Donald Trump: ‘ভারতে ব্যবসা বাড়িও না’, Apple-কে উপদেশ ট্রাম্পের, জানালেন নিজেই
Donald Trump on India: এই মুহূর্তে আরব-সফরে রয়েছেন ট্রাম্প। সেখানেই এমন মন্তব্য করেছেন।

নয়াদিল্লি: ব্যবসার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন বলে এতদিন দাবি করছিলেন। কিন্তু ভারতে Apple-এর ব্যবসা বাড়ানো নিয়ে একেবারে উল্টো অবস্থানে দেখা গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভারতে Apple-এর কারখানা বাড়ানো যাবে না বলে সংস্থার CEO টিম কুককে নির্দেশ দিলেন তিনি। (Donald Trump)
এই মুহূর্তে আরব-সফরে রয়েছেন ট্রাম্প। সেই সফর চালাকালীনই কাতারের দোহায় ভারতকে নিয়ে মুখ খুললেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, Apple-এর CEO টিম কুকের সঙ্গে কথা হয়েছে তাঁর। ভারতে সংস্থার শিকড় বেশি ছড়ানো যাবে না বলে উপদেশ দিয়েছেন তিনি। ভারতীয় গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে যদি কিছু করতে হয়, তা করা যেতে পারে। তবে ভারতে কারখানা গড়ার ব্যাপারে Apple-কে সতর্ক করেছেন তিনি। (Donald Trump on India)
দোহায় ট্রাম্প বলেন, "আমি ওঁকে (টিম কুক) বললাম, বন্ধু, তোমার সঙ্গে তো ভাল ব্যবহার করেছি। ৫০০ বিলিয়ন ডলার নিয়ে এসেছো। কিন্তু শুনলাম, এখন না কি ভারতের বিভিন্ন প্রান্তে (কারখানা) গড়ছো? আমি চাই না ভারতে তুমি গড়ো। ভারতের বাজারের কথা মাথায় রেখে সেখানে এসব করা যেতেই পারে। কিন্তু ভারত সবচেয়ে বেশি শুল্ক নেয়। সেখানে বিক্রি করা খুব কঠিন।"
Not interested in you building in India, they can take care of themselves says US President Donald Trump To Apple CEO Tim Cook@realDonaldTrump @Apple @tim_cook pic.twitter.com/e4UmwMpKZD
— CNBC-TV18 (@CNBCTV18News) May 15, 2025
উৎপাদনের ক্ষেত্রে চিনের উপরনির্ভরশীলতা কমিয়ে আনতে ইচ্ছুক Apple. আর তার বিকল্প হিসেবে ভারতকে বেছে নিতে আগ্রহী তারা। Foxconn, Pegatron-এর সঙ্গে হাত মিলিয়ে ভারতে আইফোনের উৎপাদনও বাড়িয়েছে তারা। ভারত সরকারও বিদেশি বিনিয়োগ টানতে একাধিক পদক্ষেপ করেছে। বিদেশি সংস্থাগুলিকে ভর্তুকি দিতে আনা হয়েছে Production Linked Incentive প্রকল্প।
কিন্তু Apple-এর CEO-র সঙ্গে নিজের যে কথোপকথন তুলে ধরলেন ট্রাম্প, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। দ্বিতীয় বার আমেরিকার মসনদে ফিরেই বিনিয়োগের ক্ষেত্রে নিজের দেশকে প্রাধান্য দিয়েছেন ট্রাম্প। আমেরিকার পণ্যের উপর শুল্ক বসানো দেশগুলির উপর পাল্টা শুল্ক চাপিয়েছেন। কাতারে সেই নিয়েও মুখ খুলেছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার পণ্যের উপর থেকে শুল্ক তুলে নিতে রাজি হয়েছে ভারত। তাঁর বক্তব্য, "ওরা আমাদের কাছে প্রস্তাব নিয়ে এসেছে, যেখানে প্রায় কোনও শুল্কই নেবে না ওরা। আমি বললাম, টিম, আমরা তো ভালই ব্যবহার করছি তোমার সঙ্গে। এত বছর ধরে চিনে যে সব কারখানা গড়েছো, পাশে থেকেছি। ভারতে তোমার বিনিয়োগ নিয়ে আমরা আগ্রহী নই। ভারত নিজের খেয়াল নিজে রাখবে।" ভারতের তরফে এখনও পর্যন্ত সেই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।






















