Tech Ka Shubh Muhurat: দীপাবলির আগে শাওমির সেল, দুর্দান্ত অফার থাকবে গ্রাহকদের জন্য
Xiaomi: আপাতত গ্রাহকদের অপেক্ষা করার পরামর্শ দিয়েছে শাওমি সংস্থা। এখনই ফোন, গ্যাজেট না কেনার পরামর্শ দিয়েছে তারা। দীপাবলির আগে চলতি মাসেই শুরু হতে চলেছে শাওমির সেল। থাকবে দারুণ সব অফার।
Xiaomi Sale: ভারতে উৎসবের মরশুম (Festive Season) শুরু হতে চলেছে। আর সেই উপলক্ষ্যে বিভিন্ন ই-কমার্স সংস্থা যেমন- ফ্লিপকার্ট (Flipkart), অ্যামাজনের (Amazon) তরফে ভারতে স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটের উপর ছাড় দেওয়া শুরু হয়েছে। তবে এই ট্রেন্ডের একদম উল্টো পথে হাঁটছে শাওমি। জনপ্রিয় এই স্মার্টফোন ব্র্যান্ড আপাতত গ্রাহকদের কাছে আর্জি জানিয়েছে যে তাঁরা যেন এই মুহূর্তে কোন ও গ্যাজেট না কেনেন। বরং সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। কিন্তু তাহলে কি উৎসবের মরশুমে ছাড় দেবে না শাওমি সংস্থা?
জানা গিয়েছে, ছাড় দিয়ে শাওমি সংস্থাও উৎসবের মরশুমে ভারতের বাজারে স্মার্টফোন-সহ অন্যান্য গ্যাজেট আনবে। শাওমি সংস্থা আপাতত ‘Tech Ka Shubh Muhurat’ নাম দিয়ে একটি ক্যাম্পেন চালাচ্ছে। সেখানে আভাস দেওয়া হয়েছে দীপাবলির আগেই বিভিন্ন গ্যাজেট, ফোন ও অন্যান্য ডিভাইসে শাওমি সংস্থা ছাড় দেবে। শোনা যাচ্ছে, ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে শাওমির এই সেল। সেখানে শাওমির বিভিন্ন প্রোডাক্টে থাকবে ছাড় এবং অফার। দীপাবলির আগে একগুচ্ছ অফার নিয়ে হাজির হবে শাওমি। তবে কোন কোন জিনিসের উপর ছাড় থাকবে তা এখনও জানা যায়নি। অনুমান স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ, স্মার্ট টিভি এবং আরও অনেক ডিভাইসের উপরেই থাকবে ছাড়। শোনা যাচ্ছে, ১৫ সেপ্টেম্বর হয়তো শাওমি সংস্থা বিভিন্ন ছাড়ের ব্যাপারে জানাবে।
শাওমির আসন্ন এই সেলে বেশ কিছু বিশেষত্ব থাকার সম্ভাবনা রয়েছে। শোনা গিয়েছে শাওমির এই সেলে থাকতে পারে Spin the Wheel, Super Slot Machine, Pataka Run- এইসব কনটেস্ট। আর সেখানে জিতলে গ্রাহকরা পেতে পারেন শাওমি স্মার্ট টিভি, রেডমি নোট ১১ এসই ফোন এবং আরও অনেক কিছু। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ১ এবং রেডমি ১১ প্রাইম সিরিজের ফোন। এই স্মার্টফোনগুলিতে শাওমির আসন্ন সেলে দুর্দান্ত অফার থাকার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে।
Amazon Great Indian Festival 2022 Sale
অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল শুরু হতে চলেছে আগামী ২৩ সেপ্টেম্বর। আর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অ্যামাজন ইন্ডিয়ার এই সেল। অ্যামাজনের এই সেলে এসবিআই (SBI) কার্ডে কেনাকাটা করলে ইন্সট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও প্রথম কেনাকাটার উপরে ফ্ল্যাট ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি এম এবং আইকিউওও অ্যামাজনের এই সেল স্পনসর করেছে। ফলে অনুমান করা যাচ্ছে যে এই দুই ব্র্যান্ডের ফোনের দামে ছাড় থাকবে। অ্যামাজনের প্রাইম মেম্বাররা গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২২ সেলে আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন।
আরও পড়ুন- নাথিং ফোন ১ এবং গুগল পিক্সেল ৬এ- ফ্লিপকার্টের সেলে এই দুই ফোনের দাম কত হতে চলেছে?