এক্সপ্লোর

পিঠ টানটান করে বসে বাংলা OTT দর্শক দেখবেন ZEE 5 গ্লোবালের অরিজিনাল কনটেন্ট স্লেট

ZEE5 Global  এমন এক ভিডিও ওটিটি প্ল্যাটফর্ম যারা বিশেষভাবে সংকলিত, এক্সক্লুসিভ বাংলা কনটেন্ট স্লেট নিয়ে আসছে ১৯০-এরও বেশি দেশের বাঙালি দর্শকদের জন্য

কে নেই তালিকায়। বাংলা ছবি ইন্ডাস্ট্রির একের পর এক নামকরা তারকা আছেন এই নব-উদ্যোগে। পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার, ঊষসী রায়, শ্বাশত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, বিক্রম চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, ঐন্দ্রিলা সেন, অনন্যা চ্যাটার্জি, পায়েল সরকার, কৌশানী মুখার্জি, ঋদ্ধিমা ঘোষ, অঙ্কিতা চক্রবর্তীরা রয়েছেন।

পাশাপাশি উদ্যোগে সামিল সেরা সব পরিচালক। অঞ্জন দত্ত, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী, সাহানা দত্ত, দেবলয় ভট্টাচার্য, সায়ন্তন ঘোষাল, জয়দীপ মুখার্জি, সান ঘোষরায়, নির্ঝর মিত্র, অরিত্র সেন তো রয়েছেনই। রয়েছেন সমালোচকদের প্রশংসা কুড়োনো ইন্দ্রনীল রায়চৌধুরীও। সব মিলিয়ে ZEE5 গ্লোবাল বিশ্বব্যাপী দর্শকদের সামনে বাংলা বিনোদনের সেরার ডালি নিয়ে হাজির।

কলকাতায় তারকা খচিত সমারোহে অনুষ্ঠিত 'এরপর কী'। লঞ্চ হল ১০ অরিজিনাল কনটেন্ট টাইটল এবং আগামী বছরে প্রতি মাসে রিলিজ হবে একটি করে এক্সক্লুসিভ মুভি।

১০টি রোমাঞ্চকর নতুন অরিজিনালস এবং ব্লকবাস্টার মুভি আসছে ZEE5 গ্লোবালে। তারই একঝলক

গ্লোবাল, ১২ ডিসেম্বর ২০২২ : দক্ষিণ-পূর্বের কনটেন্ট ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং প্ল্যাটফর্ম ZEE5 Global সহর্ষে বর্ষশেষের জন্য তৈরি, কারণ সামনে আসছে ১০টি বড়মাপের অরিজিনাল সিরিজের কনটেন্ট স্লেট, ২০২৩ সালের শুরু থেকে প্রবাসী বাঙালিদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত মুভি সহযোগে। সাবস্ক্রিপশন ভিডিও অন ডিমান্ডে  (SVOD) যে অফারগুলি রয়েছে তার সঙ্গে ZEE5 Global নিশ্চিত করেছে, ক্রমশ প্রতি মাসে রিলিজ় করা হবে ওয়েব সিরিজ় । কী থাকছে না সেখানে । রহস্য-রোমাঞ্চে ভরা খুনের গল্প, অপরাধমূলক ড্রামা, সাইকোলজিক্যাল থ্রিলার, স্লথ অ্যাডভেঞ্চার এবং সর্বোৎকৃষ্ট বাংলা কমেডি ও রোমান্স। স্বকীয় ও স্বতন্ত্র গল্পে বাঁধা থাকবে চূড়ান্ত রোমাঞ্চকর কনটেন্ট স্লেট। আর যাতে বাঁধা পড়বে আবেগের সম্পূর্ণ স্বরগ্রাম। শ্রেষ্ঠ আঞ্চলিক গল্প-কথিয়েদের সঙ্গে বাংলা ছবির তারকাদের সংযোগে সূচিত হবে বাংলা বিনোদনের এক নতুন অধ্যায়। ZEE5 Global - এর সঙ্গে। 

বিশ্বব্যাপী মজবুত স্থিতি ZEE5 Global - এর। ZEE5 Global  এমন এক ভিডিও ওটিটি প্ল্যাটফর্ম যারা বিশেষভাবে সংকলিত, এক্সক্লুসিভ বাংলা কনটেন্ট স্লেট নিয়ে আসছে ১৯০-এরও বেশি দেশের বাঙালি দর্শকদের জন্য।  

ZEE5 গ্লোবালের  চিফ বিজ়নেস অফিসার অর্চনা আনন্দ বলেন,  “ZEE5 গ্লোবালে ভারতীয় বিভিন্ন ভাষায় কনটেন্ট ব্যবহারে গত একবছরে অসাধারণ বৃদ্ধি আমরা দেখেছি কারণ প্রবাসী দর্শকদের জন্য তাঁদের মাতৃভাষায় বৃহত্তম ব্লকবাস্টারের স্বাদ আমরা দিয়েছি। বাংলা শিরোনামে অনুরণিত বিশ্বব্যাপী দর্শক। আর এই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে, আমাদের দর্শকদের জন্য একদম নতুন বাংলা কনটেন্ট স্লেট শেয়ার করতে পেরে আমরা যারপরনাই উচ্ছ্বসিত। আমাদের এই প্রচেষ্টায় দর্শকরা পেয়ে যাবেন তারকা-খচিত শিরোনাম সম্বলিত সমৃদ্ধ কনটেন্ট যা আবার আজকের সময়ের শ্রেষ্ঠ গল্পকারদের সৃষ্টি। আমরা নিশ্চিত, বিভিন্ন ধারার সক্রিয় ধারক এহেন  টাইটলগুলি আমাদের দর্শকদের সঙ্গে একবারে একাত্ম হয়ে যেতে সক্ষম হবে। আমরা সবসময় চেষ্টা করেছি দক্ষিণ-এশীয় প্রবাসীদের জন্য সাযুজ্য রেখে কনটেন্ট আনতে যাতে করে তাঁরা, তাঁদের শিকড়ের কাছাকাছি থাকতে পারেন, অনুভব করতে পারেন। আমরা নিশ্চিত, এই নতুন স্লেট আমাদের বিশ্বব্যাপী দর্শকদের আনন্দিত করবে।” 

২০২৩-এর কনটেন্ট স্লেটের বিষয়ে বলতে গিয়ে ZEE এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড(ZEEL)-এর চিফ ক্লাস্টার অফিসার - ইস্ট বলেন, “ বাংলা ওটিটি দর্শকদের বৃহৎ এবং এক্সক্লুসিভ ১০টি অরিজিনাল টাইটল এবং অন্যতম সেরা বাছাই কিছু মুভি অফার করতে পেরে আমরা যারপরনাই উচ্ছ্বসিত। আমরা কৃতী গল্পকার এবং অভিনেতাদের সঙ্গে কাজ করছি, যাঁরা শুধুমাত্র নিজেদের অভিনয় দক্ষতাতেই নিজেদের প্রমাণ করেননি, পরবর্তীতে কী ঘটবে, সেই কৌতুহলে আটকে যেমন রেখেছেন তেমনই দর্শকদের অকুণ্ঠ ভালবাসাও কুড়িয়েছেন। এর পাশাপাশি, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নানা গল্পও রয়েছে আমাদের কাছে, যা বাংলার উর্বর মাটির সাংস্কৃতিক সৌগন্ধকে পরতে পরতে প্রতিফলিত করে। আমাদের কাছে আছে সেই গল্প যা বাঙালিআনা থেকে উৎসারিত আর উদ্বুদ্ধ করে তাই নয়, নতুন যে দুনিয়ায় আমরা রয়েছি সেখানকার নানা চ্যালেঞ্জ ও জটিলতাকে সামনে নিয়ে আসে। আমরা আত্মবিশ্বাসী, আমাদের কনটেন্ট স্লেট বাংলা OTT দর্শকদের আনন্দ দেবে এবং তাঁদের গতিময়তা, রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চারের প্রয়োজনীয়তাকে বজায় রাখবে। যে কনটেন্ট দর্শকদের সামনে আনছি, তাঁরা কীভাবে এটাকে নেন, সেদিকে তাকিয়ে আছি আমরা। 

ZEE5 গ্লোবালের কনটেন্ট স্ট্যাট্রেজি নিয়ে বলতে গিয়ে ZEE এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের কনটেন্ট এবং ইন্টারন্যাশনাল মার্কেটের  প্রেসিডেন্ট পুনীত মিশ্রা বলেন, “দর্শকদের গভীরভাবে বুঝে এবং নানা-ভারতের সাংস্কৃতিক ছন্দের তালে তাল মিলিয়ে চলাই ZEE5 গ্লোবালের ভাষাগত বৃদ্ধির কারণ। কনটেন্ট ডিজ়াইনের ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ টিমের স্বতন্ত্র ধারণা, যেটাকে আমরা  #SoulToScreen বলে থাকি, যেখানে দর্শক এবং সাংস্কৃতিক বোদ্ধাদের সংযোগস্থাপন হয় অনুপ্রাণিত সৃজনশীলতায়, যাতে দর্শকরা পান সমৃদ্ধ ও উপভোগ্য কনটেন্ট। বাংলা বিনোদন জগতের অন্যতম সেরা কিছু কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সান্নিধ্যে আমরা আজকের বাংলার সঙ্গে সাযুজ্য রেখে কনটেন্ট স্লেট বানাতে পেরেছি। আমাদের কনটেন্ট স্লেট উপভোগ্য, আসনের সামনে টানটান হয়ে বসে উপভোগ করার মত কনটেন্টের জন্য বাংলা OTT দর্শকদের ক্রমবর্ধমান খিদের সঙ্গে সমভাবে প্রতিফলিত এবং সমসাময়িক অবতারে বাঙালিআনার নতুন মোড়কে উপজীব্য। আমরা আশা রাখি, আমাদের টিমের এই শ্রম আন্তর্জাতিক স্তরে বাংলা OTT দর্শকদের  ভালবাসা ও অনুমোদন পাবে। 

রাইমা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত 'রক্তকরবী',খুনের রহস্য নিয়ে এমন থিল্রার দেখা যায়নি আগে কখনও। এমন এক বাঙালি যৌথ পরিবার, যার পরতে পরতে রহস্যের হাতছানি। শিকড়পুরে জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেতা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং  অঙ্কুশ হাজরা রয়েছেন। পরেরটি  ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম বড় গল্প। 

'শিকড়পুরের শার্লক' খেতাব জয়ের চেষ্টায় আরও এক গোয়েন্দার জার্নির মধ্যে দিয়ে আমাদের নিয়ে যায়। নারায়ণ স্যানালের গোয়েন্দা উপন্যাস 'সোনার কাঁটা'-র অবলম্বনে 'কাটায় কাটায়' একটি সিরিজ তৈরি করা হয়েছে, যেখানে জাতীয় পুরস্কার বিজয়ী অনোন্যা চট্টোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে এক অচেনা ফ্রেমে দেখা গিয়েছে।  

অরিন্দম শীল পরিচালিত, সত্যজিৎ রায়ের গোয়েন্দা গল্প অবলম্বনে  'সাবাস ফেলুদা'গোয়েন্দা গল্পে রয়েছেন  ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়।  পাশাপাশি ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত প্রথম ওটিটি ফিকশন সিরিজে, যেখানে রয়েছেন  ইন্দ্রানী হালদার, প্রিয়াঙ্কা সরকার,  উসষী রায় এবং গৌরব চক্রবর্তী। পাশাপাশি ফিরছে পরিচালক রাজ চক্রবর্তীর আবার প্রলয়।

'ছোটলোক', এমন একটি গল্প  যেখানে শেষ পর্যন্ত খুনিকে চিহ্নিত করতে উদ্বেগ ও অনিশ্চয়তায় কাটাতে হবে দর্শককে। বিখ্যাত পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত এটি প্রথম ওটিটি ফিকশন সিরিজ, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন  ইন্দ্রানী হালদার, প্রিয়াঙ্কা সরকার,  ঊসষী রায় এবং গৌরব চক্রবর্তী।  পাশাপাশি ফিরছে পরিচালক রাজ চক্রবর্তীর আবার প্রলয়। পাশাপাশি  থাকছে শ্বেতকালীর গল্প, যেখানে আসনে টানটান হয়ে বসে দর্শক উপভোগ করবেন ঠান্ডা মাথায় খুনের রোমহর্ষক কাহিনী যা বহু পুরনো এক ভগবানের মূর্তিকে কেন্দ্র করে আবর্ত হবে। আর এখানেই হচ্ছে ঐন্দ্রিলার ওটিটি ডেবিউ।  

তালিকায় কিংবদন্তি পরিচালক অঞ্জন দত্তর সাত, মানুষের মানসিকতার অনৈতিক দিক তুলে ধরবে এই থ্রিলার।  থাকছে টেনি মাধব শীলের ফুল পঞ্জিকা, মিউজ়িক্যাল রোমান্টিক থ্রিলার। মাৎস্যন্যায়, যেখানে দেখানোে হয়েছে ওষুধের ব্যবসা চালানো এক পরিবারের দুর্নীতি- এটি পরমব্রত চট্টোপাধ্যায়ের রোড শো মুভির প্রোডাকশন। 

পরিচালক রাজ চক্রবর্তী বলেন, “ OTT থেকে প্রচুর কনটেন্ট বাছাইয়ের সুযোগ থাকছে দর্শকের। আমি আনন্দিত ZEE5 Global-এর সঙ্গে যুক্ত হতে পেরে যারা প্রভাবিত করতে পারে এমন, খাঁটি এবং সমঅনুভূতি সম্পন্ন গল্প বলায় বিশ্বাস করে।  আবার প্রলয় তেমনই এক গল্প। এই ওয়েব সিরিজটি শুধুমাত্র গভীর গল্প বলবে তাই নয়, মারাত্মক এক অপরাধ ও সামাজিক দৈত্যের কাহিনীকে নিপুণভাবে তুলে ধরবে। এটা বাস্তবিক, সহানুভূতিশীল এবং কৌতুহলী সিকোয়েন্স সহযোগে এমন একটা গল্প তুলে ধরবে, যা দর্শকদের মনে চিন্তা এবং প্রশ্ন তুলবে। আমি যা বলতে পারি, আবার প্রলয়ের জন্য নিজেকে প্রস্তুত করুন খুব শিগগিরই  ZEE5 Global-এ স্ট্রিম হবে এটি। 

পরমব্রত চট্টোপাধ্যায়ের কথায়, 'দর্শকদের সঙ্গে গভীরভাবে একাত্ম হতে পারার থেকে বড় রহস্যের কিছু নেই। ফেলুদা চরিত্র করার মাঝে মনে হয়েছে যেন শার্লকের জুতোতে পা গলিয়েছি। সত্যজিত রায়ের তৈরি অনন্য চরিত্রে কাজ করতে পারা গর্বের। এই ওয়েব সিরিজে অ্যাড্রিনালিন ক্ষরণের সব রকম উপাদান রয়েছে। দর্শকরা শেষ পর্যন্ত একান্ত হয়ে থাকতে পারবেন বলেই আশা রাখি।'

তিনি জোড়েন, 'ইতিহাস, রোমাঞ্চ-সহ সবরকম থ্রিলারের উপকরণ দিয়ে তৈরি বিনোদন জগতের এই নিবেদন।  জি ফাইভ গ্লোবালের সাহায্যে দেশব্যাপী প্রচার ও প্রসারের ব্যাপারেও নিশ্চিত। এই প্ল্যাটফর্মে প্রিমিয়ারের জন্য মুখিয়ে রয়েছি।'

এই প্ল্যাটফর্মে ভয় ও উত্তরণ (অঙ্কুশ হাজরা), অনন্ত (ঋত্বিক চক্রবর্তী), জয় মা কলকাত্তেওয়ালি (নুসরত জাহান ও সোহম চক্রবর্তী), মিনি (মিমি চক্রবর্তী), বৌদি ক্যান্টিন (শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়), আবার কাঞ্চনজঙ্ঘা (শ্বাশত চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়), জতুগৃহ (বনি সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পায়েল সরকার), মহানন্দা-র (গার্গী রায় চৌধুরী, ইশা সাহা) মতো এক্সক্লুসিভ ছবি দেখারও সুযোগ থাকছে।


পিঠ টানটান করে বসে বাংলা OTT দর্শক দেখবেন ZEE 5 গ্লোবালের অরিজিনাল কনটেন্ট স্লেট

তাজ বেঙ্গল কলকাতায় তারকাখচিত এক অনুষ্ঠানে যাবতীয় তথ্য সামনে আসে। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধঅযায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, অঞ্জন দত্ত, ইন্দ্রনীল রায়চৌধুরী, রাজ চক্রবর্তী প্রমুখ।

এখানেই শেষ নয়, থাকছে, সাম্প্রতিক অভিযাত্রিকের (সব্যসাচী চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী) মত ব্লকবাস্টার। আগন্তুক (আবীর চ্যাটার্জি ও সোহিনী সরকার), হীরকগড়ের হীরে (সোহম চক্রবর্তী, বনি সেনগুপ্ত, কৌশানী মুখার্জী, আয়ূষী তালুকদার), অন্তর্ধান (রজতাভ দত্ত এবং পরমব্রত চট্টোপাধ্যায়), সেভিংস অ্যাকাউন্ট (অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা ব্যানার্জি), হৃদিপদ্ম ( অর্পিতা চ্যাটার্জি এবং সাহেব চট্টোপাধ্যায়) এবং আম্রপালি (রাজা চন্দের পরিচালনা )

ZEE 5 গ্লোবাল সর্বাধিক গ্লোবাল ডেলি অ্যাকটিভ ইউজারের প্রাপ্ত (DAUs), ১১.৪ মিলিয়ন । গ্লোবাল মান্থলি অ্যাকটিভ ইউজ়ার (MAUs) ১১২.৪ মিলিয়ন। 

ZEE5 এখন অ্যামেরিকায় স্যামসাং স্মার্ট টিভিতেও উপলব্ধ। ব্যবহারকারীরা ZEE5 অ্যাপ গুগল প্লে স্টোর/ রোকু ডিভাইসে  iOS অ্যাপ স্টোর, অ্যাপল টিভি, অ্যান্ড্রয়েড টিভি, অ্যামাজন ফায়ার স্টিক এবং স্যামসাং স্মার্ট টিভিতে পেতে পারেন।  ZEE5 www.ZEE5.com. এও উপলব্ধ। 

ZEE5 গ্লোবাল সম্পর্কে

ZEE5 গ্লোবাল হল ডিজিটাল এন্টারটেনমেন্টের অবশ্য-গন্তব্য একটি প্ল্যাটফর্ম, যা Zee এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড (ZEEL) লঞ্চ করেছে। Zee এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড আন্তর্জাতিক মিডিয়া এবং এন্টারটেনমেন্ট পাওয়ার হাউস। প্ল্যাটফর্মটি ২০১৮ সালের অক্টোবরে ১৯০টি দেশে লঞ্চ করা হয়। ১৮টি বিভিন্ন ভাষায় এর পরিষেবা উপলব্ধ রয়েছে : হিন্দি, ইংরেজি, বাংলা, মালয়লাম, তামিল, তেলুগু, কন্নড়, মারাঠি, ওড়িয়া, ভোজপুরী, গুজরাতি, পাঞ্জাবি। এছাড়াও রয়েছে মালয়, থাই, বাহ্সা, উর্দু, বাংলা এবং আরবির মতো ছটি আন্তর্জাতিক ভাষায় পরিষেবা । ZEE5 গ্লোবালে পেয়ে যাবেন ২০ লক্ষ ঘণ্টারও বেশি  অন ডিমান্ড কনটেন্ট। একইসঙ্গে অরিজিনাল, মুভি, টিভি শো, মিউজ়িক, সিনে প্লে, স্বাস্থ্য ও লাইফস্টাইল সংক্রান্ত কনটেন্টের সেরা গন্তব্য আপনার হাতের মুঠোয়। ভাষাগত নেভিগেশন, কনটেন্ট ডাউনলোডের সুবিধা, টানা ভিডিও প্লেব্যাক এবং ভয়েস সার্চের সুবিধা প্রদান করছে ZEE5।

 

ZEE5 Global Twitter: https://twitter.com/ZEE5Global

ZEE5 Global LinkedIn: https://www.linkedin.com/company/zee5global/

মিডিয়া যোগাযোগ

Rashmi Punshi

rashmi.punshi@zee.com

Natasha Mendonca

natasha.mendonca@rfthunder.in   

 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা, আতঙ্কে ঘুম ভাঙল শহরের
সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা, আতঙ্কে ঘুম ভাঙল শহরের
Aadhaar Card : আপনার আধার কার্ডে একের বেশি মোবাইল সিম তুলেছেন ! কী হতে পারে জানেন ? 
আপনার আধার কার্ডে একের বেশি মোবাইল সিম তুলেছেন ! কী হতে পারে জানেন ? 
Digital Arrest: ৪০ ঘণ্টা টানা ডিজিটাল অ্যারেস্ট, স্ক্যামারদের কাছে কাঁদছিলেন এই জনপ্রিয় ইউটিউবার, প্রকাশ্য়ে এল ভিডিয়ো
৪০ ঘণ্টা টানা ডিজিটাল অ্যারেস্ট, স্ক্যামারদের কাছে কাঁদছিলেন এই জনপ্রিয় ইউটিউবার, প্রকাশ্য়ে এল ভিডিয়ো
Mamata Banerjee Birthday: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
Advertisement
ABP Premium

ভিডিও

Recruitment Scam News : চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি, ফের শুনানি হবে ১৫ জানুয়ারিHMPV: কোভিডের ৫ বছর পর আরেক ভাইরাসের চোখ রাঙানি! কলকাতা, বেঙ্গালুরু, আমদাবাদের পর এবার তামিলনাড়ু।Murshidabad News: ৭ দিনের হেফাজত মঞ্জুর বহরমপুর আদালতের বাংলায় কোথায় কোথায় ছড়িয়ে ABT-র জাল?SSC Scam: আজ SSC-র চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি, ফের শুনানি কবে ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা, আতঙ্কে ঘুম ভাঙল শহরের
সাতসকালে ভূমিকম্পে কাঁপল কলকাতা, আতঙ্কে ঘুম ভাঙল শহরের
Aadhaar Card : আপনার আধার কার্ডে একের বেশি মোবাইল সিম তুলেছেন ! কী হতে পারে জানেন ? 
আপনার আধার কার্ডে একের বেশি মোবাইল সিম তুলেছেন ! কী হতে পারে জানেন ? 
Digital Arrest: ৪০ ঘণ্টা টানা ডিজিটাল অ্যারেস্ট, স্ক্যামারদের কাছে কাঁদছিলেন এই জনপ্রিয় ইউটিউবার, প্রকাশ্য়ে এল ভিডিয়ো
৪০ ঘণ্টা টানা ডিজিটাল অ্যারেস্ট, স্ক্যামারদের কাছে কাঁদছিলেন এই জনপ্রিয় ইউটিউবার, প্রকাশ্য়ে এল ভিডিয়ো
Mamata Banerjee Birthday: মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
মমতাকে জন্মদিনের শুভেচ্ছা মোদির, লিখলেন, 'দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন'
OYO Hotel Booking: অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
অবিবাহিত যুগলদের হোটেলে 'নো এন্ট্রি', চেক ইনে লাগবে এই নথি  
Gold Price : HMPV ভাইরাসের প্রভাব সোনার দামে, সপ্তাহের শুরুতেই কমল রেট, আজ নিলে কততে পাবেন ?
HMPV ভাইরাসের প্রভাব সোনার দামে, সপ্তাহের শুরুতেই কমল রেট, আজ নিলে কততে পাবেন ?
Stock Market Crash : ভারতে HMPV ভাইরাসের থাবা ! ১২০০ পয়েন্ট ধস সেনসেক্সে, এখনই বেরোবেন ? 
ভারতে HMPV ভাইরাসের থাবা ! ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এখনই বেরোবেন ? 
EasyMyTrip Share Price: কয়েক ঘণ্টায় ১৫ শতাংশ ছুঁল এই শেয়ার, বড় খবর বাজারে
কয়েক ঘণ্টায় ১৫ শতাংশ ছুঁল এই শেয়ার, বড় খবর বাজারে
Embed widget