Lakshadweep: লাক্ষাদ্বীপে বিরাট পরিকল্পনা টাটার, পর্যটকদের জন্য কোন সুখবর ?
Tata Group: সম্প্রতি জানা গিয়েছে ভারতীয় হোটেল সংস্থার সহযোগিতায় লাক্ষাদ্বীপে দুটি রিসর্ট খুলতে চান রতন টাটা। সেখানে গড়ে উঠবে তাজ ব্র্যান্ডের দুটি রিসর্ট। আর এর প্রভাব পড়েছে একটি শেয়ারের দামে।
Tata Groups: মলদ্বীপ বিতর্ক নিয়ে জলঘোলা শুরু হয়েছে বিস্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) লাক্ষাদ্বীপ ভ্রমণের পর মলদ্বীপের (Maldives) মন্ত্রীদের তাঁকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্যের পরই দেশজুড়ে সরব হয়েছেন ক্রিকেটার থেকে বলি তারকা অনেকেই। আর এরই প্রেক্ষিতে মলদ্বীপ বয়কটের ডাক দিয়েছেন অনেকেই। বিপরীতে দেখা যাচ্ছে, পর্যটন কেন্দ্র হিসেবে লাক্ষাদ্বীপের জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গিয়েছে এই কয়েকদিনে। বলা যেতে পারে যে পর্যটন কেন্দ্র হিসেবে একটা হটস্পট হয়ে উঠতে চলেছে এই দ্বীপটি। সম্প্রতি জানা গিয়েছে ভারতীয় হোটেল সংস্থার সহযোগিতায় লাক্ষাদ্বীপে (Lakshadweep) দুটি রিসর্ট খুলতে চান রতন টাটা (Ratan Tata)।
খবর, গত বছর জানুয়ারি মাসে টাটা গ্রুপের ইন্ডিয়ান হোটেল কোম্পানি (IHCL) জানিয়েছিল লাক্ষাদ্বীপে তাজ ব্র্যান্ডের দুটি রিসর্ট খোলা হবে। ২০২৬ সালের মধ্যে সেই রিসর্ট খুলে যাবে এবং এর কাজের দায়িত্বে আছে IHCL। এই সংস্থার সিইও জানিয়েছেন যে আরব সাগরের তীরে এই সমুদ্রতটে পর্যটন কেন্দ্র হিসেবে অনেক সম্ভাবনা রয়েছে। তাজ ব্র্যান্ডের (Taj Brand) এখানে দুটি রিসর্ট হলে তা একইসঙ্গে দেশের ও বিদেশের বহু পর্যটককে আকৃষ্ট করবে।
লাক্ষাদ্বীপের পর্যটন স্থান
লাক্ষাদ্বীপ আসলে মোট ৩৬টি দ্বীপের সমাহার। বাঙ্গারাম, আগত্তি, কদমথ, মিনিকয়, কাভারত্তি এবং সুহেলি ইত্যাদি দ্বীপগুলিতে পর্যটনের সুবিধে রয়েছে। তবে জানা গিয়েছে সুহেলি দ্বীপেই মূলত এই রিসর্ট গড়ে উঠবে। আর অন্যদিকে কদমত দ্বীপ ভারতের মধ্যে ডাইভ সেন্টার হিসেবে সবথেকে জনপ্রিয়।
কেমন হবে রিসর্ট?
IHCL-এর তরফে জানা গিয়েছে, সুহেলি দ্বীপের তাজ বিচে ১১০টি ঘর সহ ৬০টি ভিলা এবং ৫০টি ওয়াটার ভিলা নিয়ে গড়ে উঠবে রিসর্ট। অন্যদিকে কদমত দ্বীপে ১১০ কক্ষের তাজ হোটেলে থাকবে ৭৫টি বিচ ভিলা এবং ৩৫টি ওয়াটার ভিলা।
শেয়ারের দাম বেড়েছে
৪ জানুয়ারি টাটা গ্রুপের IHCL–এর শেয়ারের দাম এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ সীমা ছুঁয়েছিল। বিগত ৩ মাসে এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ১২ শতাংশ। অন্যদিকে ৬ মাসের হিসেব দেখলে দেখা যাবে IHCL-এর শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৯ শতাংশ। বিগত ১ বছরে ৪৪.৬২ শতাংশ, ২ বছরের হিসেবে ১৪৪ শতাংশ এবং ৩ বছরের প্রেক্ষিতে এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ২৮০ শতাংশ। বর্তমানে এই সংস্থা মার্কেট ক্যাপিটালাইজেশন ৬৪,৭৪১.২৪ কোটি টাকা।
আরও পড়ুন: Fresh Oil Extracted:কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় গভীর সমুদ্র প্রকল্প থেকে প্রথম তেল উত্তোলন ভারতের