Upcoming sedans In India: এসইউভির বাজারে ফিরছে সেডান, ভারতে আসছে হোন্ডা হাইব্রিড ছাড়াও আরও দুই কার
Upcoming Cars In India: দেশে এসইউভি নিয়ে মাতামাতির মাঝেই লঞ্চ হতে চলেছে তিন সেডান। একেবারে তিন শ্রেণির ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই সেডানগুলি।
Upcoming Cars In India: দেশে এসইউভি নিয়ে মাতামাতির মাঝেই লঞ্চ হতে চলেছে তিন সেডান। একেবারে তিন শ্রেণির ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই সেডানগুলি। শীঘ্রই ভারতের বিভিন্ন শোরুমে দেখা যাবে Honda City hybrid, Volkswagen Virtus ও Mercedes-Benz C-Class-এর মতো সেডান।
Volkswagen Virtus: কবে ভারতে এই গাড়ি ?
আর কয়েক মাসের মধ্যেই ভারতে আসতে চলেছে Volkswagen Virtus। ভারতে Vento-র পরিবর্তে বাজারে আসবে এই সেডান। আগামী 9 জুন আত্মপ্রকাশ করবে এই গাড়ি। দৈর্ঘ্যের দিক থেকে সেডানটি শ্রেণিতে সবচেয়ে বড় হতে চলেছে। ভিরটাসের লাইন আপে দুটি ট্রিম লাইনে আনতে পারে ফক্সওয়াগন। GT লাইন ফ্ল্যাগশিপ ট্রিম কেবল 1.5 TSI পেট্রোলের সঙ্গে পাওয়া যাবে। দুই ধরনের স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে দুটি টার্বো পেট্রোল ইঞ্জিন পাওয়া যাবে গাড়ির দুই ভ্যারিয়েন্টে। তাইগুন কমপ্যাক্ট SUV-এর মতো Virtus MQB-A0-IN প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। 10-ইঞ্চি টাচস্ক্রিন, ভেন্টিলেটেড সিট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সানরুফ ও আরও অনেক কিছু বৈশিষ্ট্য আশা করতে পারেন এই গাড়িতে৷
Honda City Hybrid: কী থাকছে নতুন এই গাড়িতে ?
হোন্ডা সিটি হাইব্রিড শীঘ্রই লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। দেশে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের হাইব্রিড গাড়ি হিসাবে উঠে আসতে পারে সিটি হাইব্রিডের নাম। সিটি ই:এইচইভি নামে পরিচিত এই সেডানে দুটি বৈদ্যুতিক মোটর ও একটি পেট্রল ইঞ্জিন সহ একটি নতুন হাইব্রিড পাওয়ার দেওয়া হয়েছে। 1.5l পেট্রল ইঞ্জিন 97bhp ও বৈদ্যুতিক মোটর সহ প্রায় 105bhp শক্তি তৈরি করবে এই গাড়ি। একটি ডেডিকেটেড ইভি মোড থাকবে এই সেডানে। যেখানে আপনি বৈদ্যুতিক শক্তিতে গাড়ি চালানোর পাশাপাশি হাইব্রিড মোডেও গাড়ি চালাতে পারবেন। কোম্পানি দাবি করছে, এই গাড়ি 27kmpl মাইলেজ দিতে সক্ষম। সিটি হাইব্রিড একটি ইলেকট্রনিক হ্যান্ডব্রেক ও ADAS বৈশিষ্ট্যগুলির সাথে আসার কথা।
Mercedes-Benz C-Class: ডিজাইনে পাবেন নতুন চমক
দেশে নতুন প্রজন্মের সি-ক্লাস আগামী মাসে আত্মপ্রকাশ করবে বলে খবর। মডেলের দিক থেকে মার্সিডিজ-বেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজাইনগুলির মধ্যে জায়গা পাবে এই গাড়ি। নতুন সি-ক্লাস পুরোপুরি নতুন প্রজন্মের গাড়ি। নতুন এই সি-ক্লাসটি বর্তমান সংস্করণের থেকে কিছুটা বড়। শোনা যাচ্ছে, এর হুইলবেসও বাড়াতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে ভিতরে বসার জায়গা আরও বৃদ্ধি পাওয়ার কথা। কেবিনে পাবেন বড় ট্যাবলেট স্টাইলের টাচস্ক্রিন, যা গাড়িতে একেবারে নতুন। মনে করা হচ্ছে, বিভাগের অন্য গাড়িরগুলির থেকে ডিজাইনে অনেকটাই এগিয়ে থাকবে এই গাড়ি।
আরও পড়ুন: Hyundai Creta Safety: সুরক্ষার রেটিংয়ে ৩ পেল হুন্ডাই ক্রেটা, একই পয়েন্ট পেয়েছে এই গাড়ি