Tata Punch থেকে Mahindra XUV700, উৎসবের মরশুমে আসছে কোন গাড়ি ?
দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই এবার উৎসবের মরশুমকে টার্গেট করছে গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলি। টাটা ছাড়াও এই প্রতিযোগিতায় রয়েছে মহিন্দ্রা, হুন্ডাইয়ের মতো কোম্পানি।
নয়াদিল্লি: গত ২ বছরে কোভিডকালে ক্ষতি হয়েছে গাড়ি ব্যবসার। দীপাবলিতে আলো ফোটেনি গাড়ি বাজারে। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই এবার উৎসবের মরশুমকে টার্গেট করছে গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলি। টাটা ছাড়াও এই প্রতিযোগিতায় রয়েছে মহিন্দ্রা, হুন্ডাইয়ের মতো কোম্পানি।
উৎসবের মরশুমে বাজারে আসছে কোন কোন গাড়ি ?
টাটা পাঞ্চ(Tata Punch)
টাটার এই নতুন এসইউভিতে ALFA-ARC (Agile Light Flexible Advanced Architecture) দিয়েছে কোম্পানি। যা শহরের রাস্তাঘাটে চলার পাশাপাশি হাইওয়েতেও গাড়িকে ভালো গ্রিপ দেবে। টাটার ইমপ্যাক্ট ২.০ ডিজাইন ল্যাঙ্গোয়েজে তৈরি করা হয়েছে এই গাড়ি। সম্প্রতি টাটা হ্যারিয়ার তৈরি করা হয়েছিল ওই একই প্লাটফর্মে। দেখতে টাটা নেক্সনের মতো হলেও ফ্ল্যাট বনেট দেওয়া হয়েছে পাঞ্চে।হ্যারিয়ারের মতো এলইডি ডিআরএলস ছাড়াও চওড়া বনেট রয়েছে গাড়ির। ফলে সাইজে ছোট হলেও এর 'রোড প্রেজেন্স' থাকবে সাব কমপ্যাক্ট এসইউভিগুলোর মতো।
কাদের বিরুদ্ধে লড়াই পাঞ্চের ?
বাজারে আসার আগেই বেশকিছু প্রতিযোগী রয়েছে Tata Punch micro SUV-র। এই তালিকায় মারুতি সুজুকি ইগনিস ছাড়াও রয়েছে মহিন্দ্রার KUV100। আগামী দিনে এই প্রতিযোগীদের তালিকায় যোগ হতে চলেছে হুন্ডাই ক্যাসপারের নাম। তবে মনে করা হচ্ছে, টাটাকে দেখে অনেকেই এবার মাইক্রো এসইভি সেগমেন্ট ঝাঁপাবে।
Mahindra XUV700
অন্যান্য কোম্পানির মতো গাড়ি লঞ্চ করে দাম গোপন করেনি মহিন্দ্রা। শনিবার XUV700 প্রকাশ্যে আসতেই জানিয়ে দিয়েছে মডেলের দাম। কোম্পানি জানিয়েছে, এসইউভির পেট্রল MX বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে ১১.৯৯লক্ষ টাকা থেকে। পাশাপাশি ডিজেল MX বেস ভ্যারিয়েন্টের এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ১২.৪৯ লক্ষ টাকা।
এর ওপরে রয়েছে পেট্রোল ট্রিম AX3 ভ্যারিয়েন্ট। যার দাম ১৩.৯৯ লক্ষ টাকা। AX5 পেট্রোল ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪.৯৯ লক্ষ টাকা। তবে ডিজেল ও টপ ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ্যে আনেনি কোম্পানি। শোনা যাচ্ছে, আগামী মাস থেকেই বাজারে পাওয়া যাবে মহিন্দ্রার এই নতুন গাড়ি।অটো ব্লগারদের ধারণা, সলিড বিল্ডের পাশাপাশি প্রিমিয়াম ডিজাইন ল্যাঙ্গোয়েজ দেওয়া হয়েছে গাড়িতে। ফিচারের দিক থেকেও প্রতিযোগীদের কড়া টক্কর দেবে এই এসইউভি।
Hyundai N-Line
এসইউভি গাড়ির ভরা বাজারে এন লাইন মডেল লঞ্চ করল হুন্ডাই। যা চমকে দিয়েছে খোদ গাড়ি বিশেষজ্ঞদের। কোম্পানির ধারণা, নতুন মডেলে বেশি আকর্ষিত হবেন ক্রেতারা।আপাতত হুন্ডাই আই-২০ 1.0-litre GDI Turbo iMT ছাড়াও DCT ইঞ্জিনের ক্ষেত্রেই পাওয়া যাবে এই এন-লাইন মডেল। মার্সিডিজের এএমজি লাইনের মতোই বিশ্বের বাজারে কিছু নির্দিষ্ট গাড়ির N-Line মডেল বাজারে আনে হুন্ডাই।