ, ১.৩৭ শতাংশ, ১.৩৫ শতাংশ, ১.১৫ শতাংশ, ১.০২ শতাংশ, ০.৮৫ শতাংশ, ০.৮ শতাংশ, ০.৭৮ শতাংশ বেড়েছে।
এই শেয়ারগুলিতে বিপুল পতন এসেছে
যে যে স্টকগুলির দাম কমেছে, তার মধ্যে রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে, আইটিসি, মারুতি ইত্যাদির দাম যথাক্রমে ৫.৮৩ শতাংশ, ২.৮৮ শতাংশ, ১.৮১ শতাংশ, ১.৬১ শতাংশ পড়ে গিয়েছে।
আরও পড়ুন: UPI Transaction: ইউপিআই আইডি নিয়ে ব্যবসা করা যাবে না, ফিনটেক সংস্থাগুলিকে সতর্ক করল NPCI