Stock Market Update: রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণার আগে চাঙ্গা শেয়ার বাজার
Stock Market Update:চড়েছে বম্বে স্টক এক্সচেঞ্চের শেয়ার সূচক সেনসেক্স। এদিন সেনসেক্স ৩৪৪ পয়েন্ট বেড়ে ৫৮,৮১০-এ খুলেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচকও ৯০ অঙ্ক বেড়ে ১৭,৫৫৪-তে লেনদেন শুরু করে।
Stock Market Update: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস আজ দ্বিমাসিক ঋণ নীতি ঘোষণা করবেন। তার আগে তেজি শেয়ার বাজার। ঋণে সুদের হারে কোনও রদবদল করা হয় কিনা, তা জানতে আজ বাজারের নজর রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণার দিকে। কিন্তু এরইমধ্যে লেনদেনের শুরুতেই চড়েছে বম্বে স্টক এক্সচেঞ্চের শেয়ার সূচক সেনসেক্স। এদিন সেনসেক্স ৩৪৪ পয়েন্ট বেড়ে ৫৮,৮১০-এ খুলেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচকও ৯০ অঙ্ক বেড়ে ১৭,৫৫৪-তে লেনদেন শুরু করে। এর আগে এসজিএক্স নিফটিও বাজারে তেজিভাব নিয়ে খোলার ইঙ্গিত দিয়েছিল।
ব্যাঙ্কিং সেক্টরগুলির স্টকে খুব ভালো তেজিভাব দেখা যাচ্ছে। সেনসেক্সের ৩০ স্টকের মধ্যে ২৮ শেয়ারেই রয়েছে সবুজ সঙ্কেত। মাত্র দুটি শেয়ার নিম্নমুখী। সবচেয়ে বেশি যে শেয়ারগুলির দর বেড়েছে, সেগুলির মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড। এই শেয়ার ২.০৩ শতাংশ বেড়ে ২১৩ টাকায় লেনদেন করছে। নিম্নমুখী শেয়ারগুলির মধ্যে রয়েছে মারুতি সুজুকির শেয়ার। এই শেয়ার ০.৬২ শতাংশ পড়ে ৮৯০৫ টাকায় লেনদেন হচ্ছে।
আইটি, মেটালস, মিডিয়া, এনার্জির মতো সেক্টরে শেয়ারে তেজিভাব দেখা যাচ্ছে। অন্যদিকে, অয়েল অ্যান্ড গ্যাস, কনজিউমার ডিউরাবেলস, ফাইনান্সিয়াল সার্ভিসেস, ফার্মা সেক্টর ছাড়াও স্মল ও মিড ক্যাপ শেয়ারে নিম্নমুখীতা দেখা গিয়েছে।
পাওয়ার গ্রিড ছাড়া ইনফোসিস, টাটা স্টিল, এনটিপিসি, এইচডিএফসি, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এসবিআই, টেক মাহিন্দ্রা, লার্সেন, কোটাক মাহিন্দ্রার শেয়ারে তেজিভাব রয়েছে।
যে শেয়ারগুলি নিম্নমুখী, সেগুলির মধ্যে রয়েছে এশিয়ান পেন্টস, মারুতি, বাজাজ ফিনসার্ভ, এয়ারটেল, সান ফার্মা, রি়লায়েন্স, আইসিআইসিআই ব্য়াঙ্ক, বাজাজ ফাইনান্স।