Upcoming IPO: আগামী সপ্তাহেই আইপিও আসছে বাজারে, অলঙ্কার নির্মাণের সঙ্গে যুক্ত এই সংস্থা- কিনবেন ?
Varyaa Creations IPO: আগামী সোমবার ২২ এপ্রিল বাজারে আসছে এই আইপিও। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আইপিওতে বিনিয়োগ করা যাবে বলে জানা গিয়েছে সংস্থার তরফে। এই সংস্থার ক লট আইপিওতে রাখা হয়েছে ১০০০টি শেয়ার।
Share Market: আগামী সপ্তাহেই বাজারে আসবে এই নতুন আইপিও। ২২ এপ্রিল ২০২৪ ভারতের প্রাইমারি মার্কেটে আসতে চলেছে ভার্যা ক্রিয়েশনস সংস্থার আইপিও। আগ্রহী বিনিয়োগকারীরা এই আইপিও (Upcoming IPO) সাবস্ক্রাইব করতে পারবেন আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আগামী সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিড করা যাবে এই আইপিওতে। বিনিয়োগ করতে চান ? তাঁর আগে জেনে নিন এই আইপিও সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
গ্রে মার্কেটে কত দাম চলছে
আজকের দিনে ভার্যা ক্রিয়েশনস (Varyaa Creations IPO) সংস্থার আইপিও গ্রে মার্কেটে একই দামে ট্রেড করছে। এর প্রাইসব্যান্ড রাখা হয়েছে শেয়ারপিছু ১৫০ টাকা।
আইপিওর দাম কত
এই আইপিওর ক্ষেত্রে একটাই নির্দিষ্ট দাম ধার্য করা হয়েছে। বাজারে শেয়ারপিছু ১৫০ টাকা দরেই ট্রেড করবে এই আইপিও।
কতদিন পর্যন্ত আইপিও কেনা যাবে
আগামী সোমবার ২২ এপ্রিল বাজারে আসছে এই আইপিও (Varyaa Creations IPO)। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আইপিওতে বিনিয়োগ করা যাবে বলে জানা গিয়েছে সংস্থার তরফে।
আইপিওর সাইজ কত থাকছে
ভার্যা ক্রিয়েশনসের আইপিওর সাইজ রাখা হয়েছে ২০.১০ কোটি টাকা। আইপিওর মাধ্যমে এই পরিমাণ টাকাই সংস্থা তুলতে চায় বাজার থেকে।
লট সাইজ কত
ভার্যা ক্রিয়েশনসের একেকটি আইপিওতে বিড করতে গেলে কিনতে হবে ন্যূনতম এক লট। আর সেই এক লট আইপিওতে রাখা হয়েছে ১০০০টি শেয়ার।
কবে হবে অ্যালটমেন্ট
ভার্যা ক্রিয়েশনসের আইপিও (Upcoming IPO) যারা বিড করবেন, তাঁদের ডিম্যাট অ্যাকাউন্টে এই শেয়ার স্থানান্তরিত করা হবে আগামী সপ্তাহের শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪।
বাজারে তালিকাভুক্ত হবে কোনদিন
সেবির T+3 নিয়ম অনুসারে আগামী ৩০ এপ্রিল ২০২৪ ভারতের শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে ভার্যা ক্রিয়েশনসের শেয়ার।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Share Price: ত্রৈমাসিকের ফল বেরোতেই লাফ দিল এই শেয়ার, ২ দিনে ২০ শতাংশ বাড়ল দাম