PM Modi: ৪ জুনের পর লাফিয়ে বাড়বে বাজার ! অমিত শাহের পর ফের ভরসা মোদির
PM Modi on Stock Market: নরেন্দ্র মোদি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন যে তাঁর ১০ বছরের মেয়াদের মধ্যে সেনসেক্স ২৫ হাজার থেকে বেড়ে ৭৫ হাজারে এসে উঠেছে। এই সরকার সবথেকে বেশি অর্থনৈতিক সংস্কার করেছে ভারতের।
Stock Market: কিছুদিন আগেই ভারতের শেয়ার বাজার নিয়ে বিপুল ভরসা জুগিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছিলেন যে ৪ জুন ভোটের ফলাফল বেরোলেই বিরাট লাফ দেবে শেয়ার বাজার (PM Modi on Stock Market)। আর তাই ৪ জুনের মধ্যে শেয়ার কিনে বসে থাকলে বিনিয়োগকারীদের মুনাফা হবে। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই সেই ভরসা জোগালেন। ৪ জুনের পর এমন লাফ দেবে বাজার যে সমস্ত প্রোগ্রামাররাও সামাল দিতে পারবেন না, এমনই মত মোদির। ভোটের পর কেমন হবে বাজারের অবস্থা, কী জানালেন মোদি ?
নরেন্দ্র মোদি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন যে তাঁর ১০ বছরের মেয়াদের মধ্যে সেনসেক্স ২৫ হাজার থেকে বেড়ে ৭৫ হাজারে এসে উঠেছে। এই সরকার সবথেকে বেশি অর্থনৈতিক সংস্কার করেছে ভারতের। তিনি বলেন যে যত বেশি সাধারণ মানুষ বাজারে (PM Modi on Stock Market) বিনিয়োগ শুরু করবেন, তত বেশি করে অর্থনীতি উন্নত হয়ে উঠবে। মোদি এই সাক্ষাৎকারে স্পষ্টই বলেন যে তিনি চান প্রতিটি নাগরিকের মধ্যেই ঝুঁকি নেওয়ার ক্ষমতা একটু হলেও বাড়ুক।
স্টক মার্কেটের প্রোগ্রামাররা ক্লান্ত হয়ে যাবে, বললেন প্রধানমন্ত্রী
সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি (PM Modi on Stock Market) বলেন, লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হবে ৪ জুন আর তাঁর এক সপ্তাহ পরেই শেয়ার বাজার এমন লাফিয়ে বাড়তে থাকবে যে স্টক মার্কেটের সমস্ত প্রোগ্রামাররা ক্লান্ত হয়ে যাবে। তিনি বলেন, চতুর্থ ত্রৈমাসিকে HAL রেকর্ড মুনাফা অর্জন করেছে। ইতিহাসে এই প্রথম এই সংস্থা ৪ হাজার কোটি টাকা মুনাফা করেছে।
ভারত তথ্য প্রযুক্তির ক্ষমতায় বলীয়ান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে, আজ সারা দুনিয়া বিশ্বাস করে এআইয়ের ক্ষেত্রে পুরো পৃথিবীকে নেতৃত্ব দেবে ভারত। দেশে ডেটা খুব সস্তা এখনও, আর এই কারণে গেমিং দুনিয়ায় ভারতের সম্ভাবনা আরও বেশি হবে। বিশ্বে এখন ডেটা অনেকটাই ব্যয়বহুল।
ডিজিটাল পরিকাঠামোর জন্য ঋণ পেয়েছেন পথচারী বিক্রেতারাও
আগে ব্যাঙ্ক থেকে ঋণ পেতেন না পথচারী বিক্রেতারা। ডিজিটাল পরিকাঠামো বদলে যাওয়ার ফলে এই ঋণ দেওয়া অনেক সহজ হয়েছে। এমনকী প্রতিটি পথচারী বিক্রেতাদের কাছে এখন কিউআর কোডের সুবিধে রয়েছে।
আরও পড়ুন: Petrol Diesel Price: হুগলিতে পেট্রোলের দর বাড়ল ২৭ পয়সা, ভোটের সকালে বাংলায় জ্বালানির দাম কত ?