Viral News: পেট ফুলে ঢোল, ১১ বছরের ছেলেকে হাসপাতালে নিয়ে যেতেই অবাক সকলে ! পেটের মধ্যে ১০০ গ্রামের আস্ত সোনার বার !
Chinese Boy Swallows Gold Bar: চিকিৎসকেরা সেই ছেলেটির পেটের একটি এক্স-রে করতেই দেখা যায় ছেলেটির অন্ত্রে আটকে আছে ভারী কোনও ধাতব পদার্থ। আরও পরীক্ষার পরে দেখা যায় সেটা একটা আস্ত সোনার বার।

Chinese Boy Swallows Gold Bar: অদ্ভুত ঘটনা, একইসঙ্গে দুশ্চিন্তারও। একটি ১১ বছরের ছেলে ঘরে খেলতে খেলতেই আকস্মিকভাবে (Viral News) গিলে ফেলে একটা ১০০ গ্রামের সোনার বার। আর তারপরেই তাঁর পেট ফুলে যায় অনেকটা। বাবা-মাকে সেই পেট ফোলা দেখাতেই চিন্তিত হয়ে পড়েন তারা। কারণ পেট ফুললেও (Gold Bar) কোনও ব্যথা-যন্ত্রণার কথা বলেনি সেই ছেলেটি। ফলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিনের জিয়াংসু প্রদেশের এই ১১ বছরের ছেলেটিকে ঘিরে তাজ্জব ঘটনা। ছেলেটির নাম সংবাদমাধ্যমে জানা গিয়েছে কুইয়ান। তাঁর বাবা-মা এই অযথা পেট ফোলার কারণে তাঁকে নিয়ে যান সুঝোউ বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপুষ্ট শিশু হাসপাতালে।
সাউথ চায়না মর্নিং পোস্টের একটি রিপোর্ট অনুসারে, চিকিৎসকেরা সেই ছেলেটির পেটের একটি এক্স-রে করতেই দেখা যায় ছেলেটির অন্ত্রে আটকে আছে ভারী কোনও ধাতব পদার্থ। আরও পরীক্ষার পরে দেখা যায় এই পদার্থটি আসলে আর কিছু নয়, একটা ১০০ গ্রাম ওজনের আস্ত সোনার বার। প্রাথমিকভাবে মেডিকেল টিম ওষুধ দিয়ে সার্জারি না করে এই সমস্যার সমাধান করতে চাইছিল কিন্তু দু-দিন পরে দেখা যায় সেই সোনার বারটি একচুলও নড়েনি। এর ফলেই দুশ্চিন্তা বাড়ে কারণ এই সোনার বারের কারণে অন্ত্রের পথ আটকে যেতে পারে, বা আভ্যন্তরীণ কোনও ক্ষতি হতে পারে।
ঝুঁকি নিয়েই চিকিৎসকেরা এন্ডোস্কোপিক সার্জারি করার সিদ্ধান্ত নেন সেই সোনার বারটিকে বের করার লক্ষ্যে। দুইজন সার্জন এই সার্জারিটি করেন এবং ৩০ মিনিটের মধ্যেই তা সফল হয়ে যায়। কোনওরকম সমস্যা ছাড়াই সেই সোনার বার পেট থেকে বের করে ফেলা হয়। আর এরপরে সেই ছেলেটি কুইয়ান আবার নিয়মিত ডায়েটে ফিরে আসে দুদিনের মধ্যেই। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে সেই সোনার বারের কারণে ছেলেটির পাচনতন্ত্রে কোনো দীর্ঘমেয়াদি ক্ষতি হয়নি। কিছুক্ষণের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
তবে এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও ২০২৩ সালে চিনের এক ৪ বছর বয়সী ছেলে ১৮টি চুম্বকের বিডস দিয়ে তৈরি একটি ব্রেসলেট গিলে ফেলেছিল। তার প্রথমে মনে হয়েছিল অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, কিন্তু আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ধরা পড়ে তার পেটে আটকে আছে সেই চুম্বকের বিডসের ব্রেসলেট। ফলে চিকিৎসকরা সেই সময় থেকেই বাবা-মাকে ঘরে এমন কোনও কিছু শিশুর সামনে বা নাগালের মধ্যে রাখতে নিষেধ করেছেন যা থেকে সেই শিশুটির ক্ষতি হতে পারে।






















