Zomato Update: একাধিক দেশে ব্যবসা বন্ধ করছে জোম্যাটো, কেন এত বড় সিদ্ধান্ত নিল সংস্থা?
Zomato pulled out of all international markets: সম্প্রতি লেবাননে ব্যবসা বন্ধ করেছে জ্যোমাটো। এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং সিঙ্গাপুরে পরিষেবা স্থগিত করেছে।
নয়া দিল্লি: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato) এবার একাধিক দেশে ব্যবসা বন্ধ করতে চলেছে। বিদেশে তাদের ফুড ডেলিভারি পরিষেবা বন্ধ করতে উদ্যোগী হয়েছে এই জনপ্রিয় সংস্থাটি। সম্প্রতি লেবাননে (Lebanon) ব্যবসা বন্ধ করেছে জ্যোমাটো। এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র (USA), ব্রিটেন (UK) এবং সিঙ্গাপুরে (Singapore) পরিষেবা স্থগিত করেছে। সংস্থার তরফে জানান হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে আংশিকভাবে ব্যবসা করবেন তাঁরা। তবে সেখানে জোম্যাটো খাবার ডেলিভারি (Food Delivery app) অ্যাপ হিসেবে নয়। কেবলমাত্র ডাইনিং আউট (Dining Out app) ব্যবসা চালাবে।
সংস্থার সিইও দীপিন্দর গোয়েল বলেন, "আমরা লেবাননে আমাদের ব্যবসার কাজ স্থগিত করছি। এটিই এখন পর্যন্ত একমাত্র অন্য আন্তর্জাতিক ব্যবসা। সংযুক্ত আরব আমিরশাহীতে ডাইনিং আউট পরিষেবাগুলি অব্যাহত রয়েছে। আমরা গত বছর থেকেই আন্তর্জাতিক ব্যবসা বন্ধ করে দিয়েছি।"
আরও পড়ুন, হাওড়া থেকে মাত্র ৪ ঘণ্টায় পুরী? দুরন্ত গতির ট্রেন চালুর সিদ্ধান্ত রেলমন্ত্রকের
প্রসঙ্গত, জোম্যাটো তাঁদের ব্যবসাকে তিনটি অঞ্চলে ভাগ করেছে। ভারত, সংযুক্ত আরব আমিরশাহী,অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, লেবানন, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, পোল্যান্ড, কাতার, আয়ারল্যান্ড। রাজস্বের পরিপ্রেক্ষিতে ভারতেই এখন পর্যন্ত কোম্পানির সবচেয়ে বড় বাজার- ৯৮১ কোটি টাকার, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের হিসেবে। এর পর রয়েছে সংযুক্ত আরব আমিরাশাহী। সেখানে প্রায় ৩৩ কোটির ব্যবসা করছে তাঁরা।
সম্প্রতি লেবাননে Zomato Foods Pvt Ltd এবং Zomato Ireland Limited এর অধীনে চলা ব্যবসা বন্ধ করেছে সংস্থাটি। ত্রৈমাসিকের শুরুতে, সিঙ্গাপুরের জোম্যাটো মিডিয়া প্রাইভেট লিমিটেড, ব্রিটেনের জোম্যাটো ইউকে লিমিটেড এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও তাঁদের ব্যবসা বন্ধ করার উদ্যোগ নিয়েছে।
সংস্থার তরফে সাফ জানান হয়েছে, যেসব এলাকা থেকে লক্ষ্মীলাভের মুখ দেখে তাঁরা, সেখানে ব্যবসায় মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি মেট্রোর পরিবর্তে ছোট শহর এবং শহরতলীতে পরিষেবা প্রসারিত করবে বলে জানিয়েছেন। শুধু তাই নয়, কোম্পানিটি তার ই-কমার্স নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য আগামী দুই বছরে ভারতীয় স্টার্টআপগুলিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে৷