Subhadra Yojana: বছরে ১০ হাজার টাকা করে পাবেন মহিলারা, বড় সুযোগ এই রাজ্যে
Odisha Govt Scheme: ওড়িশা সরকার মহিলাদের সহায়তার জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে যার নাম সুভদ্রা যোজনা, এই প্রকল্পের অধীনে মহিলারা বছরে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা পাবেন।
Govt Scheme: কেন্দ্র সরকার দেশের মানুষকে আর্থিক সহায়তা দিতে নানা ধরনের প্রকল্প চালু করেছে। কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকারও এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প (Subhadra Yojana) চালু করে থাকে। এই ধরনের প্রকল্প না যোজনা থেকে উপকৃত হন বিভিন্ন স্তরের মানুষ। এমনই একটি প্রকল্পে বছরে ১০ হাজার টাকা দেওয়া হবে মহিলাদের। নারীর ক্ষমতায়ন এবং নারীকে আর্থিকভাবে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। কী এই প্রকল্প ? কারা পাবেন সুবিধে জানুন বিস্তারিত।
এই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে ওড়িশা সরকার মহিলাদের সহায়তার জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে যার নাম সুভদ্রা যোজনা, এই প্রকল্পের অধীনে মহিলারা বছরে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা পাবেন।
এই মহিলারা পাবেন ১০ হাজার টাকা
ওড়িশা সরকারের এই প্রকল্পের অধীনে মহিলাদের ১০ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। যে সমস্ত মহিলাদের ওড়িশার বসবাসের এবং স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র রয়েছে, তারাই এই প্রকল্পের সুবিধে পাবেন। এছাড়াও যে সমস্ত মহিলাদের বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে, তারাই এই প্রকল্পের সুবিধে পাবেন। এছাড়াও যে সমস্ত মহিলাদের নাম জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন প্রকল্পে নথিভুক্ত রয়েছে, তারা এই সুবিধে পাবেন।
এক্ষেত্রে সেই মহিলাদের পারিবারিক বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার কম। এই প্রকল্পে নাম নথিযুক্ত করালে বছরে দুবার ৫ হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের। আগামী ৫ বছর এই টাকা পাবেন মোট ১ কোটি মহিলা। প্রথম কিস্তির টাকা দেওয়া হবে নারী দিবসের দিন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে রাখিবন্ধনের দিন। বিগত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে ওড়িশা সফরে গিয়ে এই সুভদ্রা যোজনার উদ্বোধন করেন।
এই প্রকল্পের মত মহারাষ্ট্রেও রাজ্য সরকার চালু করেছে লাডলি বহেন যোজনা, যেখানে মাসে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য পান মহিলারা এবং তার সঙ্গে বছরে তিনটি করে এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হয় তাদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rs 2000 Notes: আপনার কাছে ২০০০- এর নোট এখনও আছে ? নতুন কোন আপডেট দিল সরকার ?