TVS Zeppelin: দেশে কোম্পানির প্রথম ক্রুজার বাইক আনছে টিভিএস, এই তারিখ হবে লঞ্চ
TVS Upcoming Bike: বাইক বাজারে নিজেদের বৃত্ত সম্পূর্ণ করতে চলেছে টিভিএস মোটরস। শীঘ্রই দেশের বাজারে তাদের প্রথম ক্রুজার বাইক আনতে চলেছে কোম্পানি।
TVS Upcoming Bike: বাইক বাজারে নিজেদের বৃত্ত সম্পূর্ণ করতে চলেছে টিভিএস মোটরস। শীঘ্রই দেশের বাজারে তাদের প্রথম ক্রুজার বাইক আনতে চলেছে কোম্পানি। আগেই প্রদর্শণীতে এই বাইকের কনসেপ্টে মডেল দেখিয়েছিল টিভিএস। শোনা যাচ্ছে, ৬ জুলাই টিভিএস জেপলিন লঞ্চ করতে পারে কোম্পানি।
TVS Zeppelin: জেপলিন ধামাকা করতে পারে বাজারে ?
আগেই সাশ্রয়ী মূল্যের বাইক থেকে শুরু করে স্পোর্টস বাইক সবেতেই প্রবেশ করেছে টিভিএস। এতদিন কোনও ক্রুজার বাইক ছিল না কোম্পানির । রিপোর্ট বলছে, এই বাইকটি জেপলিন ক্রুজার হতে পারে। কারণ আগেই ২০১৮-রঅটো এক্সপোতে দেখানো হয়েছিল এই বাইক। কোম্পানি বছরের শুরুতেই 'Zeppelin R' নামে পেটেন্টও করেছিল। তাই জেপলিনের দিকে নজর থাকবে সবার।
TVS Upcoming Bike: সম্ভাব্য বৈশিষ্ট্য কী থাকতে পারে বাইকে ?
লো-স্লং ক্রুজার ফর্ম ফ্যাক্টরটি Zeppelin R দেখা গিয়েছিল। একটি সিঙ্গল পিস স্টেপড সিটও এতে দেখা গেছে। স্পোর্টি লুকের জন্য একটি স্পোর্টিয়ার ফ্ল্যাট হ্যান্ডেলবারও ছিল বাইকে। এটি ছাড়াও এটি ইন্টিগ্রেটেড এলইডি ডিআরএল ও হেক্সাগোনাল হেড লাইট অ্যাসেম্বলি ছিল কনসেপ্ট মডেলে। তবে লঞ্চের সময় কনসেপ্ট মডেলে যা দেখা গেছে তা একই রকম থাকবে এটা কেউ বলতে পারে না। দাম কমাতে কিছু স্পেকস কমাতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে কিছু বাইকে পরিবর্তন আসতে পারে।
TVS Zeppelin: কোম্পানির অতিরিক্ত তথ্য
সম্প্রতি কোম্পানি তার বিখ্যাত বাইক রাইডার 125 এর দাম বাড়িয়েছে। TVS কেবল ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের দাম বাড়িয়েছে। ড্রাম ব্রেক ভ্যারিয়েন্ট পুরানো দামেই পাওয়া যাবে। টিভিএস রাইডার 125 ডিস্ক ট্রিমের দাম 90,989 টাকা (এক্স-শোরুম) হয়েছে, যা আগে 89,089 টাকা ছিল।
আরও পড়ুন : Mahindra Thar Update: মহিন্দ্রা থারে নতুন আপডেট, এখন কত দাম দাঁড়াল গাড়ির ?