(Source: ECI/ABP News/ABP Majha)
Stock Market Opening: পতন সামলে গতি ফিরল বাজারে, আজ কোন কোন শেয়ারে মুনাফার সুযোগ ?
Sensex Today: আজ বৃহস্পতিবার সকালে বাজার খোলার পর থেকেই দেশীয় বাজারে বিপুল গতি দেখা গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স আজ সকালে খুলতেই ৪০০ পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছিল ৮১,৯৩০-এর স্তরে।
Sensex Today: আজ দেশীয় শেয়ার বাজারে সকাল থেকে তেজিভাব দেখা যাচ্ছে। গতকাল ৪০০ পয়েন্ট সেনসেক্স পড়লেও সেই পতন (Stock Market Opening) সামলে উঠে গতি ফিরেছে বাজারে। বৈশ্বিক বাজারেও আজ তেজিভাব ফিরেছে, মার্কিনি বাজারের ইতিবাচক ইঙ্গিতের প্রভাব এসে পড়েছে ভারতের শেয়ার বাজারেও। ভারতের শেয়ার বাজারও (Stock Market Today) আজ সকালে খুলতেই এক লাফে ৪০০ পয়েন্ট বেড়ে গিয়েছিল। নিফটির সমস্ত সেক্টোরাল সূচক সবুজে রয়েছে। অটো, আইটি, মেটাল, পিএসইউ ব্যাঙ্ক, ফার্মা, এফএমসিজি, রিয়েলটি ও অয়েল-গ্যাস সূচক সবেতেই গতি দেখা যাচ্ছে আজকের বাজারে।
সকালে বাজার খুলতেই গতি দেখা গিয়েছে আজ
আজ বৃহস্পতিবার সকালে বাজার খোলার পর থেকেই দেশীয় বাজারে বিপুল গতি দেখা গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স আজ সকালে খুলতেই ৪০০ পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছিল ৮১,৯৩০-এর স্তরে। ০.৫০ শতাংশ বেড়েছিল সূচক। এছাড়াও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১৪১.২০ পয়েন্ট অর্থাৎ ০.৫৭ শতাংশ বেড়ে ২৫ হাজার পেরিয়ে যায়।
দুই সূচকের শেয়ারে কী হাল
সকালে বাজার খোলার পরেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ২৩টি স্টকেই গতি দেখা গিয়েছে। আর নিফটি ৫০ সূচকে ৫০টি শেয়ারের মধ্যে ৪৩টি শেয়ারে গতি দেখা যাচ্ছে আজ, মাত্র ৭টি শেয়ারের দাম কমেছে আজকের বাজারে।
বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন
গতকাল ২.৫ লক্ষ কোটি টাকা মূলধন কমে বাজার বন্ধ হয়েছিল ৪৬৩.৪৯ লক্ষ কোটি টাকায় আর আজ সকালের শুরুতেই বাজারে বম্বে স্টক এক্সচেঞ্জের মূলধন পৌঁছে যায় ৪৬৪.১১ লক্ষ কোটি টাকায়। মঙ্গলবার এই সূচকের সব শেয়ারের মিলিত বাজার মূলধন ছিল ৪৬০.৯৬ লক্ষ কোটি টাকা।
মার্কিনি বাজারে কেমন ট্রেড ছিল গতকাল
গতকাল মার্কিনি বাজারের ডাউ জোনস ০.৩১ শতাংশ বেড়েছিল। ন্যাসড্যাক সূচকেও ২.১৩ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছিল। আর অন্যদিকে এস অ্যান্ড পি ৫০০ সূচক বেড়েছিল ১.০৭ শতাংশ। মার্কিন বাজারে ২০২২ সালের অক্টোবর মাস থেকে শুরু করে এই প্রথম গতকালের বাজারে এস অ্যান্ড পি ও ন্যাসড্যাক সূচক ইন্ট্রাডের ভিত্তিতে ১.১৫ শতাংশ লস রিকভারি করেছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Tata Steel Update: টাটা স্টিলকে ৫০০ মিলিয়ন পাউন্ড দেবে ব্রিটেনের সরকার, পাঁচ হাজার চাকরি