Multibagger Stock: ১১ টাকার এই স্টকেই কোটিপতি হয়েছেন বিনিয়োগকারীরা ! ১ বছরেই ৫০০০ শতাংশেরও বেশি মুনাফা
Stock Price: গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে অর্থাৎ শুক্রবারে এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় ৫ শতাংশ বেড়ে ৫৭১.০৫ টাকায় বন্ধ হয়েছে যা এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর।

Stock Market: শেয়ার বাজারে টাকা বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ, বিশেষত নতুন বিনিয়োগকারীদের জন্য। একদিকে বাজারে বিনিয়োগের জন্য যথেষ্ট বিচক্ষণতার দরকার হয় আর অন্যদিকে ধৈর্য একটি বড় বিষয়। তবে খুব কম সময়ে বিপুল মুনাফা দিয়েছে এমন স্টকও কম নেই ইতিহাসে। এমনই একটি স্টকে এক বছরেই কোটিপতি (Multibagger Stock) হয়েছেন বিনিয়োগকারীরা। এক বছরের মধ্যেই স্টকের দাম ১১ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৭১ টাকা। কোন সংস্থার স্টকে এত মুনাফা ? তামাক ব্যবসার সঙ্গে যুক্ত এই স্টকের নাম এলিটকন ইন্টারন্যাশনাল।
এক বছরেই কোটিপতি করেছে এই স্টক
গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে অর্থাৎ শুক্রবারে এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় ৫ শতাংশ বেড়ে ৫৭১.০৫ টাকায় বন্ধ হয়েছে যা এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর। এই স্টকের দাম একসময় ছিল ১১ টাকা। কিন্তু এক বছরের মধ্যেই এই স্টকের দাম ৫ হাজার শতাংশ বেড়ে যায়। অবিশ্বাস্য কাণ্ড। দারুণ মুনাফা এসেছে এই স্টকে মাত্র এক বছরের মধ্যেই। গত এক সপ্তাহে এলিটকন ইন্টারন্যাশনাল সংস্থার শেয়ার ২৭ শতাংশ বেড়ে গিয়েছিল। আর এক মাসে এই স্টকে মুনাফা এসেছে ৫৭ শতাংশ।
যদি কেউ ৬ মাস আগে এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেডের শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ এই বিনিয়োগের মূল্য হত ৭.৫ লক্ষ টাকা। ১ লক্ষ টাকা বেড়েছে ৬.৫ লক্ষ টাকা। মাত্র ৬ মাসের মধ্যেই এই স্টক থেকে বিনিয়োগকারীরা ৬৫৫ শতাংশ রিটার্ন পেয়েছেন।
ধনী হয়েছেন বিনিয়োগকারীরা
এই শেয়ারে এক বছর আগে কেউ যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করত তাহলে এক বছরে ৫ হাজার শতাংশ রিটার্নের হিসেবে সেই ১ লক্ষ টাকাই হয়ে গিয়েছে এক বছরে ৫০ লক্ষ টাকা। অর্থাৎ ২ লক্ষ টাকা থেকেই মিলেছে ১ কোটি টাকার মুনাফা। এক বছর আগেই এই স্টকের দাম ছিল ১১ টাকা আর আজ তা হয়েছে ৫৭১.০৫ টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















