Success Story: ৫০০০ টাকায় শুরু, আজ দুবাইয়ে ১৬,০০০ কোটির ব্যবসা তাঁর ! চাকরি দিতে চান ১০ হাজার লোককে, চেনেন বিনোদ যাদবকে ?
Business Success Story: ২০০১ সালে বিনোদ এবং তাঁর সহকারী মাত্র ৫ হাজার টাকা পুঁজি নিয়ে একটি ফার্মাসির ফ্র্যাঞ্চাইজি শুরু করেন। তারপর এই ব্যবসাই তাঁকে এনে দেয় ১৬০০০ কোটির টার্নওভার।

Vinod Jadhav Success Story: 'অন্যকে দেখানোর জন্য জীবনে বেঁচে থেকো না, তোমার আপন লোকেরা জানে তুমি আসলে ঠিক কে', এই কথা তাঁরই যিনি মাত্র ৫ হাজার টাকায় ব্যবসা (Vinod Jadhav) শুরু করে আজ দুবাইয়ে ৪০ হাজার বর্গফুটের প্রাসাদে থাকেন। গড়েছেন ১৬ হাজার কোটির ব্যবসা। আর এই একটা কথাই চিনিয়ে দেয় দুবাইয়ের ফার্মা জগতের (Success Story) অন্যতম ধনকুবের ব্যবসায়ী বিনোদ যাদবের জীবনের মূলমন্ত্রকে। সরকারি স্কুল শিক্ষকের ছেলে হয়ে আজ তিনি ৭০০ দিরহাম (দুবাইয়ের মুদ্রা) টার্নওভারের ব্যবসা দাঁড় করিয়েছেন। কিন্তু এরপরেও মাটিতেই পা রেখে চলায় বিশ্বাসী তিনি।
শৈশব থেকেই শুরু হয় সংগ্রাম
পুনের একটি সরকারি স্কুলে পড়াশোনা করতেন বিনোদ। তাঁর শৈশব আর পাঁচটা ছেলের মতই কাটত। আভিজাত্য ছিল না, বিলাসিতা ছিল না। তবে সবথেকে মূল্যবান জিনিস তিনি পরম্পরায় পেয়েছিলেন, তা হল কঠোর পরিশ্রম আর সততা।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করার পরে ১৩ বছর বিভিন্ন সেক্টরে কাজ করেছিলেন বিনোদ। তাঁর কথায় প্রতিদিন তিনি ১২-১৫ ঘণ্টা করে কাজ করতেন।
৫ হাজার টাকায় শুরু করেন ব্যবসা
২০০১ সালে বিনোদ এবং তাঁর সহকারী মাত্র ৫ হাজার টাকা পুঁজি নিয়ে একটি ফার্মাসির ফ্র্যাঞ্চাইজি শুরু করেন। দিনের বেলায় তাঁর স্ত্রী দোকান সামলাতেন আর সন্ধে থেকে দোকানের দায়িত্ব সামলাতেন তিনি নিজে। ২০০৩ সালে ২৫০০ টাকায় একটি ছোট্ট বিজ্ঞাপন দেন তিনি সংবাদপত্রে, আর এর মাধ্যমেই তাঁর প্রথম অর্ডার আসে ফিজি থেকে। আর এর মাধ্যমেই আন্তর্জাতিক স্তরে ফার্মা ব্যবসা শুরু হয় বিনোদ যাদবের।
দুবাইতে হয় স্বপ্নপূরণ
রফতানি নিয়ে ভারতের কঠোর নিয়ম-কানুনের জন্য ২০০৭ সালে দুবাই চলে আসেন বিনোদ। এখানেই তিনি প্রয়োজনীয় পরিকাঠামো পান, সিস্টেম পান। এরপরে তাঁর সংস্থা ভেটারিনারি ও হার্বাল মেডিসিনের সেক্টরেও ঢুকে পড়ে। আজ তাঁর সংস্থা সাভা ভেট ভারতে ক্ষুদ্র প্রাণীদের জন্য সবথেকে বড় ওষুধ প্রস্তুতকারক সংস্থা যাদের বাজার অংশীদারিত্ব রয়েছে ২০ শতাংশ।
দুবাই হিলসে কেনেন ৪০ হাজার বর্গফুটের প্রাসাদ
আজ বিনোদ যাদবের কাছে রয়েছে ৪০ হাজার বর্গফুটের একটি প্রাসাদ। দুবাই হিলস এস্টেটে রয়েছে এই প্রাসাদটি। এই প্রাসাদ যেন ভারতীয় ও আরবি স্থাপত্যের এক অভূতপূর্ব নিদর্শন। বিনোদ মনে করেন যখন আপনার প্রয়োজন মিটে গিয়েছে, তখন আপনি কতজনের জীবন বদলে দিতে পারছেন সেটা দেখতে হবে। তাঁর এখন লক্ষ্য তাঁর সংস্থায় বা অন্যত্র ১০ হাজার লোককে কর্মসংস্থান দেওয়া। এখন বর্তমানে তাঁর সংস্থায় ১০০০ জন কর্মরত।





















