Swiggy Share: এই জনপ্রিয় সংস্থার শেয়ারে ৫০ হাজার কোটি ডুবেছে বিনিয়োগকারীদের, IPO-র থেকেও কমল দাম; কী করবেন ?
Swiggy Share Price: যে দামে (Stock Market Down) এই সংস্থা তাদের আইপিও এনেছিল বাজারে, শেয়ারের দাম সেই আইপিওর দামের থেকেও নিচে পড়ে গিয়েছে।

Stock Market: এই জনপ্রিয় সংস্থার শেয়ারে টাকা ডুবেছে বিনিয়োগকারীদের। বিপুল লোকসান শেয়ারহোল্ডারদের। যে দামে (Stock Market Down) এই সংস্থা তাদের আইপিও এনেছিল বাজারে, শেয়ারের দাম সেই আইপিওর দামের থেকেও নিচে পড়ে গিয়েছে। সংস্থার শেয়ারের সর্বকালীন উচ্চতার স্তর থেকে এই শেয়ারের দাম (Stock Crash) এখন ৫০ শতাংশ নিচে পড়ে গিয়েছে। বিনিয়োগকারীরা এই স্টকে এখনও পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা হারিয়েছেন। কোন সংস্থার শেয়ারে এত লোকসান ?
দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ডেলিভারি এবং কুইক কমার্স সংস্থা সুইগির শেয়ারেই বিপুল পতন এসেছে। আগের বছর ২০২৪ সালে নভেম্বর মাসে সুইগির আইপিও এসেছিল বাজারে, তখন এই সংস্থার বাজার মূলধন ছিল ১ লক্ষ ৩২ হাজার ৮০০ কোটি টাকা আর তা ২১ ফেব্রুয়ারি ২০২৫-এ এসে দাঁড়িয়েছে ৮১,৫২৭ কোটি টাকায়। অর্থাৎ সংস্থার বাজার মূলধন এবং বাজারমূল্য ৫১,২৭৩ কোটি টাকা কমে গিয়েছে। স্টক মার্কেটে তালিকাভুক্তির সময় এই সংস্থার স্টকের বাজারমূল্য ছিল সর্বোচ্চ ১২.৭ বিলিয়ন ডলার।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৪২০ টাকায় এবং বম্বে স্টক এক্সচেঞ্জে ৪১২ টাকায় তালিকাভুক্ত হয়েছিল এই শেয়ার। আর এখন এই শেয়ারের দাম এসে দাঁড়িয়েছে ৩৬০ টাকায়। এক বছরের মধ্যে ৩৩ শতাংশেরও বেশি পতন এসেছে সুইগির শেয়ারে।
২০২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল আশানুরূপ না হওয়ার কারণে সুইগির শেয়ারে আস্থা হারিয়েছেন বিনিয়োগকারীরা। অক্টোবর থেকে ডিসেম্বরের মেয়াদের মধ্যে এই সংস্থার ৭৯৯.০৮ কোটি টাকা লোকসান হয়েছে। যদিও এর আগের ত্রৈমাসিকে এই লোকসানের অঙ্ক ছিল ৬২৫.৫৩ কোটি টাকা। আইপিওর পরে লক ইন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার কারণেও এই শেয়ারে পতন এসেছে বলে মনে করা হচ্ছে।
২৯ জানুয়ারি তারিখে ২.৯ মিলিয়ন শেয়ারের আনলকিং শেষ হয়ে গিয়েছিল। আর তারপরেই ৩১ জানুয়ারি ৩ লক্ষ শেয়ার সেলে চলে আসে। একইসঙ্গে ৬৫ মিলিয়ন শেয়ার আনলক করা হয় ১০ ফেব্রুয়ারি তারিখে। আবার ১৯ ফেব্রুয়ারি তারিখে আরও ১ লক্ষ শেয়ার আনলক করা হয়। সুইগির শেয়ারে ১৪ ফেব্রুয়ারি ৩২৩ টাকার সর্বকালীন নিম্নস্তর দেখা গিয়েছিল।
২০২৪ সালের নভেম্বর মাসে বাজারে এসেছিল সুইগির আইপিও। ৩৯০ টাকার ইস্যু প্রাইসে বাজার থেকে টাকা তুলেছিল এই সংস্থা। তবে শেয়ার বাজারের এত বিপুল পতনের কারণে সুইগির স্টকেও পতন এসেছে। আর একইসঙ্গে ফুড ডেলিভারি এবং কুইক কমার্সে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সংস্থাকে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















