UPI Transactions: এই সমস্ত নম্বরে UPI লেনদেন বন্ধ করবে কেন্দ্র, বড় ঘোষণা ! আপনার নম্বর নেই তো তালিকায় ?
UPI Payment Risk Factor: কেন্দ্র সরকার এর মাধ্যমে ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলিকে ইউপিআই পরিষেবাদানকারী সংস্থাগুলিকে ঝুঁকিপূর্ণ লেনদেন বুঝতে সহায়তা করবে।

UPI Payment: ভারত সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে। বেশ কিছু মোবাইল নম্বরে এবার থেকে কোনও রকম ইউপিআই পেমেন্ট করা যাবে না। বুধবার দেশের কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে একটি ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর (Financial Fraud Risk Indicator) প্রযুক্তি নিয়ে আসা হয়েছে। এই পরিষেবা সমস্ত মোবাইল নম্বর বিশ্লেষণ করবে, আর সেগুলির মধ্যে থেকে উচ্চ ঝুঁকি সম্পন্ন মোবাইল নম্বরগুলিতে ইউপিআই লেনদেন (UPI Transactions) বন্ধ করে দেবে। সরকারের তরফে জানানো হয়েছে এই নতুন টুলটি দেশে আর্থিক অপরাধ শনাক্ত করার জন্য এবং তা প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে।
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, 'এই নতুন এফআরআই সিস্টেম বৃহত্তর ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের একটি অংশ যা তৈরি করা হয়েছে দেশে নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলিকে ইউপিআই পরিষেবাদানকারী সংস্থাগুলিকে ঝুঁকিপূর্ণ লেনদেন (UPI Transactions) বুঝতে সহায়তা করা। এর মধ্যে বড় বড় সংস্থা যেমন ফোনপে, ভারতএ, পেটিএম, গুগল পে-ও রয়েছে। ভারতের মোট ইউপিআই লেনদেনের ৯০ শতাংশ লেনদেন সীমাবদ্ধ রয়েছে এই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে।
টেলিকম মন্ত্রক বিশ্লেষণ করে জানিয়েছে যে এই এফআরআই সিস্টেম মূলত সেই সমস্ত মোবাইল নম্বরগুলিকে চিহ্নিত করবে প্রথমে যেগুলি কোনও সাইবার অপরাধের সঙ্গে যুক্ত বা যাচাইকরণ প্রক্রিয়ায় উন্নীত হয়নি কিংবা নিয়ন্ত্রক সংস্থার নিয়ম ভঙ্গ করেছে। এরপরে এই প্রযুক্তি এই সমস্ত নম্বরগুলিকে ঝুঁকির ভিত্তিতে ভাগ করবে এভাবে – মধ্যম, উচ্চ এবং তীব্র উচ্চ। ন্যাশনাল সাইবারক্রাইম রিপোর্টিং পোর্টালের তথ্য (UPI Transactions) অনুসারে এই বিভাজন করা হবে বলে জানানো হয়েছে। সমস্ত স্টেকহোল্ডারদের এই বিভাজন তালিকা পাঠানো হবে রিয়েল-টাইম ভিত্তিতে আর এর ফলে দ্রুত ঝুঁকিপূর্ণ মোবাইল নম্বর শনাক্ত করা সহজ হবে।
যদি কোনও ব্যক্তি এমন কোনও তীব্র উচ্চ-ঝুঁকিপূর্ণ মোবাইল নম্বরে ইউপিআই লেনদেন করতে যান, তাহলে সেই ইউপিআই অ্যাপ আপনা থেকেই সেই সমস্ত লেনদেন বন্ধ করে দেবে, ব্লক করে দেবে। আর একটি সতর্কবার্তা দেখাবে গ্রাহককে। আর মধ্যম মানের ঝুঁকিযুক্ত নম্বরে ইউপিআইতে টাকা পাঠাতে গেলে গ্রাহকদের একটি সতর্কবার্তা দেখানো হবে, আর ম্যানুয়ালি এই লেনদেন সম্পন্ন করার জন্য বলা হবে।






















