Tax News Update : ১০ লাখের ওপর বিলাসবহুল পণ্য হলে আরও ট্যাক্স, কত পড়বে কর ?
Luxury Goods Tax : ২২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এই নিয়ম। নতুন রুল অনুসারে, উৎস থেকে কর সংগ্রহ বা ১ শতাংশ TCS কাটবে কর্তৃপক্ষ।

Luxury Goods Tax : আপনার কাছে ১০ লাখ টাকার ওপর বিলাসবহুল পণ্য থাকলে এবার থেকে আরও কর দিতে হবে। ২২ এপ্রিল থেকে কার্যকর হয়েছে এই নিয়ম। নতুন রুল অনুসারে, উৎস থেকে কর সংগ্রহ বা ১ শতাংশ TCS কাটবে কর্তৃপক্ষ।
কোন কোন পণ্য়ের ওপর নেওয়া হবে এই কর
ফিনান্স অ্যাক্ট 2024 অনুসারে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) এর নীতি স্পষ্ট করার জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছে। হাত ঘড়ি, হ্যান্ডব্যাগ, ইয়ট, বেশি দামের খেলার সরঞ্জামের মতো আইটেমগুলি এই নতুন ট্যাক্সের আওতায় পড়বে।
এই কর আয়কর আইনের ধারা 206C এর অধীনে প্রযোজ্য। এই কর ক্রেতার স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) এর TCS ভিত্তিতে জমা দিতে হবে। ক্রেতারা তারপরে তাদের আয়কর রিটার্ন (ITR) ফাইলিংয়ে ট্যাক্স ক্রেডিট হিসাবে এই টাকা ক্লেম করতে পারবেন।
এই পণ্যগুলিও থাকছে তালিকায়
নতুন এই ট্যাক্সের তালিকায় এই বিলাসবহুল আইটেমগুলিও রয়েছে। যার মধ্যে শুধুমাত্র প্রতিদিনের হাই প্রাইস আইটেম যেমন আর্ট অবজেক্ট, পেন্টিং ও ভাস্কর্য রয়েছে। তবে মুদ্রা ও স্ট্যাম্পের মতো অনন্য সংগ্রহযোগ্য জিনিসও রয়েছে এই তালিকায়। অতিরিক্তভাবে, ইয়ট ও হেলিকপ্টারের মতো পরিবহণ আইটেম, সেইসঙ্গে বিলাসবহুল হ্যান্ডব্যাগ, সানগ্লাস ও উচ্চমানের ক্রীড়া পোশাক সহ জীবনযাত্রার পণ্যগুলি এই ট্যাক্স নিয়মের আওতায় রয়েছে।
নিম্নলিখিত বিলাসবহুল দ্রব্যগুলিতে TCS নেওয়া হবে
১ হাত ঘড়ি
২ প্রাচীন জিনিসপত্র, পেন্টিং, ভাস্কর্য, শিল্পকলার জিনিস
৩ সংগ্রহযোগ্য যেমন কয়েন ও স্ট্যাম্প
৪ ইয়ট, রোয়িং বোট, হেলিকপ্টার
৫ সানগ্লাস
৬ হ্যান্ডব্যাগ ও পার্স সহ ব্যাগ
৭ জুতো
৮ খেলাধুলার পোশাক ও সরঞ্জাম, যেমন গল্ফ কিট ও স্কিয়িংয়ের পোশাক
৯ হোম থিয়েটার সিস্টেম
১০ রেস ক্লাব ও পোলোতে ঘোড়া দৌড়ের জন্য ঘোড়াতেও এই ট্যাক্স।
বুধবার কাশ্মীরে জঙ্গি হামলার (Kashmir Attack) পরও সবুজে ক্লোজিং দিয়েছে ভারতের শেয়ার বাজার (Indian Share Market)। তবে বদলার আবহে এবার অস্থির হতে পারে ইন্ডিয়ান শেয়ার মার্কেট (Stock Market)। কিছুদিন কনসলিডেট করতে পারে প্রায় একই জায়গায়। অন্তত বাজার বিশেষজ্ঞরা বলছেন এই কথা।
আজ কী হয়েছে বাজারে
পহলগামে মর্মান্তিক সন্ত্রাসী হামলার একদিন পর ভারতীয় ইকুইটি বাজারগুলি উল্লেখযোগ্য স্থিরতা দেখিয়েছে। 23 এপ্রিল টানা সপ্তম ট্রেডিং সেশনে তাদের জয়ের ধারা বজায় রেখেছে। এদিন বিনিয়োগকারীরা তাত্ক্ষণিক উদ্বেগকে দূরে সরিয়ে দিয়েছে। এপ্রিলের লো থেকে এখন ভারতের শেয়ার বাজারে ধীরগতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, বাজারের শান্ত পরিস্থিতির পর সরকার এই ঘটনার কী প্রতিক্রিয়া জানায়, তার ওপরই এখন বাজার নির্ভর করবে। হতে পারে স্বল্পমেয়াদি অস্থিরতা ছড়িয়ে পড়ে।























