WhatsApp Web Alert : অফিসের ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলছেন ? সতর্ক করল সরকার
Govt Alert : জেনে নিন, ঠিক কী বলেছে ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY)।

Govt Alert : অফিসের ল্যাপটপে আপনিও এই কাজ (WhatsApp Web Alert) করলে অবিলম্বে সতর্ক হোন। কারণ সরকারও এই বিষয়ে পাবলিক নোটিস প্রকাশ করেছে। তাই না জেনে এই ভুল করলে বড় ক্ষতি হতে পারে আপনার। জেনে নিন, ঠিক কী বলেছে ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY)।
WhatsApp Web Alert : অফিসের আইটি টিম দেখে নেবে আপনার ব্যক্তিগত তথ্য
অফিসের ল্যাপটপ বা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করার জন্য সতর্ক করেছে সরকার। মন্ত্রক জানিয়েছে- কাজের সময় ব্যক্তিগত চ্যাট ও ফাইল অ্যাক্সেস করা সুবিধাজনক মনে হলেও, এই কাজ করলে আপনার ব্যক্তিগত তথ্য আপনার নিয়োগকর্তা বা আইটি টিমের কাছে প্রকাশ পেতে পারে।
Cyber Alert : ব্যক্তিগত চ্যাটে অ্যাক্সেসের ঝুঁকি
সরকারি পরামর্শ অনুসারে, অফিস নেটওয়ার্ক ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে আপনার ব্যক্তিগত মেসেজ ও ফাইল অ্যাক্সেস করতে পারে। এটি বিভিন্ন উপায়ে সম্ভব- যেমন স্ক্রিন-মনিটরিং সফ্টওয়্যার, ম্যালওয়্যার বা ব্রাউজার হাইজ্যাকিংয়ের মাধ্যমে।
সাইবার নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
সরকারের তরফে এই সতর্কতা এমন এক সময়ে এসেছে, যখন কর্মক্ষেত্রে সাইবার নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। সরকারের তথ্য নিরাপত্তা সচেতনতা (ISEA) টিমের মতে, অনেক কোম্পানি এখন হোয়াটসঅ্যাপ ওয়েবকে একটি সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকি হিসেবে বিবেচনা করছে। এটি ম্যালওয়্যার বা ফিশিং আক্রমণের প্রবেশদ্বার হয়ে উঠতে পারে, যা সমগ্র কর্পোরেট নেটওয়ার্ককে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
Cyber Alert : অফিসের ওয়াই-ফাইও বিপজ্জনক
এই পরামর্শে আরও বলা হয়েছে যে, কেবল অফিস ডিভাইসই নয়, এমনকি অফিসের ওয়াই-ফাই ব্যবহার করলেও কোম্পানিগুলি কর্মীদের ব্যক্তিগত ফোনের ডেটাতে আংশিক অ্যাক্সেস পেতে পারে। এছাড়াও, যদি কোনও অফিসের ল্যাপটপ হ্যাক হয়ে যায়, তবে ব্যক্তিগত ডেটা হাতছাড়া হওয়ার ঝুঁকি থেকেই যায়। বিশেষ করে অসুরক্ষিত ওয়াই-ফাই নেটওয়ার্কে এই ঝুঁকি বেশি।
WhatsApp Web Alert : যদি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করার প্রয়োজন হয়
যদি কোনও কারণে আপনার অফিসের ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে হয়, তাহলে সরকার কিছু সুরক্ষা ব্যবস্থার পরামর্শ দিয়েছে।
১ ডেস্ক ছেড়ে যাওয়ার আগে সর্বদা লগআউট করুন।
২ অজানা পরিচিতিদের লিঙ্ক বা অ্যাড অনস ক্লিক করা এড়িয়ে চলুন।
৩ আপনার কোম্পানির আইটি ও ডেটা পলিসিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝুন ও সেই অনুযায়ী কাজ করুন।






















