Suzuki V-Strom SX: বাজেটের মধ্যে পাবেন অ্যাডভেঞ্চার ট্যুরার, সুজুকি আনল এই বাইক
Suzuki Bikes: এই বাইকে একটি 249cc, 4-স্ট্রোক, সিঙ্গল-সিলিন্ডার, অয়েল-কুলড SOHC ইঞ্জিন দেওয়া হয়েছে। যা দ্রুত পাওয়ার দিতে সক্ষম।
Suzuki Bikes: সুজুকি ইন্ডিয়া (Suzuki India) ভারতে তাদের V-Strom SX 250cc স্পোর্টস অ্যাডভেঞ্চার ট্যুর বাইক লঞ্চ করেছে। পারফরম্যান্সের জন্য পরিচিত হলেও এটি দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি হাইওয়েতেও চলতে পারবে এই বাইক। মূলত, খারাপ রাস্তায় চালানোর জন্যই ডিজাইন করা হয়েছে এই বাইক।
Suzuki V-Storm SX: দাম কত বাইকের ?
'Toughness in a Slender Shell'-এর ডিজাইন ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই বাইক। এই বাইকের ডিজাইনে রাফ অ্যাডভেঞ্চার লুক দিয়েছে সুজুকি। সিলিন্ডার সেল বলতে এখানে বাইকের বাহ্যিক আকৃতি ও কমপ্যাক্ট ইঞ্জিনকে বোঝানো হয়েছে। দিল্লিতে এই বাইকের প্রাইস রাখা হয়েছ 2,11,600 টাকা এক্স শোরুম।
Suzuki Bikes: ডিজাইনে তাক লাগাবে বাইক
স্পোর্টস অ্যাডভেঞ্চার ট্যুরের সামনের নকশাটি জনপ্রিয় DR-Z রেসার ও DR-বিগ অফ-রোড মডেল থেকে নেওয়া হয়েছে। V-Strom SX-এর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ডিজাইন। বাইকে এলইডি হেডলাইট রয়েছে, যা একে একটি আকর্ষণীয় চেহারা দেয়। রাইডারকে একটি শক্তিশালী রাস্তায় নিজের উপস্থিতি বজায় রাখতে সাহায্য করে। এর এলইডি টেললাইট রাতে বেশি চোখে পড়ে। বাইকটি তিনটি রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে- চ্যাম্পিয়ন ইয়েলো ,পার্ল ব্লেজ অরেঞ্জ ও গ্লাস স্পার্কল ব্ল্যাক।
Suzuki V-Strom SX: কতটা শক্তিশালী ইঞ্জিন ?
এই বাইকে একটি 249cc, 4-স্ট্রোক, সিঙ্গল-সিলিন্ডার, অয়েল-কুলড SOHC ইঞ্জিন দেওয়া হয়েছে। যা দ্রুত পাওয়ার দিতে সক্ষম। সুজুকি অয়েল কুলিং সিস্টেম (SOCS) ইঞ্জিনকে দ্রুত গরম করে ও একে সঠিক তাপমাত্রায় রাখতে সাহায্য করে। এটি ইঞ্জিনকে লাইট রাখতেও সাহায্য করে।
Suzuki Bikes: কী কী ফিচার পাবেন বাইকে ?
সুজুকির স্পোর্টস অ্যাডভেঞ্চার ট্যুরারে সুজুকি ইজি স্টার্ট সিস্টেম, সুজুকি রাইড কানেক্ট ও ইউএসবি আউটলেটের মতো বৈশিষ্ট্য রয়েছে। ইজি স্টার্ট সিস্টেম ইঞ্জিনটিকে একটি বোতামে ক্লিক করার অনুমতি দেয়। এখানে রাইড কানেক্ট বৈশিষ্ট্যটি একটি ব্লুটুথের সঙ্গে ডিজিটাল কনসোলের যোগসূত্র স্থাপন করে। যা রাইডারকে মোবাইল ফোনের সঙ্গে বাইক জুড়তে সাহায্য করে। এরফলে ন্যাভিগেশন, ইনকামিং কল, এসএমএস অ্যালার্ট, হোয়াটসঅ্যাপ অ্যালার্ট ডিসপ্লে, মিসড কল, স্পিড ওয়ার্নিং, ফোনের ব্যাটারি লেভেল ডিসপ্লে সম্পর্কে চালক জানতে পারে।
আরও পড়ুন : New Maruti Ertiga: একসঙ্গে আসছে দুটি ফ্যামিলি কার, নতুন রূপে মারুতির এমপিভি