Stocks To Watch: প্রফিট বুকিং তুঙ্গে, পতনে বন্ধ বাজার- আজকের সেরা স্টক কোনগুলি ?
Stock Market Closing: আজকের বাজারে, নিফটি আইটি সবুজে বন্ধ হয়েছে। আজ বিপুল কেনাকাটা হয়েছে আইটি স্টকে, তাই মুনাফা করেছে এই সেক্টর। এছাড়াও মেটালস এবং মিডিয়ার স্টকেও গতি দেখা গিয়েছে আজ।
Stock Market Closing: সপ্তাহের শেষ ট্রেডিং দিনে (Best Stocks to Watch) তুমুল প্রফিট বুকিংয়ের চাপ। আজকের দিনের সর্বোচ্চ উচ্চতা থেকে খানিক নিচে পড়েই বন্ধ হল বাজার। সবথেকে বেশি পতন লক্ষ্য করা গিয়েছে এফএমসিজি সেক্টরে (Top Losers) এবং এনার্জি সেক্টরে। তবে আজকের বাজারে সবথেকে বেশি সাপোর্ট এসেছে আইটি সেক্টর (Top Gainers) থেকে। আজকের বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের (Stock Market Closing) সূচক সেনসেক্স ২৭০ পয়েন্ট পড়ে ৭৭,২০৯ পয়েন্টে বন্ধ হয়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক ৬৬ পয়েন্ট পড়ে ২৩,৫০১ পয়েন্টে এসে বন্ধ হয়।
কোন সেক্টরে কী হাল
আজকের বাজারে, নিফটি আইটি সবুজে বন্ধ হয়েছে। আজ বিপুল কেনাকাটা হয়েছে আইটি স্টকে, তাই মুনাফা করেছে এই সেক্টর। এছাড়াও মেটালস এবং মিডিয়ার স্টকেও গতি দেখা গিয়েছে আজ। কনজিউমার ডিউরেবলসের শেয়ারেও আজ গতি এসেছে। অন্যদিকে ব্যাঙ্কিং, অটো, ফার্মা, হেলথকেয়ার, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস, এফএমসিজি ইত্যাদি পতনের মুখ দেখেছে।
সকালের বাজারে আজ মিডক্যাপ ও স্মলক্যাপ সেক্টরে ভাল গতি দেখা গেলেও বেলার দিক থেকেই বাজারে ভারী সেল অফের দরুণ বিপুল পতন দেখা যায় এই সূচকে। সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ১০টি স্টকে শুধু আজ গতি এসেছে, মুনাফা হয়েছে। অন্যদিকে বাকি ২০টি স্টকে ক্ষতি। আজকের বাজারে বম্বে স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮৭টি স্টক ট্রেড করেছে যার মধ্যে ১৭৮৫টি স্টকে মুনাফা হয়েছে আর বাকি ২০৮৬টি স্টকে এসেছে লোকসান।
বাজার মূলধন কমেছে
আজকের বাজারে সেল অফের চাপে বাজার মূলধনও ব্যাপক হারে কমে গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারগুলির মোট বাজার মূলধন আজ ৪৩৫.৭৫ লক্ষ কোটি থেকে কমে হয়েছে ৪৩৪.৩৬ লক্ষ কোটি টাকা। অর্থাৎ আজকের বাজারে মূলধন কমেছে মোট ১.৩৯ লক্ষ কোটি টাকা।
আজকের সেরা গেনার্স
আজ শুক্রবার বাজার বন্ধের সময় ভারতী এয়ারটেলের শেয়ার ২.৩২ শতাংশ বেড়েছে। অন্যদিকে আইটির মধ্যে ইনফোসিস ও টিসিএসের শেয়ারের দাম বেড়েছে যথাক্রমে ১.০৮ ও ০.৫৯ শতাংশ। এছাড়া JSW Steel, NTPC, Kotak Mahindra Bank, Power Grid, Wipro-এর স্টকগুলি যথাক্রমে ০.৫৪, ০.৫০, ০.৪৮, ০.১১, ০.০১ শতাংশ বেড়েছে।
আজকের টপ লুজার্স
Ultratech Cement-এর স্টকের দাম আজ ২.৪২ শতাংশ পড়ে গিয়েছে। এছাড়া L&T, Tata Motors, Nestle, HUL, Tata Steel-এর শেয়ারের দাম যথাক্রমে ১.৭৮, ১.৭৪, ১.৭১, ১.৬৩, ১.৩৭ শতাংশ পড়ে গিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Stocks to Buy: বাজার পড়লেও দৌড়চ্ছে এই ৪ স্টক, একদিনেই বাড়ল ১৩ শতাংশ