এক্সপ্লোর
Auto Expo 2025: মারুতি সুজুকি নিয়ে এল ই-ভিটারা, কবে আসবে ভারতের বাজারে ? দেখুন প্রথম ছবি
Maruti e Vitara : চলতি বছরে Maruti e Vitara গুজরাতে তৈরি হবে। ভারতীয় বাজারে এটি আসন্ন Hyundai Creta Electric, MG Windsor EV, Tata Nexon EV এবং Curve-এর মত মডেলগুলির সাথে প্রতিযোগিতায় নামবে।

মারুতির এই ইভির দিকে নজর ছিল সবার, কবে আসছে বাজারে ?
1/7

Bharat Mobility Global Expo 2025: প্রতীক্ষার অবসান। Maruti Suzuki অবশেষে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-তে নিয়ে এল তার বৈদ্যুতিক গাড়ি ই ভিটারা৷ এটি একটি বৈদ্যুতিক SUV। মনে রাখবেন, এর সঙ্গে ICE SUV এমনকী গ্র্যান্ড ভিটারা নামের কোনও যোগ নেই৷ এটি ইভিএক্স কমসেপ্টের প্রোডাকশন ভার্সন। যা ভারতে আগে দেখানো হয়েছে।
2/7

চলতি বছরে Maruti e Vitara গুজরাতে তৈরি হবে। ভারতীয় বাজারে এটি আসন্ন Hyundai Creta Electric, MG Windsor EV, Tata Nexon EV এবং Curve-এর মত মডেলগুলির সাথে প্রতিযোগিতায় নামবে। Maruti Suzuki ই-ভিটারা মার্চে সম্পূর্ণ ফ্ল্যাশে লঞ্চ করবে।
3/7

মারুতি ই ভিটারা গ্র্যান্ড ভিতারা থেকে বেশ আলাদা: মারুতি ই ভিটারার লুক গ্র্যান্ড ভিটারা থেকে একেবারেই আলাদা। এই বৈদ্যুতিক গাড়িটি হার্টেক্ট ই-প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই গাড়ির সামনের অংশে শার্প DRL ডিজাইন এবং একটি ফাঁকা গ্রিল রয়েছে।
4/7

এই বৈদ্যুতিক গাড়ির টপ-এন্ড সংস্করণে 19-ইঞ্চি অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে। যেখানে এর স্ট্যান্ডার্ড প্লাস ভেরিয়েন্টে 18 ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে। আগের সুইফটে ব্যবহৃত দরজার হ্যান্ডেলগুলি মারুতি ই-ভিটারায় ইনস্টল করা হয়েছে।
5/7

মারুতি ই ভিটাটা ব্যাটারি প্যাক: Maruti E-Vitara গাড়িতে 61 kWh ব্যাটারি প্যাক সহ একটি ডুয়াল মোটর রয়েছে, যা 180 bhp শক্তি এবং 300 Nm টর্ক দেয়৷ স্ট্যান্ডার্ড সংস্করণে একটি সিঙ্গল ফ্রন্ট মোটর রয়েছে, যার একটি 49 kWh ব্যাটারি প্যাক দিয়ে গঠিত। এটি 142 bhp শক্তি দেয় এবং 189 Nm টর্ক জেনারেট করে। মারুতির এই বৈদ্যুতিক গাড়িটি একটি বড় ব্যাটারি প্যাক সহ আসে।
6/7

Maruti e-Vitara ডুয়াল ড্যাশবোর্ড স্ক্রিন, ওয়্যারলেস চার্জার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল , ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ক্রুজ কন্ট্রোল , 360-ডিগ্রি ক্যামেরা বৈশিষ্ট্য সহ লেভেল 2 ADAS স্যুট সহ একটি বৈশিষ্ট্যযুক্ত কেবিন পাবে।
7/7

অনেকদিন ধরেই মারুতির এই গাড়ির ইলেকট্রিক ভার্সনের দিকে নজর ছিল সবার। শীঘ্রই ভারতের বাজারে এই গাড়ি আসতে চলেছে। মনে করা হচ্ছে, ২০২৫ সালেই রাস্তায় দেখা যাবে এই ই-ভিটারা।
Published at : 17 Jan 2025 04:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
