Gold Price Today : সপ্তাহ শুরুতেই কমল সোনার দাম, আজ কত দামে কিনবেন সোনা ?
Gold Price : চলুন দেখে নেওয়া যাক আজ সোনা রুপোর দাম কত । সপ্তাহের শুরুতেই দাম কমল সোনার।
কলকাতা : অনেকেই সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। আবার কেউ কেনেন সোনার গয়না। বাঙালির কাছে সোনা মানেই সমৃদ্ধি। সোনা মানেই অসময়ের বন্ধু। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম রদবদল হয়ে থাকে। এছাড়া রুপোর গয়নাও অনেকেরই পছন্দ। প্রতিদিন রাজ্যভেদে সোনার দর আলাদা। চলুন দেখে নেওয়া যাক আজ সোনা রুপোর দাম কত । সপ্তাহের শুরুতেই দাম কমল সোনার।
আজকের সোনার দর (৯ নভেম্বর, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৬৬৮ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭২৮৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৯৭৭ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৯৮১ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯১,১৮২ |
যে কোনও শুভ অনুষ্ঠানে সোনা কিনতে চান অনেকে। সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে বিভিন্ন পরিবারে। এছাড়া সোনাকে তো এ দেশে শুভ বলে মনে করা হয়। উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই।
সোনার বিশুদ্ধতা কীসের ওপর নির্ভর করে
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। তবে সোনা যেমনই হোক না কেন, তার দাম ওঠানামা করে। তাই প্রতিদিন এবিপি আনন্দের ওয়েবসাইটে থাকে বাংলার সোনা রুপোর দর।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে