Vodafone Idea: ভোডাফোনে বড় খবর, সোমের বাজারে দৌড়তে পারে শেয়ারের দাম; কী জানাল সংস্থা ?
Vodafone Idea Stock Price: সম্প্রতি ভোডাফোন তার বেশ কিছু শেয়ার বিক্রি করে বকেয়া ১১,৬৫০ কোটি টাকার ঋণ শোধ করেছে বলেই জানা গিয়েছে। এর প্রভাব পড়তে পারে শেয়ারের দামে।
Vodafone Idea Share Price: ভোডাফোন আইডিয়ায় বড় খবর। আর এই খবরে টেলিকম দুনিয়াতেও মিলবে স্বস্তি। ভারতের টেলিকম বিভাগ ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) এবং অন্য অপারেটরদের জন্য স্পেক্ট্রাম নিলামের ক্ষেত্রে ব্যাঙ্ক গ্যারান্টির শর্ত তুলে দিয়েছে। এই নিয়ম মূলত ২০২১ সালের টেলিকম রিফর্ম প্যাকেজের নিলামের (Vodafone Idea Share Price) আগে অবলম্বন করা হয়েছিল। ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬ এবং ২০২১ সালের নিলামে এই নিয়ম মানা হয়েছিল।
বড় স্বস্তি ভোডাফোনে
শনিবার ২৮ ডিসেম্বর ভোডাফোন আইডিয়া জানিয়েছে, টেলিকম বিভাগের পক্ষ থেকে সংস্থার কাছে একটি চিঠি এসেছে যেখানে এই নিয়ম তুলে নেওয়ার কথা বলা হয়েছে। সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছে সংস্থা এবং ইন্ডাস্ট্রির পক্ষে এই পদক্ষেপ বড় অবলম্বন হিসেবে ব্যক্ত করেছে ভোডাফোন আইডিয়া। সংস্থা জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে অপারেটররা অনেক সহজে দেশে ৪জি ও ৫জির জন্য বিনিয়োগ করতে পারবে। সম্প্রতি ভোডাফোন তার বেশ কিছু শেয়ার বিক্রি করে বকেয়া ১১,৬৫০ কোটি টাকার ঋণ শোধ করেছে বলেই জানা গিয়েছে।
শেয়ারের কী হাল
স্টক এক্সচেঞ্জকে দেওয়া তথ্য অনুসারে ভোডাফোন আইডিয়া জানিয়েছে সরকারের পক্ষ থেকে সমস্ত নিলামের ক্ষেত্রে ব্যাঙ্ক গ্যারান্টির বিধি তুলে নেওয়া হয়েছে। শুক্রবার ২৭ ডিসেম্বর ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম ছিল ৭.৪১ টাকা। সংস্থার বর্তমান বাজার মূলধন রয়েছে ৫২,০৬৬ কোটি টাকা। শেষ ৫২ সপ্তাহে এই শেয়ারের সর্বনিম্ন স্তর ছিল ৬.৬১ টাকা এবং সর্বোচ্চ স্তর ছিল ১৯.১৮ টাকা।
সোমবারে শেয়ারের দাম বাড়তে পারে
ভোডাফোন আইডিয়ার এই বিবৃতি প্রকাশ্যে আসার পরে সোমবারের বাজারে এই সংস্থার স্টকের দামে বড় প্রভাব দেখা যেতে পারে। টেলিকম সেক্টরে এই স্বস্তি বিনিয়োগকারীদের আরও ভরসা জোগাবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Adani Stock: আদানি গ্রুপের এই স্টকে আগামী ২ বছরেই ৫৮ শতাংশ মুনাফার ইঙ্গিত, পোর্টফোলিওতে আছে ?