TCS Layoffs: ১২ হাজার কর্মী ছাঁটাই করবে টিসিএস ! আগামী বছরই 'পড়বে কোপ', বলছে রিপোর্ট
Job Layoffs: যার ফলে আগামী বছর মাঝারি ও হাই লেভেলের প্রায় ১২,০০০ কর্মী ক্ষতিগ্রস্ত হবেন।

Job Layoffs: আপনিও যদি টাটা কনসালটেন্সি সার্ভিসে চাকরি করেন, তাহলে এই খবর কাজে লাগতে পারে। কারণ, ভারতের আইটি জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) তাদের কর্মী সংখ্যার ২% ছাঁটাই করবে বলে শোনা যাচ্ছে । যার ফলে আগামী বছর মাঝারি ও হাই লেভেলের প্রায় ১২,০০০ কর্মী ক্ষতিগ্রস্ত হবেন। সম্প্রতি মানিকন্ট্রোলের সঙ্গে এক সাক্ষাৎকারে কোম্পানির সিইও কে কৃত্তিবাসন এই বিষয়ে জানিয়েছেন।
কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে
কোম্পানির তরফে বলা হয়েছে, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের মধ্যে আইটি জায়ান্টকে আরও চটপটে ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৬ অর্থবর্ষে (এপ্রিল ২০২৫ থেকে মার্চ ২০২৬) পর্যন্ত টিসিএস বিশ্বব্যাপী যেখানে কোম্পানির উপস্থিতি রয়েছে সেখানে এই কর্মী ছাঁটাই করবে।
কেন এই সিদ্ধান্ত, সেই বিষয়ে কোনও লুকোছাপা করেননি সিইও। এই পদক্ষেপের পিছনে যুক্তি জানতে চাইলে টিসিএসের সিইও কে কৃত্তিবাসন মানিকন্ট্রোলকে জানান, এই খাতে কাজের পদ্ধতি পরিবর্তন হচ্ছে। এখন ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা রয়েছে। তারা এআই ও অপারেটিং মডেল পরিবর্তনের মতো নতুন প্রযুক্তি নিয়ে আসছেন কোম্পানিতে।
Job Layoffs: কাদের চাকরি যাওয়ার আশঙ্কা বেশি
এই বিষয়ে কৃত্তিবাসন জানান, কোম্পানি দেখেছে কিছু কিছু বিষয়ে যেখানে পুনরায় নিয়োগ কার্যকর হয়নি। যা বিশ্বব্যাপী কোম্পানির ওয়ার্কফোর্সের প্রায় 2 শতাংশকে প্রভাবিত করবে। প্রাথমিকভাবে মাঝারি ও সিনিয়র স্তরে এই কর্মী ছাঁটাই হবে।
মনে রখাতে হবে, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এসে যাওয়ার পর বহু মানুষের চাকরি যাওয়ার খবর শোনা যাচ্ছে। বিশেষ করে তথ্য় প্রযুক্তি ক্ষেত্রে এখন যারা এই নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না, তাদের চাকরি যাওয়ার আশ্ঙাক বাড়ছে। বেশিরভাগ আইটি কোম্পানিগুলি এখন , তথাকথিত আইটি আউটসোর্সিং বা বিপিওর পাশে এখন AI নির্ভর কর্মী নিয়োগ করছে। বিদেশের বাজারেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
Job Layoffs: সরকারি, বেসরকারি সব কাজেই এখন AI -এর ব্যবহার গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে আর্থিক প্রতারণামূলক ঘটনার ক্ষেত্রেও সরকার এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজিয়ে লাগাচ্ছে। আধার কার্ড, প্যান কার্ড তথা প্রামাণ্য নথির বিষয়েও এই AI -এর ব্যবহার দেখতে পারি আমরা। সেই ক্ষেত্রে কেউ যুগের সঙ্গে তাল মেলাতে না পারলে চাকরির জায়গায় সমস্যা হতে পারে।






















