TCS Q4 Results: TCS-এর মুনাফা ৭.৪ শতাংশ বেড়ে ৯৯২৬ কোটি, মঙ্গলবার প্রভাব পড়বে বাজারে ?
TCS Q4 Results: দেশের বৃহত্তম আইটি সংস্থা টিসিএস 2021-22 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে। আগের বছরের একই ত্রৈমাসিকের তুলনায় কোম্পানির মুনাফা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ বেশি।
TCS Q4 Results: দেশের বৃহত্তম আইটি সংস্থা টিসিএস 2021-22 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে। আগের বছরের একই ত্রৈমাসিকের তুলনায় কোম্পানির মুনাফা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ বেশি। 2021-22 এর চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানির মুনাফা দাঁড়িয়েছে 9926 কোটি টাকা। যা গত বছরের একই সময়ে 9246 কোটি টাকা ছিল। 2021-22 এর তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানির নিট মুনাফা ছিল 9,769 কোটি টাকা।
TCS Q4 Results: জানুয়ারি থেকে মার্চের মধ্যে TCS-এর আয় 50,591 কোটি টাকা হয়েছে। যা গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় 16 শতাংশ বেশি। গত বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে একই ত্রৈমাসিকে, কোম্পানির আয় ছিল 43,705 কোটি টাকা। যেখানে 2021-22 সালের তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানির আয় ছিল 48,885 কোটি টাকা।
TCS Q4 Results:যদি পুরো বছর যোগ করা হয়, 2021-22 সালে কোম্পানির মোট মুনাফা দাঁড়িয়েছে 38,327 কোটি টাকা। যা 2020-21 সালের তুলনায় 18 শতাংশ বেশি, যখন লাভ ছিল 32,430 কোটি টাকা। যদি আমরা কোম্পানির আয়ের দিকে তাকাই, 2021-22 সালে কোম্পানির আয় ছিল 1,91,754 কোটি টাকা। যা 2020-21 সালের তুলনায় 17 শতাংশ বেশি। ওই বছর কোম্পানিটির আয় ছিল ১৬৪১৭৭ কোটি টাকা।
TCS Q4 Results: করোনা মহামারীর পরে বিশ্বব্যাপী অর্থনীতির অবস্তা শুধরেছে। ক্লাউড, ডিজিটাল ট্রান্সফরমেশন, 5G, সাইবার নিরাপত্তা, ডেটা বিশ্লেষণে বিশ্বব্যাপী ক্লায়েন্টদের বেশি ব্যয় করা সত্ত্বেও কোম্পানিটি বড় ডিল পেয়ে উপকৃত হয়েছে। সোমবার সপ্তাহের শুরুতে শেয়ারবাজার বন্ধের পর টিসিএসের ফল এসেছে। এর আগে সোমবার, টিসিএসের স্টক সামান্য বৃদ্ধির সাথে 3,696 টাকায় বন্ধ হয়েছিল।
এদিন সকাল থেকেই আইটি ইনডেক্স ছিল নিচে। প্রথম থেকেই ১ শতাংশের বেশি ফল করে সূচক। সেখানে ইনফোসিস, উইপ্রো দিনের শেষে ২ শতাংশের বেশি পড়ে। সেই তুলনায় জায়গা ধরে রাখে TCS।
আরও পড়ুন : WhatsApp Chat Feature: হোয়াটসঅ্যাপ আনছে নতুন এই ফিচার, জেনে নিন কী সুবিধা পাবেন আপনি ?