WB RESULT 2024
কলকাতা
জেলার খবর
ভারত
রাজ্য
খেলা
বিনোদন
ব্যবসা-বাণিজ্য
পুজো পরব
জ্যোতিষ
শিক্ষা এবং চাকরি
অন্যান্য
করোনাভাইরাস বা কোভিড-১৯ একটি সংক্রামক অসুখ, এর উৎস নতুন এক জীবাণু। এখনও এর কোনও ওষুধ তৈরি হয়নি।
করোনাভাইরাসে আক্রান্ত হলে জ্বরের লক্ষণ দেখা যায়, যেমন সর্দি কাশি, জ্বর। অবস্থা খারাপ হলে শুরু হয় শ্বাসকষ্ট।
করোনার জীবাণু ছড়ায় মূলত সর্দি বা হাঁচিকাশির সময় শরীর থেকে নির্গত জলের ফোঁটা থেকে। এর বায়ুবাহিত হওয়ার কোনও প্রমাণ এখনও মেলেনি।
যে কোনও বয়সের মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। তবে যাঁদের বয়স যাটের ওপর, দীর্ঘদিনের কোনও অসুখ রয়েছে, হাঁপানি বা এইডস রয়েছে, তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।
নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। মুখে হাত দেবেন না। অসুস্থ মানুষের ১ মিটার বা ৩ ফুটের মধ্যে আসবেন না।
সর্দি কাশি বা হাঁচির সময় নাক মুখে থেকে বার হওয়া জলের ফোঁটা থেকে মূলত ছড়ায় করোনাভাইরাস। অতএব লক্ষণ নেই এমন কারও কাছ থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা খুব সামান্য। তবে করোনা আক্রান্ত অনেকেরই হালকা লক্ষণ দেখা যায়, বিশেষ করে সংক্রমণের প্রথম দিকে। ফলে বোঝা কঠিন হয়ে পড়ে।
নির্ভর করছে আপনি কোথায় আছেন তার ওপর, বিশেষত দেখতে হবে, ওই এলাকায় কারও করোনা হয়েছে কিনা। তবে কোনও এলাকার বেশিরভাগ লোক করোনা আক্রান্ত- এমন উদাহরণ এখনও খুব বেশি নেই। তবে গোটা দুনিয়ার নতুন নতুন শহরে এই রোগ ছড়িয়ে পড়ছে। সেই সব জায়গায় গেলে বা বাস করলে করোনার আশঙ্কা থেকে যায়।
না। অ্যান্টিবায়োটিক জীবাণুর বিরুদ্ধে কাজ করে না, ব্যাকটিরিয়ার সংক্রমণ সারাতে সাহায্য করে। করোনার কারণ জীবাণু, অতএব অ্যান্টিবায়োটিক কাজ করবে না। চিকিৎসক না বললে নিজে থেকে করোনা প্রতিষেধক হিসেবে অ্য়ান্টিবায়োটিক খাওয়াও উচিত নয়।
কিছু ট্র্যাডিশনাল ওষুধপত্র বা ঘরোয়া এবং পশ্চিমী থেরাপি করোনার লক্ষণ লাঘব করতে পারে। তবে এখন যে সব ওষুধপত্র ব্যবহার হয়, তা করোনা সারাতে পারে এমন কোনও প্রমাণ নেই। নিজের ধারণামত ওষুধ খাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থন করে না।
নির্ভর করে ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর। এমনিতে স্বাস্থ্যবান ব্যক্তির শরীরে মাঝারি সংক্রমণ অল্পদিনে সেরে যেতে পারে। আবার ইনফ্লুয়েঞ্জার লক্ষণের মতই, অন্যান্য রোগে ভোগা এক ব্যক্তির করোনা থেকে সেরে উঠতে বেশ কয়েক সপ্তাহ লাগতে পারে বিশেষ করে যদি তাঁর শ্বাসপ্রশ্বাসের সমস্যা থাকে। এমনকী প্রাণহানিও বিচিত্র নয়।
Vivek Agnihotri New Film: 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালকের আগামী ছবিতে এবার গল্প দেখবেন দর্শকেরা?
Shahrukh Khan: ‘বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর কোভিড পজিটিভ', করোনা আক্রান্ত শাহরুখের আরোগ্য কামনা মমতার | Bangla News
Shahrukh Khan Covid Positive: ফের করোনার থাবা! কার্তিক, ক্যাটরিনার পরে আক্রান্ত শাহরুখও!
Kartik Aaryan Covid Positive: ফের করোনা আক্রান্ত কার্তিক আরিয়ান