Stock Market Holiday: ২০২৫-এ কবে কবে বন্ধ থাকবে স্টক মার্কেট ? স্টক এক্সচেঞ্জ দিল ছুটির তালিকা
Trading Calendar 2025: বম্বে স্টক এক্সচেঞ্জ (Stock Market Holiday) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ২০২৫ সালের জন্য ট্রেডিং হলিডে লিস্ট (Holiday List) প্রকাশ করেছে।
Trading Calender: আর কিছুদিন পরেই শেষ হয়ে যাবে ২০২৪, নতুন বছরের শুরু হবে। আর এই নতুন বছরে স্টক মার্কেটের বিনিয়োগকারী, ট্রেডার, ব্রোকারেজ হাউজের জন্য বড় খবর এসেছে প্রকাশ্যে। দেশের দুটি বড় বড় স্টক এক্সচেঞ্জ সংস্থা বম্বে স্টক এক্সচেঞ্জ (Stock Market Holiday) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ২০২৫ সালের জন্য ট্রেডিং হলিডে লিস্ট (Holiday List) প্রকাশ করেছে। আগামী বছর স্টক মার্কেটে প্রথম ছুটির দিন থাকবে ২৬ ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিন।
এই দিনগুলিতে ছুটি থাকবে স্টক মার্কেটে
বম্বে স্টক এক্সচেঞ্জ (Stock Market Holiday) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ২০২৫ সালের জন্য ট্রেডিং হলিডে লিস্ট (Holiday List) প্রকাশ করেছে। এই সমস্ত ছুটির দিনগুলি তিনটি ইকুইটি সেগমেন্ট, ইকুইটি ডেরিভেটিভ স্টেটমেন্ট এবং এসএলবি স্টেটমেন্টের জন্য প্রযোজ্য হবে। ২০২৫-এ শনি ও রবিবার বাদ দিলে গোটা বছরে মাত্র ১৪টি ছুটির দিন রয়েছে। ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, ১৪ মার্চ হোলি, ৩১ মার্চ ইদের জন্য বন্ধ থাকবে বাজার। দেখে নিন পুরো তালিকা।
২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার – মহাশিবরাত্রির জন্য বন্ধ থাকবে বাজার
১৪ মার্চ, শুক্রবার – হোলি উপলক্ষে বাজার বন্ধ
৩১ মার্চ, সোমবার – ইদের জন্য বন্ধ থাকবে স্টক মার্কেট
১০ এপ্রিল, বৃহস্পতিবার – শ্রী মহাবীর জয়ন্তীর জন্য বন্ধ থাকবে বাজার
১৪ এপ্রিল, সোমবার – ড. বাবাসাহেব আম্বেদকর জয়ন্তীতে বাজার বন্ধ
১৮ এপ্রিল, শুক্রবার – গুড ফ্রাইডের জন্য বাজার বন্ধ
১ মে, বৃহস্পতিবার – মহারাষ্ট্র দিবস উপলক্ষে বন্ধ থাকবে বাজার
১৫ অগাস্ট, শুক্রবার – স্বাধীনতা দিবসের জন্য বাজার খোলা থাকবে না
২৭ অগাস্ট, বুধবার – গণেশ চতুর্থীর জন্য স্টক মার্কেটে ট্রেডিং হবে না
২ অক্টোবর, বৃহস্পতিবার – গান্ধী জয়ন্তীর কারণে বাজার বন্ধ থাকবে
২১ অক্টোবর, মঙ্গলবার – দীপাবলী লক্ষ্মী পূজা উপলক্ষ্যে বাজারে ছুটি
২২ অক্টোবর, বুধবার – দীপাবলী- বালি প্রতিপদ উপলক্ষ্যে বাজার বন্ধ
৫ নভেম্বর, বুধবার – গুরু নানকের জন্ম প্রকাশ দিন উপলক্ষ্যে ছুটি রয়েছে বাজারে
২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার – বড়দিনের ছুটি রয়েছে বাজারে
১ ফেব্রুয়ারি শনিবারেও খোলা থাকবে বাজার
২০২৫ সালের ১ ফেব্রুয়ারি সাধারণ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সাধারণত শনিবারে বন্ধ থাকে বাজার, কিন্তু এই দিনে বাজেট পেশ উপলক্ষ্যে খোলা থাকবে বাজার। করা যাবে ট্রেডিং বা বিনিয়োগ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: PM SVANidhi Yojana: ৮০ হাজার টাকা পর্যন্ত ঋণ মিলবে আধার কার্ড দেখালেই, কেন্দ্র সরকার দিচ্ছে এই সুযোগ