Chandrababu Naidu: এক বছরেই দ্বিগুণ রিটার্ন এই স্টকে, চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে জড়িয়ে নাম- আরও বাড়বে দাম ?
Chandrababu Naidu Stocks: সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে, গত এক বছরে অমরা রাজা স্টকের দাম বিগত এক বছরে ১২৪ শতাংশ বেড়েছে এবং অন্যদিকে হেরিটেজ ফুডসের শেয়ারের দাম বেড়েছে ২৩০ শতাংশ।
Multibagger Stock: অন্ধ্রপ্রদেশে তেলুগু দশম পার্টি বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছে চন্দ্রবাবু নায়ডুর নেতৃত্বে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন চন্দ্রবাবু (Chandrababu Naidu Stock)। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছে কিছু স্টকের নাম যেগুলি বিপুল হারে রিটার্ন দিয়েছে। 'অমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি (Amara Raja Energy and Mobility) এবং হেরিটেজ ফুডস (Heritage Foods) এই দুই স্টকের দিকেই সবার নজর। ১ বছরে এই স্টক (Multibagger Stock) বেড়েছে ২৩০ শতাংশ। এখন কিনলে কী লাভ হবে ? পরে আর কত বাড়বে এই স্টক ?
নির্বাচনী ফলাফলের পর থেকেই দাম বাড়ছে
সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে, গত এক বছরে অমরা রাজা স্টকের দাম বিগত এক বছরে ১২৪ শতাংশ বেড়েছে এবং অন্যদিকে হেরিটেজ ফুডসের শেয়ারের দাম বেড়েছে ২৩০ শতাংশ। বিগত ১২টি ট্রেডিং সেশনে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ১০৫ শতাংশ। অমরা রাজা এনার্জির ম্যানেজিং ডিরেক্টর জয়দেব গাল্লা একজন প্রাক্তন টিডিপি সাংসদ। বিশেষজ্ঞরা বলছেন, এই শেয়ারের দাম আগামী দিনে আরও বাড়বে।
অমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি
বাজার বিশেষজ্ঞরা বলছেন যে এই স্টক আগামীদিনে আরও দ্রুত এগিয়ে যাবে। গত কয়েক মাসে ব্যাটারি নির্মাতা সংস্থার স্টকের দাম বেড়েছে। বিশেষজ্ঞদের অনুমান, অমরা রাজা এনার্জির দাম আগামীদিনে ১৬০০ টাকার স্তরে পৌঁছাতে পারে। যদিও গতকাল মঙ্গলবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই শেয়ারের দাম ৩৫ টাকা কমে ১৩৬৫ টাকায় বন্ধ হয়। এই সংস্থা একটি গিগা প্ল্যান্ট তৈরির চেষ্টা করছে। সংস্থার ৫২ সপ্তাহের সর্বকালীন উচ্চতা হল ১৫৩৮ টাকা। ফলে খুব কাছেই ঘোরাফেরা করছে এই শেয়ারের দাম।
হেরিটেজ ফুডসের শেয়ারের দাম
চন্দ্রবাবু নায়ডুর ছেলে নারা লোকেশ নায়ডু তৈরি করেন এই হেরিটেজ ফুডস সংস্থা। এই স্টকের দামও দ্রুত বাড়ছে। তবে মঙ্গলবার এনএসইতে লোয়ার সার্কিটে ছিল এই স্টক। ৬৬০.৩০ টাকায় বন্ধ হয় এই স্টকের দাম। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে হু হু করে বেড়েছে এই স্টকের দাম। মাত্র ২ সপ্তাহের মধ্যেই ৯ শতাংশ বেড়েছে এই স্টকের দাম।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: PM Modi 3.0: তৃতীয়বার ক্ষমতায় মোদি, এবার দৌড়বে কোন সেক্টরের স্টক !