Multibagger Stock: ৫৫ টাকা থেকে ৭৪১ টাকায় পৌঁছেছে এই মেটাল স্টক, ৪ বছরে বিপুল মুনাফা
Stock Price: এই মাল্টিব্যাগার স্টক আসলে ভারতের মেটাল সেক্টরের একটি সংস্থার। শেয়ারের নাম ইন্ডিয়ান মেটালস অ্যান্ড ফেরো অ্যালয়স লিমিটেড। ২০২০ সালের ২৭ মার্চ এই সংস্থার শেয়ারের দাম ছিল ৫৫.২০ টাকা।
Stock Market: বিগত সপ্তাহে বিপুল পতন এসেছে বাজারে। তবে বিগত এক বছরের হিসেব ধরলে দারুণ মুনাফা দিয়েছে শেয়ার বাজার। কিছু কিছু স্টকে (Stock Market) অল্প সময়ের মধ্যেই বিনিয়োগকারীদের ধনী করেছে। বলা ভাল লাখ টাকা দিয়েই কোটপতি (Multibagger Share) বানিয়েছে। এমনই একটি শেয়ার মাত্র ১ বছরের মধ্যেই ৬৪ টাকা থেকে ৭৪১ টাকায় পৌঁছে গিয়েছে।
মাল্টিব্যাগার শেয়ারের নাম কী
এই মাল্টিব্যাগার স্টক আসলে ভারতের মেটাল সেক্টরের একটি সংস্থার। শেয়ারের নাম ইন্ডিয়ান মেটালস অ্যান্ড ফেরো অ্যালয়স লিমিটেড (Indian Metals and Ferro Alloys Limited)। ২০২০ সালের ২৭ মার্চ এই সংস্থার শেয়ারের দাম ছিল ৫৫.২০ টাকা। একইসঙ্গে ১৪ নভেম্বর বৃহস্পতিবার এই শেয়ারের দাম (Multibagger Share) বন্ধ হয়েছিল ৭৪১.৫০ টাকায়। এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতা ছিল ৮৮০ টাকায়, আর ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ছিল ৪৭১.৫০ টাকা।
সংস্থার ফান্ডামেন্টাল
এই মেটাল সংস্থার বাজার মূলধন রয়েছে ৩৯৭২ কোটি টাকা। এই স্টকের প্রফিট আর্নিং রেশিও আছে ৯.৬৮। আর ROE রয়েছে ১৮.৩ শতাংশ। এই ইন্ডিয়ান মেটালস অ্যান্ড ফেরো অ্যালয়স লিমিটেডের শেয়ারের বুক ভ্যালু রয়েছে ৪৫২ টাকা। আর ফেসভ্যালু ১০ টাকা প্রতি শেয়ারে।
সংস্থার ব্যবসা কী
১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান মেটালস অ্যান্ড ফেরো অ্যালয়স লিমিটেড সংস্থা। এই স্মলক্যাপ সংস্থা মেটাল সেক্টরে কাজ করে। এটিই ভারতের সর্ববৃহৎ ফেরো ক্রোম প্রস্তুতকারক সংস্থা। চিন, জাপান, কোরিয়া ও তাইওয়ানে ফেরো ক্রোম রফতানি করে থাকে এই সংস্থা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।