West Bengal Gold Price: তরতরিয়ে কমেছে সোনার দাম, আজ কি আরও কমল, চোখ রাখুন আজকের দামে
সোনার দামের এই পতন সবাইকে অবাক করেছে। অনেকেই ভাবছেন যে সোনায় বিনিয়োগ করার এটি সঠিক সময় কিনা। আসুন দেখি আজ বাংলায় সোনার দাম কত পড়বে প্রতি গ্রামে।

দীপাবলির আগে কয়েক সপ্তাহ ধরে সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। দ্রুত ক্রমবর্ধমান দাম দেখে অনেক বিনিয়োগকারীরা আবার সোনায় বিনিয়োগ করতে শুরু করেন। তবে সমস্যায় পড়েন সাধারণ মানুষ, যাঁরা সোনার গয়না কিনতে চান শখ বা উপহার দেওয়ার জন্য। ওই সময় কেউ কেউ ভৌত সোনা কিনেছেন, আবার কেউ কেউ ডিজিটাল সোনা এবং সোনার ইটিএফ কিনেছেন। তবে, দীপাবলির পর থেকে সোনার দাম অনেকটাই কমেছে। সোনার দামের এই পতন সবাইকে অবাক করেছে। অনেকেই ভাবছেন যে সোনায় বিনিয়োগ করার এটি সঠিক সময় কিনা। আসুন দেখি আজ বাংলায় সোনার দাম কত পড়বে প্রতি গ্রামে।
আজকের সোনার দাম (৩১ অক্টোবর, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১২০৭০ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১১৪৬৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১০৯৮৩ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৯৪১৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১৪৯৬৭০ |
*ওপরের হারগুলি ৩% জিএসটি ছাড়াই দেওয়া হয়েছে।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনা কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন
সার্টিফায়েড সোনা: শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সার্টিফাই করা সোনা কিনুন।
বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা। সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন।
সোনার গয়নার মেকিং চার্জ: গয়না কেনার সময় গয়নার নকশা এবং বেশ কিছু বিষয়ের উপর মেকিং চার্জ নির্ভর করে। ভাল করে বুঝে নিন, মেকিং চার্জ বাবদ আপনাকে কত টাকা দিতে হবে।
সোনা বিক্রির নিয়ম বা বাই-ব্যাকের নিয়ম: গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি। সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন, ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।






















