(Source: ECI/ABP News/ABP Majha)
Viral News: উত্তরপ্রদেশে যুবকের অ্য়াকাউন্টে ৯৯০০ কোটি, তারপর কি হল জানেন ?
Offbeat News: সম্পদের পরিমাণ দেখে জ্ঞান হারিয়ে ফেললেন খোদ যুবক। টাকার পরিমাণ দেখে হতবাক হয়েছেন ব্যাঙ্ক ম্যানেজারও (Bank News)। শেষমেশ কী হল জানেন ?
Offbeat News: সামান্য এক কৃষকের অ্যাকাউন্টে (Farmers Account) যকের ধন। সম্পদের পরিমাণ দেখে জ্ঞান হারিয়ে ফেললেন খোদ যুবক। টাকার পরিমাণ দেখে হতবাক হয়েছেন ব্যাঙ্ক ম্যানেজারও (Bank News)। শেষমেশ কী হল জানেন ?
কোথায় ঘটেছে এই ঘটনা
উত্তরপ্রদেশের ভাদোহি জেলা থেকে এই খবর প্রকাশ্যে এসেছে যা সবাইকে অবাক করে দিয়েছে। ইউপির সুরিয়াওয়ান থানার অর্জুনপুর গ্রামের এক যুবকের অ্যাকাউন্টে 99 বিলিয়ন টাকার বেশি এসেছে। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে শুধু অ্যাকাউন্টধারকই নয়, জ্ঞান হারিয়ে ফেলেন ব্যাঙ্ক ম্যানেজারও। ম্যানেজারের মতে, ভানু প্রকাশের কেসিসি অ্যাকাউন্টে বকেয়া থাকার কারণে এটি ঘটেছে। বর্তমানে অ্যাকাউন্টটি হোল্ডে রাখা হয়েছে। তবে এই খবর প্রকাশের পর থেকেই বিষয়টি সংবাদের শিরোনামে উঠে উঠেছে।
পুরো বিষয়টি কী হয়েছে জানেন ?
দুর্গাগঞ্জের অর্জুনপুর গ্রামের বাসিন্দা ভানুপ্রকাশ বিন্দের সুরিয়াওয়ানের ব্যাঙ্ক অফ বরোদা গ্রামীণ ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। 16 মে বৃহস্পতিবার হঠাৎ করেই তার অ্যাকাউন্টে 99999495999.99 টাকা (99 বিলিয়ন 99 কোটি 94 লাখ 95 হাজার 999 টাকা) চলে আসে। হঠাৎ করে এত বিপুল পরিমাণ টাকা অ্যাকাউন্টে আসতে দেখে হতবাক হন ব্যাঙ্কের কর্মীরা। সঙ্গে সঙ্গে তিনি অ্যাকাউন্ট হোল্ডার ভানুপ্রকাশ বিন্দকে বিষয়টি জানান। খবর পেয়ে তারা ছুটে যান ব্যাঙ্কে, যেখানে অ্যাকাউন্টধারক ভানুপ্রকাশ নিজের অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ টাকা দেখে হতবাক হয়ে যান।
কী বলছেন ব্যাঙ্ক ম্যানেজার
ইনচার্জ ব্যাঙ্ক ম্যানেজার আশিস তিওয়ারি জানান, অ্যাকাউন্টধারক ভানু প্রতাপের একটি কেসিসি অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টের মাধ্যমে তিনি খামারের ঋণ নিয়েছিলেন। অ্যাকাউন্টটি NPA হয়ে যাওয়ার পরে এই ধরনের ভুল পরিমাণ দেখতে পাওয়া যায়। বর্তমানে অ্যাকাউন্টটি হোল্ডে রাখা হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড (কেসিসি) লোন অ্যাকাউন্টটি একটি নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএ) হয়ে যাওয়ার পরে সফ্টওয়্যারে ত্রুটির কারণে আগে মাইনাস চিহ্ন না দেখিয়ে এত বিশাল পরিমাণ অ্যাকাউন্টে দেখা যায়। এই ভুল ধরা পড়ার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কটি তাৎক্ষণিক ব্যবস্থা নেয় । পরিস্থিতি সংশোধনের জন্য উপযুক্ত কাজ করে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
PM Modi: ৪ জুনের পর লাফিয়ে বাড়বে বাজার ! অমিত শাহের পর ফের ভরসা মোদির