Stock Market Holiday: গুরু নানক জয়ন্তী, আজ বন্ধ শেয়ারবাজার, আর কতগুলি ছুটি রয়েছে বাজারে ?
Share Market Holiday Today: আজ ৮ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে বন্ধ থাকবে ভারতীয় শেয়ার বাজার।
Share Market Holiday Today: আজ ৮ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে বন্ধ থাকবে ভারতীয় শেয়ার বাজার। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) কোনও লেনদেন হবে না , শেয়ার বাজার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। বম্বে স্টক এক্সচেঞ্জের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, এই দিন শেয়ার বাজারের উভয় সূচকে লেনদেন বন্ধ থাকবে। চলতি বছরের যেকোনও ব্যবসায়িক দিনে শেয়ারবাজারে পতনের এটাই শেষ ছুটি। আজ ইক্যুইটি সেগমেন্ট, ইক্যুইটি ডেরিভেটিভস সেগমেন্ট ও SLB সেগমেন্টে কোনও লেনদেন হবে না। আজ মুদ্রাবাজারেও ছুটি থাকবে।
Stock Market Holiday: শেষ ট্রেডিং ডে'র ছুটি
বিএসই-র চলতি বছরের স্টক মার্কেট ছুটির তালিকা বলছে, শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া এই বছর মোট ১৩টি ছুটি রয়েছে। এর মধ্যে, আজ ছুটির দিনটি এই বছরের শেষ ব্যবসায়িক দিনে ছুটি। গুরু নানক জয়ন্তীর স্মরণে এই ছুটি ঘোষণা করেছে স্টক এক্সচেঞ্জগুলি।
Share Market Holiday Today: কোন দিন শেয়ার বাজার বন্ধ থাকে ?
ভারতীয় স্টক মার্কেট প্রতি সপ্তাহে পাঁচ দিন ট্রেড করছে। এর মধ্যে শনি ও রবিবার পুঁজিবাজারে এমনিতেই ছুটি রয়েছে। এ ছাড়া যেকোনও উৎসব বা জাতীয় উৎসবের দিন শেয়ারবাজার বন্ধ থাকে। এর আগে অক্টোবর মাসে মোট তিন দিন শেয়ারবাজার বন্ধ ছিল। ৫ অক্টোবর দশেরা, ২৪ অক্টোবর দীপাবলি ও ২৬ অক্টোবর দীপাবলি বালিপ্রতিপদে BSE ও NSE বাজারে কোনও লেনদেন হয়নি। এর আগে দীপাবলির মুহুরত ট্রেডিংয়ের সময় ৬.১৫ টা থেকে ৭.১৫ টা পর্যন্ত ট্রেড হয়েছিল বাজারে। তবে চলতি বছরে ট্রেডিং ডেতে আর কোনও ছুটি নেই বাজারে।
Share Market Holiday Today: গতকাল কেমন ছিল শেয়ারবাজারের অবস্থা ?
সোমবার সপ্তাহের শুরুতেই ৬১,০০০-এর ওপরে চলে যায় বাজার। ভারতীয় পুঁজিবাজারে 'বুল রান' অব্যাহত থাকে সোমে। সপ্তাহের প্রথম ট্রেডিং ডে-তে দারুণ গতিতে বন্ধ হয়েছে স্টক মার্কেট। আজ ৬১০০০-এর উপরে পৌঁছেছে মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স। লেনদেনের শেষে ২৩৯ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ৬১,১৮৯ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৮৪ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ১৮,১৯৯ পয়েন্টে বন্ধ হয়েছে।
Stock Market Closing: কোন খাতের কী অবস্থা ?
সোমবার বাজারে ফার্মা, ভোগ্যপণ্য ও স্বাস্থ্য পরিষেবা খাত ছাড়া বাকি সব সেক্টরের শেয়ারে বড়সংখ্যক লেনদেন হয়েছে। ব্যাঙ্ক নিফটি, নিফটি আইটি, নিফটি অটো, নিফটি এফএমসিজি, মেটাল, শক্তির মতো সেক্টরগুলিতে দুর্দান্ত লাভ দেখা গেছে। নিফটির 50টি শেয়ারের মধ্যে 36টি শেয়ার বেড়েছে। 14টি শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 20টি স্টক বৃদ্ধির সঙ্গে ও 10টি পতনের সঙ্গে বন্ধ হয়েছে। বাজারে শক্তিশালী বুল রানের কারণে BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন বেড়েছে 284.68 লক্ষ কোটি টাকা।