Multibagger Stock: এই শেয়ারে ১ লাখ রাখলে আজ পেতেন ৬০ লাখ টাকা ! টাকার বর্ষা দিয়েছে সংস্থা
Stock Price: গত ৫ বছরে এই আরএমসি সুইচগিয়ার সংস্থার স্টক থেকে ৫৯০০ শতাংশ মুনাফা এসেছে। তিন বছরে এই মাল্টিব্যাগার স্টকটি ৩২১১ শতাংশ রিটার্ন এনে দিয়েছে।

Stock Market News: শেয়ার বাজারে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন বিনিয়োগকারীদের পক্ষে এটি খুবই কঠিন। কিন্তু যদি সঠিক উপায় এবং সঠিক শেয়ার (Multibagger Stock) বেছে নেওয়া যায়, তাহলে অনেক কম সময়ে, কম আয়াসেই বিপুল অর্থ উপার্জন (Stock Market News) করা সম্ভব। তবে এর জন্য আপনাকে খানিক ধৈর্য ধরেও থাকতে হবে। অথবা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে হবে আপনাকে।
এখন যে স্টকের কথা বলা হবে সেই স্টকটি গত ৫ বছরে কোটিপতি করেছে অনেককেই। মাত্র ৫ বছরের মধ্যেই এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগেই মিলেছে ৬০ লক্ষ টাকার রিটার্ন। সংস্থার নাম আরএমসি সুইচগিয়ার। মোটা টাকা রোজগার হতে পারত এই স্টকে বিনিয়োগ করে রাখলে।
গত ৫ বছরে এই আরএমসি সুইচগিয়ার সংস্থার স্টক থেকে ৫৯০০ শতাংশ মুনাফা এসেছে। তিন বছরে এই মাল্টিব্যাগার স্টকটি ৩২১১ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। আজ থেকে ৫ বছর আগে এই স্টকের দাম ছিল মাত্র ১৩ টাকা আর তা আজকের দিনে পৌঁছে গিয়েছে ৭৭৫ টাকার স্তরে।
প্রাথমিকভাবে এই স্টকে পতন দেখা গিয়েছিল। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত এই স্টকের দাম প্রায় ৭৫ শতাংশ কমে যায়। তবে এর পরে আবার এই স্টকের দাম দৌড়াতে শুরু করে। ২০২১ সালে এই স্টক প্রায় ৪৫ শতাংশ লাফ দেয়। তারপর থেকে এই স্টকে শুধুই উত্থান লক্ষ্য করা গিয়েছে। ২০২২ সালে এই আরএমসি সুইচগিয়ার সংস্থার স্টক ১০৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। যেখানে আবার ২০২৪ সালে অর্থাৎ আগের বছর এই স্টক থেকে ৮৯ শতাংশ রিটার্ন মেলে।
আরএমসি সুইচগিয়ার সংস্থার অবস্থা
গত বছর আরএমসি সুইচগিয়ার সংস্থার নিট মুনাফা ছিল ৩১.৪৫ কোটি টাকা, যেখানে বার্ষিক ভিত্তিতে এটি ১১১.২ শতাংশ বৃদ্ধি এনে দিয়েছে। গত বছরের দ্বিতীয়ার্ধে এই সংস্থার নিট মুনাফা ছিল ২১.২৬ কোটি টাকা। এক বছর আগে এই মেয়াদের মধ্যেই সংস্থার নিট মুনাফা হয়েছিল ৬.৮৩ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















