News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

Frequently Asked Questions

  • কী এই করোনাভাইরাস?

    করোনাভাইরাস বা কোভিড-১৯ একটি সংক্রামক অসুখ, এর উৎস নতুন এক জীবাণু। এখনও এর কোনও ওষুধ তৈরি হয়নি।

  • করোনাভাইরাসের লক্ষণ কী?

    করোনাভাইরাসে আক্রান্ত হলে জ্বরের লক্ষণ দেখা যায়, যেমন সর্দি কাশি, জ্বর। অবস্থা খারাপ হলে শুরু হয় শ্বাসকষ্ট।

  • কীভাবে করোনাভাইরাস ছড়ায়?

    করোনার জীবাণু ছড়ায় মূলত সর্দি বা হাঁচিকাশির সময় শরীর থেকে নির্গত জলের ফোঁটা থেকে। এর বায়ুবাহিত হওয়ার কোনও প্রমাণ এখনও মেলেনি।

  • এই রোগে কাদের ঝুঁকি বেশি?

    যে কোনও বয়সের মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। তবে যাঁদের বয়স যাটের ওপর, দীর্ঘদিনের কোনও অসুখ রয়েছে, হাঁপানি বা এইডস রয়েছে, তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।

  • কীভাবে নিজেকে এই জীবাণু থেকে সুরক্ষিত রাখা যায়?

    নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। মুখে হাত দেবেন না। অসুস্থ মানুষের ১ মিটার বা ৩ ফুটের মধ্যে আসবেন না।

  • সংক্রমণের লক্ষণ নেই, এমন কারও থেকে কি করোনা ছড়াতে পারে?

    সর্দি কাশি বা হাঁচির সময় নাক মুখে থেকে বার হওয়া জলের ফোঁটা থেকে মূলত ছড়ায় করোনাভাইরাস। অতএব লক্ষণ নেই এমন কারও কাছ থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা খুব সামান্য। তবে করোনা আক্রান্ত অনেকেরই হালকা লক্ষণ দেখা যায়, বিশেষ করে সংক্রমণের প্রথম দিকে। ফলে বোঝা কঠিন হয়ে পড়ে।

  • আমার করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা কতটুকু?

    নির্ভর করছে আপনি কোথায় আছেন তার ওপর, বিশেষত দেখতে হবে, ওই এলাকায় কারও করোনা হয়েছে কিনা। তবে কোনও এলাকার বেশিরভাগ লোক করোনা আক্রান্ত- এমন উদাহরণ এখনও খুব বেশি নেই। তবে গোটা দুনিয়ার নতুন নতুন শহরে এই রোগ ছড়িয়ে পড়ছে। সেই সব জায়গায় গেলে বা বাস করলে করোনার আশঙ্কা থেকে যায়।

  • করোনা সারাতে অ্যান্টিবায়োটিক ফলপ্রসূ?

    না। অ্যান্টিবায়োটিক জীবাণুর বিরুদ্ধে কাজ করে না, ব্যাকটিরিয়ার সংক্রমণ সারাতে সাহায্য করে। করোনার কারণ জীবাণু, অতএব অ্যান্টিবায়োটিক কাজ করবে না। চিকিৎসক না বললে নিজে থেকে করোনা প্রতিষেধক হিসেবে অ্য়ান্টিবায়োটিক খাওয়াও উচিত নয়।

  • কোনও ওষুধ বা থেরাপি কি করোনা রুখতে পারে?

    কিছু ট্র্যাডিশনাল ওষুধপত্র বা ঘরোয়া এবং পশ্চিমী থেরাপি করোনার লক্ষণ লাঘব করতে পারে। তবে এখন যে সব ওষুধপত্র ব্যবহার হয়, তা করোনা সারাতে পারে এমন কোনও প্রমাণ নেই। নিজের ধারণামত ওষুধ খাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থন করে না।

  • শরীরে কতদিন থাকতে পারে করোনা সংক্রমণ?

    নির্ভর করে ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর। এমনিতে স্বাস্থ্যবান ব্যক্তির শরীরে মাঝারি সংক্রমণ অল্পদিনে সেরে যেতে পারে। আবার ইনফ্লুয়েঞ্জার লক্ষণের মতই, অন্যান্য রোগে ভোগা এক ব্যক্তির করোনা থেকে সেরে উঠতে বেশ কয়েক সপ্তাহ লাগতে পারে বিশেষ করে যদি তাঁর শ্বাসপ্রশ্বাসের সমস্যা থাকে। এমনকী প্রাণহানিও বিচিত্র নয়।