Stock Market News :বাজার খুলতেই শেয়ার বাজারে সর্বকালীন বৃদ্ধির রেকর্ড, সেনসেক্স ছাড়াল ৫২ হাজার
সোমবার শেয়ার বাজার খুলতেই সূচকের উর্ধ্বগতি। সূচক উঠল সর্বকালের রেকর্ড উচ্চতায়। সেনসেক্স ও নিফটি দুই সূচকই উর্ধ্বমুখী। ডিসেম্বরের ত্রৈমাসিকে কর্পোরেটের আয় বৃদ্ধিতে আর্থিক ঘুরে দাঁড়ানোর আশার আলো দেখছেন লগ্নিকারীরা।
নয়াদিল্লি: সোমবার শেয়ার বাজার খুলতেই সূচকের উর্ধ্বগতি। সূচক উঠল সর্বকালের রেকর্ড উচ্চতায়। সেনসেক্স ও নিফটি দুই সূচকই উর্ধ্বমুখী। ডিসেম্বরের ত্রৈমাসিকে কর্পোরেটের আয় বৃদ্ধিতে আর্থিক ঘুরে দাঁড়ানোর আশার আলো দেখছেন লগ্নিকারীরা। এরই প্রভাবে বাজার খোলার সঙ্গে সঙ্গে এনএসই সূচক .৯৩ শতাংশ বেড়ে হয়েছে ১৫,৩০৪। আর বিএসই সূচক .৯৪ শতাংশ বেড়ে ছাড়িয়েছে ৫২ হাজারের গণ্ডি। বিএসই সূচক বেড়ে হয়েছে ৫২,০৩০।
বম্বে স্টক এক্সচেঞ্চের প্রধান সূচক ইনডেক্স ৩৬৩.৪৫ পয়েন্ট বেড়ে ৫১,৯০৭-এ খোলে এবং দ্রুতই তা ৫২,০৩৬.১৪ পয়েন্ট পর্যন্ত পৌঁছে যায়। নিফটিও বাজার খুলতেই ১০৭ অঙ্ক বাড়ে এবং এরপর ১৫,২৯৭.১০ অঙ্কে পৌঁছে যায়।
সারা বিশ্বজুড়েই অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সঙ্কেত মিলেছে। এরই প্রতিক্রিয়ায় বিএসি সেনসেক্স সোমবার ৫০০-র বেশি পয়েন্ট উপরে উঠে দিনের শুরুতে ৫২ হাজার অঙ্ক ছাড়িয়ে গিয়েছে।এরফলে ভারতের শেয়ার বাজারে নতুন করে আশার আলো।
সোমবার এশিয় শেয়ারই রেকর্ড উচ্চতায় উঠেছে। বিশ্বজুড়ে সফল কোভিড-১৯ টিকাকরণ অভিয়ানের হাত ধরে তেলের দাম গত এক বছরে শীর্ষে পৌঁছছে। এটেই দ্রুত আর্থিক পুণরুজ্জীবনের আশার সঞ্চার হয়েছে। এরসঙ্গে যুক্ত হয়েচে মার্কিন সরকারের আর্থিক সহায়তা।
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক সেনসেক্সে সর্বাধিক ২ শতাংশ পর্যন্ত বেড়েছে। এরপরই রয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক , এইচডিএফসি, ভারতী এয়ারটেল।
বৃহত্তর বাজারে এসঅ্যান্ডপি বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ ইনডেক্সও উর্ধ্বমুখী।
জাপানের নিক্কেই ১.৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে, অস্ট্রেলিার বেঞ্চমার্ক ইনডেক্স ১ শতাংশ বেড়েছে।
শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ ও নাডডাক দিনের শেষে রেকর্ড উচ্চতায় ছিল।
নিফটির সমস্ত সেক্টোরাল সূচকগুলিই সবুজ। এক্ষেত্রে নিফটি প্রাইভেট ব্যাঙ্ক সূচক ১.৭ শতাংশ বেড়েছে।
বম্বে স্টক এক্সচেঞ্চের প্রধান সূচক ইনডেক্স ৩৬৩.৪৫ পয়েন্ট বেড়ে ৫১,৯০৭-এ খোলে এবং দ্রুতই তা ৫২,০৩৬.১৪ পয়েন্ট পর্যন্ত পৌঁছে যায়। নিফটিও বাজার খুলতেই ১০৭ অঙ্ক বাড়ে এবং এরপর ১৫,২৯৭.১০ অঙ্কে পৌঁছে যায়।
বিস্তারিত আসছে..