এক্সপ্লোর
Covid Surge in India: ফের লাফ কোভিডে, সংক্রমণ এড়াতে কী করতে হবে? নয়া গাইডলাইনে কী আছে?
India Covid: টিকা এবং সচেতনতাই কোভিড ঠেকানোর উপায়। এখন অধিকাংশই মৃদু উপসর্গে। তাই অতিরিক্ত আতঙ্কের প্রয়োজন নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/10

ফের লাফ ভারতের দৈনিক কোভিড সংক্রমণে। বুধবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১০,৫৪২ জন।
2/10

তার আগের দিন, অর্থাৎ মঙ্গলবার দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৭৬৩৩। মাত্র ২৪ ঘণ্টায় কার্যত লাফ দিয়েছে নতুন কোভিড সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য় বলছে এখন দেশে অ্যাক্টিভ কোভিড কেস ৬৩,৫৬২।
Published at : 19 Apr 2023 05:07 PM (IST)
আরও দেখুন






















