(Source: ECI/ABP News/ABP Majha)
Stocks to Buy: বাজার পড়লেও দৌড়চ্ছে এই ৪ স্টক, একদিনেই বাড়ল ১৩ শতাংশ
Railway Stocks: আজকের বাজারে রেলটেল কর্পোরেশনের স্টকের দাম বেড়েছে ১৩ শতাংশ। জানা গিয়েছে সাউথ সেন্ট্রাল রেলওয়ের তরফে সেকেন্দ্রাবাদ ডিভিশনে ২০.২২ কোটি টাকার অর্ডার পেয়েছে এই সংস্থা।
Railway Stocks: আজ সকালে বাজার সর্বকালীন উচ্চতায় নতুন শিখরে উঠে আসে। কিন্তু তারপর বেলা বাড়তেই শুরু হয় পতন। ৫০০ পয়েন্ট পর্যন্ত নেমে আসে সেনসেক্স (Sensex Today)। এখনও বাজার লাল সঙ্কেতেই। কিন্তু এরই মধ্যে বাজারের পতনকে উপেক্ষা করেই লম্বা দৌড় দেখা গিয়েছে রেলওয়ের সঙ্গে সম্পর্কিত স্টকে (Stocks to Buy)। আজ শুক্রবার ইন্ট্রাডে সেশনে ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে এইসব স্টকের (Railway Stocks) দাম। রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইরকন ইন্টারন্যাশনাল, রাইটস, রেল বিকাশ নিগম, টিটাগড় রেল সিস্টেমস ইত্যাদি রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার আজ ৫ শতাংশ থেকে ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।
আজ বেলা ১২টা ৪২ মিনিটে সেনসেক্স ০.৫৫ শতাংশ পড়ে নেমে আসে ৭৭,০৪৯-এর স্তরে। ৫ জুন যে নিম্নস্তরে নেমে এসেছিল এই সব স্টক, সেখান থেকে ৫৮ শতাংশ বেড়েছে দাম। আগামী ২০২৫ সালের মধ্যেই ভারতীয় রেলওয়ে তাঁর সমস্ত রুটের বৈদ্যুতিনীকরণ করে ফেলতে চায়। পিএম গতিশক্তি প্রকল্পের অধীনে ভারতীয় রেলওয়ের তত্ত্বাবধানে প্রায় ৫০০টি মাল্টি-মোডাল কার্গো টার্মিনাল তৈরির পরিকল্পনা করা হয়েছে। আগামী ৪-৫ বছরে মোট ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে রেলওয়ে সেক্টরে। ফলে বিনিয়োগকারীদের আশা যে এই সব স্টকগুলির দামও আগামী দিনে বিপুল হারে বাড়বে।
আজকের বাজারে রেলটেল কর্পোরেশনের (RailTel Corporations Stock) স্টকের দাম বেড়েছে ১৩ শতাংশ। জানা গিয়েছে সাউথ সেন্ট্রাল রেলওয়ের তরফে সেকেন্দ্রাবাদ ডিভিশনে ২০.২২ কোটি টাকার একটি প্রকল্পের অর্ডার পেয়েছে এই সংস্থা। আর পুরো জুন মাসের হিসেবে এখনও পর্যন্ত মোট ১৩৭ কোটি টাকার অর্ডার পেয়েছে রেলটেল কর্পোরেশন।
৫ জুন রেলটেলের স্টকের দাম নেমে এসেছিল ৩৩৫.১০ টাকার স্তরে, সেখান থেকে আজকের দিন পর্যন্ত ৪৬ শতাংশ বেড়েছে এই স্টকের দাম। অন্যদিকে ৮৫ হাজার কোটি টাকার অর্ডার জমা পড়েছে RVNL সংস্থার ঘরে। আর তাই আজকের বাজারে এই শেয়ারের দাম বেড়েছে ৮ শতাংশ। টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (Texmaco Rail and Engineering) সংস্থার স্টকের দামও আজ বেড়েছে ৮ শতাংশ। ২২২.৩০ টাকায় এখন ট্রেড করছে এই সংস্থার শেয়ার।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Multibagger Stocks: ৮ দিনেই ৭৮ শতাংশ বাড়ল দাম, প্রতিরক্ষা খাতের এই স্টকে বিপুল মুনাফা বিনিয়োগকারীদের