এক্সপ্লোর
Auto Expo 2025: মারুতি সুজুকি নিয়ে এল ই-ভিটারা, কবে আসবে ভারতের বাজারে ? দেখুন প্রথম ছবি
Maruti e Vitara : চলতি বছরে Maruti e Vitara গুজরাতে তৈরি হবে। ভারতীয় বাজারে এটি আসন্ন Hyundai Creta Electric, MG Windsor EV, Tata Nexon EV এবং Curve-এর মত মডেলগুলির সাথে প্রতিযোগিতায় নামবে।
মারুতির এই ইভির দিকে নজর ছিল সবার, কবে আসছে বাজারে ?
1/7

Bharat Mobility Global Expo 2025: প্রতীক্ষার অবসান। Maruti Suzuki অবশেষে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-তে নিয়ে এল তার বৈদ্যুতিক গাড়ি ই ভিটারা৷ এটি একটি বৈদ্যুতিক SUV। মনে রাখবেন, এর সঙ্গে ICE SUV এমনকী গ্র্যান্ড ভিটারা নামের কোনও যোগ নেই৷ এটি ইভিএক্স কমসেপ্টের প্রোডাকশন ভার্সন। যা ভারতে আগে দেখানো হয়েছে।
2/7

চলতি বছরে Maruti e Vitara গুজরাতে তৈরি হবে। ভারতীয় বাজারে এটি আসন্ন Hyundai Creta Electric, MG Windsor EV, Tata Nexon EV এবং Curve-এর মত মডেলগুলির সাথে প্রতিযোগিতায় নামবে। Maruti Suzuki ই-ভিটারা মার্চে সম্পূর্ণ ফ্ল্যাশে লঞ্চ করবে।
Published at : 17 Jan 2025 04:43 PM (IST)
আরও দেখুন






















