Multibagger Stocks: ৮ দিনেই ৭৮ শতাংশ বাড়ল দাম, প্রতিরক্ষা খাতের এই স্টকে বিপুল মুনাফা বিনিয়োগকারীদের
Stocks to Buy: ৮ দিনেই স্টকের দাম বেড়েছে ৭৭.৬০ শতাংশ। ২০২৩ সালে এই স্টকের দাম (Multibagger Stock) বেড়েছিল ২৭৩ শতাংশ, এই বছর এখনও পর্যন্ত বিনিয়োগকারীরা এই স্টক থেকে ১৪৪ শতাংশ রিটার্ন পেয়েছেন।
Stock Market: প্রতিরক্ষা খাতের স্টকগুলিতে (Defence Sector Stock) বিপুল র্যালি দেখা যাচ্ছে, এই র্যালি যেন থামতেই চাইছে না। বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে বাড়ছে এই সেক্টরের স্টক। এমনকী প্রতিরক্ষা খাতের এমন বেশ কিছু স্টকের দাম বাড়তে বাড়তে তাদের সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছে। মঙ্গলবারের সেশনে এই প্রতিরক্ষা খাতের স্টকগুলি (Multibagger Stock) সবুজেই ক্লোজিং দিয়েছে। এর মধ্যে এমন একটি স্টকে বিগত ৮টি সেশনেই বিপুল মুনাফা এসেছে বিনিয়োগকারীদের। কোন স্টক ? আপনার পোর্টফোলিওতে ছিল ?
সংস্থার নাম প্রিমিয়ার এক্সপ্লোসিভস (Premier Explosives)। এই সংস্থার স্টকেই বিপুল র্যালি এসেছে বিগত কয়েক দিনে। গত মঙ্গলবার এই স্টকের দাম ১০ শতাংশ আপার সার্কিটে ছিল। ৩৮৮২ টাকার সর্বোচ্চ উচ্চতায় ট্রেড করছে এই শেয়ারের দাম। এর আগে মোট ৮টি ট্রেডিং সেশনে প্রিমিয়ার এক্সপ্লোসিভের দাম ২১৮৬ টাকা থেকে ৩৮৮২ টাকায় এসে পৌঁছেছে। অর্থাৎ ৮ দিনেই স্টকের দাম বেড়েছে ৭৭.৬০ শতাংশ। ২০২৩ সালে যেখানে এই স্টকের দাম (Multibagger Stock) বেড়েছিল ২৭৩ শতাংশ, সেখানে এই বছরের শুরু থেকে এখনও পর্যন্ত বিনিয়োগকারীরা এই স্টক থেকে ১৪৪ শতাংশ রিটার্ন পেয়েছেন।
তৃতীয়বার ক্ষমতায় ফিরে এসেছেন মোদি। আর তাঁর ফিরে আসার জন্য বিনিয়োগকারীদের মনে হয়েছে যে অর্থনৈতিক নিয়মবিধি বহাল ছিল তা এখনও থাকবে এবং সমস্ত খাতের থেকে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়বে। আর তাই প্রতিরক্ষা খাতের স্টকগুলির পারফরম্যান্স অদূর ভবিষ্যতে ভাল হবে, এমনটাই আশা করছেন বিনিয়োগকারীরা।
এই সংস্থার অর্ডার বুক বেশ শক্তিশালী। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সংস্থার অর্ডার বুক ৯৬৪৭ মিলিয়নের। ইয়ার অন ইয়ার ভিত্তিতে সংস্থার ডিফেন্স এক্সপোর্ট রেভিনিউ ২২৫ শতাংশ বেড়েছে। ২০২৪ অর্থবর্ষে ১১২ শতাংশ ইয়ার-অন-ইয়ার বেড়েছে এর রেভিনিউ। অন্যদিকে অপারেশনস থেকে রেভিনিউ এই বছর ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ২৭১৭.৪২ মিলিয়ন। এই বছর সংস্থার নেট মুনাফা বেড়েছে ৩২০ শতাংশ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Stocks To Watch: এই স্টকগুলিতে আজ রয়েছে বড় খবর, টাটা মোটরস, পিএনবি হাউজিং ছাড়াও রয়েছে আরও নাম