Budget 2023: বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য সুখবর ! সিনিয়র সিটিজেন স্কিমে রাখা যাবে ৩০ লক্ষ টাকা
Union Budget 2023: মোদি সরকারের নবম বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য় এল সুখবর। এবার থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রাখা যাবে ৩০ লক্ষ টাকা।
Union Budget 2023: মোদি সরকারের নবম বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য় এল সুখবর। এবার থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রাখা যাবে ৩০ লক্ষ টাকা। আগে যা ১৫ লক্ষ টাকা পর্যন্ত সীমাবদ্ধ ছিল।
Senior Citizen Savings Scheme: কত টাকা পাওয়া যায় সুদ ?
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সম্প্রতি সুদের হার বাড়িয়েছে সরকার। বর্তমানে ৮ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে এই স্কিমে। ১ জানুয়ারি থেকে NSC, পোস্ট অফিসের সেভিংস স্কিম ছাড়াও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার বাড়ানো হয়েছে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আগে ৭.৭ শতাংশ সুদ দেওয়া হত। বর্তমানে ৮ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে এই স্কিমে।
Union Budget 2023: টাকা রাখার পরিমাণ বৃদ্ধিতে কী লাভ ?
আগে ন্যূনতম ১০০০ টাকা রাখতে হত সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। এই স্কিমে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখা যেত। ফলে ৮ শতাংশ সুদ থাকলেও সর্বোচ্চ ১৫ লক্ষ টাকার ওপর লাভ পেতেন প্রবীণ নাগরিকরা। এবার সেই পরিমাণ ৩০ লক্ষ টাকা করায় প্রবীণদের ঘরে আরও বেশি টাকা আসবে।
Budget 2023: এদিন বিশ্বের অর্থনৈতিক মন্দার আবহের মাঝেই আশা জাগালেন অর্থমন্ত্রী। মোদি সরকারের অন্য়তম কান্ডারি জানালেন,বিশ্বের তুলনায় অর্থনৈতিকভাবে অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। এখন ভারতকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখছে বিশ্ব। বর্তমানে ৭ শতাংশ রয়েছে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার। জেনে নিন,কী কী বিষয়ে জোর দিয়েছেন অর্থমন্ত্রী।
৩৮ হাজার ৮০০ শিক্ষক নিয়োগ, আবাস যোজনায় বাড়ল বরাদ্দ
৩৮ হাজার ৮০০ শিক্ষক নিয়োগ করা হবে মডেল আবাসিক স্কুলের জন্য, যেখানে সাড়ে তিন লক্ষ জনজাতি পড়ুয়া পড়াশোনা করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৭৯ হাজার কোটি টাকা বরাদ্দ। ১ লক্ষ প্রাচীন লিপির ডিজিটালকরণ।
শিক্ষকদের নতুন করে প্রশিক্ষণ, জাতীয় ডিজিটাল লাইব্রেরি তৈরি
স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশিক্ষণে জোর। ১৫৭টি নার্সিং কলেজ, চার জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে ২০১৪ সাল থেকে। ওষুধ নিয়ে যাতে নতুন গবেষণা হয়, কেন্দ্র উৎসাহ দেবে। নতুন চিকিৎসা সরঞ্জাম আনা হবে। শিক্ষকদের নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে। এর জন্য একাধিক পদক্ষেপ করছি। শিশু এবং কিশোরদের জন্য জাতীয় ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হবে। তাতে উন্নতমানের বই থাকবে। সকলের নাগালের মধ্যে থাকবে। রাজ্যগুলিকে লাইব্রেরি তৈরিতে উৎসাহ। ইংরেজি এবং স্থানীয় ভাষায় বই প্রকাশে জোর।