Upcoming IPO: ওলা'র পর এবার IPO আনবে এই বৈদ্যুতিন স্কুটার নির্মাতা সংস্থা, ইউনিকর্ন হয়ে গিয়েছে সংস্থা
Ather Energy IPO: দেশের চতুর্থ বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা অ্যাথার এনার্জি বিনিয়োগকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড থেকে ৬০০ কোটি টাকা সংগ্রহ করেছে।
![Upcoming IPO: ওলা'র পর এবার IPO আনবে এই বৈদ্যুতিন স্কুটার নির্মাতা সংস্থা, ইউনিকর্ন হয়ে গিয়েছে সংস্থা Upcoming IPO Ather Energy to launch IPO after becoming Unicorn Company Upcoming IPO: ওলা'র পর এবার IPO আনবে এই বৈদ্যুতিন স্কুটার নির্মাতা সংস্থা, ইউনিকর্ন হয়ে গিয়েছে সংস্থা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/14/a9e2175a49c6d909e04f0901df41d1ad1723623888622900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Ather Energy: ওলা ইলেকট্রিকের আইপিওর তালিকাভুক্তির পরদিন থেকেই দারুণ রিটার্ন পাচ্ছেন বিনিয়োগকারীরা। টানা দু'দিন আপার সার্কিটে ছিল এই ওলা ইলেকট্রিকের শেয়ার। তিন দিনে ৭০ শতাংশ বেড়েছে দাম। এই সাফল্যে উৎসাহিত হয়ে ওলার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সংস্থা অ্যাথার এনার্জিও (Ather Energy IPO) এবারে আইপিও (Upcoming IPO) আনতে চলেছে, এমনটাই জানা গিয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই সংস্থা সেবির কাছে এই আইপিও আনার প্রস্তাব জমা দিতে পারে। জানা গিয়েছে, প্রায় ৩৭০০ কোটি টাকার আইপিও আনতে চলেছে এই সংস্থা। গতকাল মঙ্গলবারই জানা গিয়েছে অ্যাথার এনার্জি (Ather Energy) ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়েছে। আর এই প্রসঙ্গেই আইপিও আনার কথা উঠে আসে।
NIIF থেকে ৬০০ কোটি টাকা পেয়েছে অ্যাথার এনার্জি
দেশের চতুর্থ বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা অ্যাথার এনার্জি বিনিয়োগকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড থেকে ৬০০ কোটি টাকা সংগ্রহ করেছে। আর এই টাকা পাওয়ার পরেই সংস্থার বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ১.৩ বিলিয়ন ডলার। ফলে ইউনিকর্ন হয়ে উঠেছে সংস্থা। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে অ্যাথার এনার্জি সংস্থা তাঁর আইপিওর জন্য এইচএসবিসি, জে পি মর্গান, নোমুরাকেও নিয়োগ করেছে। তরুণ মেহতা এবং স্বপ্নিল জৈন প্রতিষ্ঠা করেছিলেন অ্যাথার এনার্জি সংস্থা।
আইপিও আনলে সংস্থার বাজার মূলধন দাঁড়াবে ২ বিলিয়ন ডলার
অ্যাথার এনার্জির বড় বিনিয়গকারীদের মধ্যে আছেন টাইগার গ্লোব ম্যানেজমেন্ট, শচিন বনসন এবং বিনি বনসল। এখন তামিলনাড়ুতে সংস্থার দুটি কারখানা রয়েছে। এর মধ্যেই মহারাষ্ট্রে আরেকটি কারখানা চালু করতে চলেছে অ্যাথার এনার্জি। সংস্থার নামও অ্যাথার এনার্জি প্রাইভেট লিমিটেড থেকে অ্যাথার এনার্জি লিমিটেড করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে এই সংস্থার আইপিও আসতে পারে। আর আইপিও আনার পর সংস্থার বাজার মূলধন দাঁড়াবে ২ বিলিয়ন ডলারে।
ভারতের বাজারে ওলার ৩৫ শতাংশ এবং অ্যাথারের ৯ শতাংশ মার্কেট শেয়ার আছে
৬৬ শতাংশ হারে বেড়েছে ভারতের ইভি বাইক-স্কুটার এবং গাড়ির বিক্রি। দেখা গিয়েছে দেশে ওলা ইলেকট্রিকের মার্কেট শেয়ার রয়েছে ৩৫ শতাংশ এবং অ্যাথার এনার্জির মার্কেট শেয়ার রয়েছে ৯ শতাংশ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Fixed Deposit: ৩ বছরের জন্য FD করাবেন ? সবথেকে বেশি সুদ মিলবে এই ব্যাঙ্কে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)